Spd Sports

Spd Sports Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Spd Sports, Digital creator, Teknaf.
(1)

আসসালামু আলাইকুম
সম্মানিত ভাই বোনেরা
আমি চাই ভালো একটা কিছু করতে
আপনারা যদি পাশে থাকেন
আমি মানবিক কার্যকর করার জন্য সবসময় মনে প্রাণে চেষ্টা চালিয়ে যাবো যদি আপনারা পাশে থেকে সাপোর্ট করে যান আমিও সফলতা পাবো আশা রাখছি আপনারা আমাকে উৎসাহিত করবেন

29/09/2025

📢 ঘোষণা
আজ দুপুরে শাহ পরীর দ্বীপ জেটি এলাকায় এক অটো টমটম চালক একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়েছেন। মানিব্যাগের ভিতরে কিছু টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং জাতীয় পরিচয়পত্র (NID Card) রয়েছে।

👉 যদি কারো মানিব্যাগটি হারিয়ে গিয়ে থাকে বা কেউ চিনে থাকেন, তাহলে দয়া করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।

ঠিকানা : শাহ পরীর দ্বীপ তিন রাস্তার মাথা, টেকনাফ।, 📞
ফোন: 01857-170025 📲

⚽⚽ ২য় সেমিফাইনাল ম্যাচ⚽⚽আগামীকাল ৩০সেপ্টেম্বর ( মঙ্গলবার )বিকেল ৩টায়"টেকনাফ উপজেলা ফুটবল টুর্নামেন্ট -২০২৫ইং ৪র্থ (আসর)...
29/09/2025

⚽⚽ ২য় সেমিফাইনাল ম্যাচ⚽⚽

আগামীকাল ৩০সেপ্টেম্বর ( মঙ্গলবার )বিকেল ৩টায়"টেকনাফ উপজেলা ফুটবল টুর্নামেন্ট -২০২৫ইং ৪র্থ (আসর) " ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী দল-
১. বাহার ছড়া ইউনিয়ন ফুটবল একাডেমি বনাম
২. ইয়াং ভয়েস স্পোর্টিং ক্লাব ওয়াব্রাং ফুটবল টিম।

ভেন্যু - টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ।

আয়োজনে - টেকনাফ উপজেলা রেফারীজ এন্ড আম্পায়ার এসোসিয়েশন।

উক্ত খেলাটি সরাসরি লাইভ দেখতে চোখ রাখুন আমাদের পেইজে এবং পেইজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।

বিদ্র: কেউ লাইভ স্পনসর হতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে

29/09/2025

আসসালামু আলাইকুম ,,
প্রিয় কক্সবাজার বাসী এবং কক্সবাজার জেলার সকল ক্রীড়া সংস্থার সকল সভাপতি ও সদস্যসহ এবং সকল ফুটবলপ্রেমী ভাই বন্ধুদের জানানো যাচ্ছে !!! যে___

গত ৬-৮ মাস ধরে আমাদের কক্সবাজার জেলার অন্যতম একজন সেরা ডিফেন্ডার ছোট বোন সামিয়া ।
কক্সবাজার জেলার অনূর্ধ্ব ১৭ হয়ে দেশ ও দেশের বাহিরে খেলে থাকে।
কিন্তু , সে খেলা চলাকালীন হঠাৎ ইনজুরি হয়ে পড়ে। ভালো পারফরমেন্স দিয়ে সেই চেষ্টা চালিয়েছিল আমাদের জেলার স্বার্থে।🇧🇩🤲

বলতে, গেলে এই মুহূর্তে সেই ইনজুরি। একজন ভালো ফুটবলার ইনজুরি হয়ে পড়লে মাঠে থাকতে না পারাটা কত দুঃখজনক তা একজন প্লেয়ারই জানে।

সকল ক্রীড়া সংস্থার এবং ক্রীড়া প্রেমিক বা কক্সবাজার জেলাবাসীর কাছে আমার বিনীত অনুরোধ এই ছোট বোন সামিয়ার জন্য যেই যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে মানবতার পরিচয় দিয়ে সকল ক্রীড়া জগতকে খেলার উৎসাহ বাড়িয়ে দিন।

আল্লাহর রহমতে সবাই আল্লাহর কাছ থেকে পাবেন যে যতটুকু পারেন বোনটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন 👊

🙏অনুরোধক্রমে আপনাদের স্নেহের ও ভালোবাসার
জাহাঙ্গীর।

অভিনন্দন টেকনাফ সদর ফুটবল দল আজ টেকনাফ মাঠে আপনারা প্রমান দিলেন কোটা ছাড়া নিজেদের শক্তি দিয়ে দলকে ফাইনালে  নিয়ে গেলেন...
29/09/2025

অভিনন্দন টেকনাফ সদর ফুটবল দল আজ টেকনাফ মাঠে আপনারা প্রমান দিলেন কোটা ছাড়া নিজেদের শক্তি দিয়ে দলকে ফাইনালে নিয়ে গেলেন সবার জন্য শুভকামনা ফাইনালের জন্য দোয়া রইল চ্যাম্পিয়ন ট্রফিটা যেন আপনারা হাতে তুলতে পারেন ❤️🥰⚽

