
23/05/2025
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ..
গত ২০ মে কক্সবাজার জেলা থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার ও অনলাইন নিউজ পোর্টাল যুগের চিন্তা ২৪ থেকে প্রকাশিত" এখনও বদি সিন্ডিকেটের দখলে সীমান্ত চোরাচালান ও হুন্ডি নেটওয়ার্ক" এই শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এই মিথ্যা, কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উক্ত সংবাদে আমাকে একজন হুন্ডি ব্যবসায়ী হিসাবে আখ্যায়িত করা হয়েছে তা মোটেও সত্য নয়। আমি সু-নামের সাথে Non Government Organisation (NGO) তে দীর্ঘ ৮ বছর দরে চাকরি করে আচ্চি এবং ৩১/১২/২০২৪ইং তারিখে আমার চাকরির মেয়াদ শেষ হয়,এমতাবস্থায় আমি মাছ ধরার নৌকা আর আমার পিতার মার্কেটের দেখাশোনা করে যাচ্ছি। এমনকি টেকনাফ পৌরসভার কেকে পাড়া ঘাটে মাছের নৌকা রয়েছে। জেলেরা মাছ শিকার শেষে মাছ গুলো বিক্রয় করে জীবন যাপন করতেছি।
এই ব্যবসা আমার বাপ দাদার পেশার সূত্র ধরে মাছ ধরার নৌকার মালিক হিসেবে জেলেরা মাছ শিকার শেষে মাছ গুলো বিক্রয় করে পরিবার পরিজনের জীবন জীবিকা নির্বাহ করে আসছি। আমি হুন্ডি ব্যবসা ও রাষ্ট্র বিরোধী কোন কর্মকান্ডের সাথে জড়িত ছিলাম না। হুন্ডি ব্যবসায় জড়িত থাকার প্রশ্নই আসেনা। তবে কিছু দিন ধরে আমার পিতার সাথে টেকনাফের একটি ভূমিদস্যুদের জমি নিয়ে বিরোধ চলতেছে সেই ভূমিদস্যুদের কু-কর্ম আড়াল করার জন্য সংবাদকর্মী ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে এবং আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে। এমনকি উক্ত ভূমিদস্যু গ্রুপটি উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির নাম ব্যবহার করে বিগত ১৬ বছর কোটি টাকার মালিক হয়েছে। তাদের কু-কর্ম আড়াল করতে অন্যজনকে রাষ্ট্রের কাছে অপরাধী বানানো হচ্ছে। সেই ভূমিদস্যু গ্রুপটি বিগত আওয়ামীলীগ সরকারের সময়ের মত বর্তমানেও নিরহ লোকজনের জমি জোরপূর্বক দখলে নিতে পায়তারা চালিয়ে যাচ্ছে। তাদের অপরাধ গুলো আড়ালে রাখার জন্য আমাকে এবং আমার আত্মীয় স্বজনদের সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগে আছে। ওই মহলটি কিছু কিছু সংবাদ কর্মীদের ব্যবহার করে এবং মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে আমার নামে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
উক্ত সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিচলিত না হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী:
মো. ইব্রাহীম মাহমুদ
টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া।