07/07/2025
কখনো কখনো মনে হয় সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া, সবচেয়ে বড় সুপারপাওয়ার। চুপচাপ থেকে নিজেকে পরিস্থিতির সাথে মিশিয়ে ফেলা। কারো কড়া কথা, অবহেলা, কিংবা বদলে যাওয়া সবকিছুর মাঝেও নিজেকে স্থির রাখা।
আবার কখনো মনে হয় এটা আসলে এক ধরনের আত্ম-ধ্বংস। যেখানে কেউ নিজের ইচ্ছা, অনুভব, সীমাবদ্ধতা সবকিছু চাপা দিয়ে একটা অদৃশ্য যন্ত্রণাকে নিজের ভিতর জমিয়ে রাখে। তবুও মানিয়ে নিই কারণ অনেক কিছু বললেও কেউ বুঝে না, বুঝতেও চায় না।
পৃথিবীর কোনোকিছুই মনের মতো হয় না, তাই নীরবে, নির্জনে নিজেকেই বুঝানোর চেষ্টা করি "এইতো বেশ ভালো আছি"