⚽⚽ ১ম সেমিফাইনাল ম্যাচ⚽⚽আজ ২৯ সেপ্টেম্বর (সোমবার)বিকেল ৩টায়"টেকনাফ উপজেলা ফুটবল টুর্নামেন্ট -২০২৫ইং ৪র্থ (আসর) " ১ম সেমি...
29/09/2025

⚽⚽ ১ম সেমিফাইনাল ম্যাচ⚽⚽

আজ ২৯ সেপ্টেম্বর (সোমবার)বিকেল ৩টায়"টেকনাফ উপজেলা ফুটবল টুর্নামেন্ট -২০২৫ইং ৪র্থ (আসর) " ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী দল-
১. হ্নীলা একাডেমি ফুটবল দল বনাম
২.টেকনাফ সদর (সিনিয়র) ফুটবল দল।

ভেন্যু - টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ।

আয়োজনে - টেকনাফ উপজেলা রেফারীজ এন্ড আম্পায়ার এসোসিয়েশন।

উক্ত খেলাটি সরাসরি লাইভ দেখতে চোখ রাখুন আমাদের পেইজে এবং পেইজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।

বিদ্র: কেউ লাইভ স্পনসর হতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে01857170025

28/09/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Rahmat Khan

28/09/2025

আজকে আমাদের শাহ পরীর দ্বীপ এর নতুন রাস্তায় একটি দুর্ঘটনা ঘটে উক্ত ঘটনায় দুইজন নিহত হয় একজন আহত অবস্থায় তাকে কক্সবাজারে রেফার করা হয় এখানে দুজন যে নিহত হয়েছিল তাদের পরিচয় পাওয়া গেছে তারা দুই জন হচ্ছে কাটাবনিয়ার লোক আর একজন হচ্ছে তাদের বাড়িতে ভ্রমণের জন্য বেড়াতে এসেছিল ঢাকা থেকে তার অবস্থা ও খুবই ভয়াবহ বর্তমানে।

28/09/2025

শাহ পরীর দ্বীপ সড়ক দুর্ঘটনায়।

আসসালামু আলাইকুম ,,প্রিয় কক্সবাজার  বাসী এবং কক্সবাজার জেলার সকল ক্রীড়া সংস্থার  সকল সভাপতি ও সদস্যসহ এবং সকল ফুটবলপ্র...
28/09/2025

আসসালামু আলাইকুম ,,
প্রিয় কক্সবাজার বাসী এবং কক্সবাজার জেলার সকল ক্রীড়া সংস্থার সকল সভাপতি ও সদস্যসহ এবং সকল ফুটবলপ্রেমী ভাই বন্ধুদের জানানো যাচ্ছে !!! যে___

গত ৬-৮ মাস ধরে আমাদের কক্সবাজার জেলার অন্যতম একজন সেরা ডিফেন্ডার ছোট বোন সামিয়া ।
কক্সবাজার জেলার অনূর্ধ্ব ১৭ হয়ে দেশ ও দেশের বাহিরে খেলে থাকে।
কিন্তু , সে খেলা চলাকালীন হঠাৎ ইনজুরি হয়ে পড়ে। ভালো পারফরমেন্স দিয়ে সেই চেষ্টা চালিয়েছিল আমাদের জেলার স্বার্থে।🇧🇩🤲

বলতে, গেলে এই মুহূর্তে সেই ইনজুরি। একজন ভালো ফুটবলার ইনজুরি হয়ে পড়লে মাঠে থাকতে না পারাটা কত দুঃখজনক তা একজন প্লেয়ারই জানে।

সকল ক্রীড়া সংস্থার এবং ক্রীড়া প্রেমিক বা কক্সবাজার জেলাবাসীর কাছে আমার বিনীত অনুরোধ এই ছোট বোন সামিয়ার জন্য যেই যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে মানবতার পরিচয় দিয়ে সকল ক্রীড়া জগতকে খেলার উৎসাহ বাড়িয়ে দিন।

আল্লাহর রহমতে সবাই আল্লাহর কাছ থেকে পাবেন যে যতটুকু পারেন বোনটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন 👊

🙏অনুরোধক্রমে আপনাদের স্নেহের ও ভালোবাসার
জাহাঙ্গীর।

28/09/2025

শাহ পরীর দ্বীপ মোটরসাইকেল এক্সিডেন্ট দুইজন মারা যাই

আগামীকাল টেকনাফ উপজেলা ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ ইং (৪র্থ) আসরের  শেষ কোয়ার্টার ফাইনাল  ম্যাচের খেলা  অনুষ্ঠিত হবে । ব্রাদ...
27/09/2025

আগামীকাল টেকনাফ উপজেলা ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ ইং (৪র্থ) আসরের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে ।

ব্রাদার্স অফ নাইট্যং পাড়া ফুটবল টিম
বনাম
ইয়ং ভয়েস স্পোর্টিং ক্লাব ওয়াব্রাং পাড়া ফুটবল টিম

আগামীকালের খেলায় ধারভাষ্যকার থাকবেন আমাদের সবার প্রিয় মুখ আব্দুল খালেক আল গনি

সময়:- বিকাল ৩ ঘটিকা।
ভেন্যু:- টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ ゚

Address

Teknaf

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spd Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share