Sarwar Kamal

Sarwar Kamal High thinking, plain living.

Very Smart as i know. Wishing a Bright Future.
07/09/2023

Very Smart as i know. Wishing a Bright Future.

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন) গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স...
30/07/2023

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন)
গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 fe

বাংলাদেশ ডিজিটাল জরিপঃ (BDS) ১৮৮৮ সালে কক্সবাজার জেলার রামু থেকে দেশে প্রথম ভূমি জরিপ CS শুরু হয়। দীর্ঘ ৫২ বছর পর, ১৯৪০ ...
28/07/2023

বাংলাদেশ ডিজিটাল জরিপঃ (BDS)

১৮৮৮ সালে কক্সবাজার জেলার রামু থেকে দেশে প্রথম ভূমি জরিপ CS শুরু হয়। দীর্ঘ ৫২ বছর পর, ১৯৪০ সালে দিনাজপুর জেলায় এসে, এ জরিপ-কাজ সম্পন্ন হয়। তারপর পরবর্তীতে বিভিন্ন ধাপে SA, RS এবং সর্বশেষ BS জরিপ সম্পন্ন হয়।এরপরও ভূমি জটিলতা কাটে নি, কিন্তু এবার,প্রথম বারের মতো ড্রোন ও ফোর জেনারেশন প্রযুক্তি (4G technology) ব্যবহার করে,ডিজিটাল জরিপ কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার,যার নামকরণ করা হয়েছে, বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS).

এ জরিপ-কাজে প্রায় ১২১৩ কোটি ৫৬ লক্ষ টাকা খরচ হবে বাংলাদেশ সরকারের।

এই জরিপকাজ সফলভাবে সম্পন্ন হলে আগামী ১০০ বছরে জন্য আর কোন ভূমি জরিপের দরকার পড়বে না। মোটামুটি রকমে বলা চলে,আমাদের জেনারেশনের দেখা,এটিই হতে চলেছে শেষ ভূমি জরিপ।

পটুয়াখালী জেলা সদরে ইটবাড়িয়া ইউনিয়নের একটি মৌজায় ৪৯১ একর জমির ডিজিটাল জরিপ সফলভাবে সম্পন্ন করে,এই জরিপকে বেস-লাইন ধরে সরকার সারাদেশে ডিজিটাল জরিপ কাজ শুরু করেছে।

ব্যয়বহুল এই ডিজিটাল জরিপে কি কি সুবিধা পাবো আমরাঃ

ভূমি মন্ত্রনালয় ক্লেইম করছে, গোটা দেশকে ডিজিটাল ভূমিসেবার আওতায় আনতে, প্রত্যেক জমির মালিকগণকে একটি স্মার্ট কার্ড প্রদান করবে।এই স্মার্ট কার্ডের অভ্যন্তরে থাকা মাইক্রো-চিপসেটে আপনার জমির পরিমাণ,শ্রেণী, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার ইত্যাদি তথ্য অন্তর্ভুক্ত থাকবে। জমি যখন হস্তান্তর হবে তখন যিনি বিক্রয় করবেন, কার্ডে তার মোট জমির পরিমাণ থেকে তার বিক্রয়কৃত জমির পরিমাণ কমে যাবে আর যিনি কিনবেন,তার মোট জমির পরিমাণের সাথে তার ক্রয়কৃত জমির পরিমাণ যুক্ত হয়ে যাবে।তবে এ প্রক্রিয়াটি নামজারি করার পর সম্পন্ন হবে।

দুইটি সাটেলাইট কোম্পানির সাথে বাংলাদের সরকার চুক্তিবন্ধ হয়েছে। এই সাটেলাইটের মাধ্যমে তোলা হাই রেজুলেশন ছবি দিয়ে থার্ড ডাইমেনশন (3D) আকারে ডিজিটাল ম্যাপ প্রকাশ করবে সরকার। পূর্বের CS, SA, RS, BS, BRS ইত্যাদি ম্যাপগুলো 2D লাইন ড্রয়িং ছিল, কিন্তুু এখন জমির Top view (উপর থেকে বাস্তবে জমি দেখতে যেমন) ম্যাপ দেখা যাবে, নতুন এই BDS জরিপে।
এই ডিজিটাল 3D ম্যাপের একটি বিশেষ বৈশিষ্ট্য থাকবে, এই ম্যাপ online এ সর্বসাধারণের জন্য সামান্য কিছু শর্ত সাপেক্ষে Open থাকবে।

বাংলাদেশে ৪০লাখ অটোরিকশা যদি প্রতিদিন মধ্যরাতে তাদের ব্যাটারি তে চার্জ দেওয়ার জন্য প্রায় "৩৫০০" মেগাওয়াট বিদ্যুৎ খরচ করে...
14/06/2023

বাংলাদেশে ৪০লাখ অটোরিকশা যদি প্রতিদিন মধ্যরাতে তাদের ব্যাটারি তে চার্জ দেওয়ার জন্য প্রায় "৩৫০০" মেগাওয়াট বিদ্যুৎ খরচ করে পেলে তাহলে রাতের বেলায় আমরা পর্যাপ্ত পরিমানে বিদুৎ আর পাবো কোথায় থেকে?যেখানে মোট উৎপাদন "১৫০০০" মেগাওয়াট, মোট উৎপাদনের ৩ভাগের ১ভাগই বিদ্যুৎ ব্যবহার হয়ে যাচ্ছে এই অটোরিকশা চার্জিং খাতে।
অথচ বর্তমানে ১৫০০-২০০০ মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে।
এই একটা খাতে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে আমি শুধুই সেই বিষয়টি বলতেছি,কেউ আবার ভাবিয়েন না যে অটোরিকশা বন্ধের ব্যাপারে বা অটোরিকশার বিরুদ্ধে কিছু বলতেছি।
সংগৃহীত

11/06/2023

★8+8+8 Rules in Human life.★
Ideally, a person should spend 8 hours at work, 8 hours for sleep & balance 8 hours for his personal & social activities. This kind of a balanced schedule will help a person to set priorities in life effectively & reduce stress thereby leading to a healthy work life balance. The person would find himself leading an organized & a structured life, thereby getting time to focus on priorities effectively.

দু'ই টাকার চাকরি করেছেন কখনো!করে থাকলে শেয়ার করে দিন।
10/06/2023

দু'ই টাকার চাকরি করেছেন কখনো!

করে থাকলে শেয়ার করে দিন।

★ডাকঘর★এক সময়ের ভালবাসার অন্যতম সেরা স্থান,পরবর্তী প্রজন্মের কাছে এটা একটা কল্পনার মতই মনে হবে।
10/06/2023

★ডাকঘর★
এক সময়ের ভালবাসার অন্যতম সেরা স্থান,

পরবর্তী প্রজন্মের কাছে এটা একটা কল্পনার মতই মনে হবে।

09/06/2023

যখন ভিডিও এডিটিং চরম পর্যায়ে চলে যায়।

#ফান

অভিনন্দন সাবরাং ইউনিয়ন অনূর্ধ্ব 17 একাদশ,এই বিজয় শুধু আমাদের নয়, এ বিজয় সাবরাং ইউনিয়নের আপামর জনসাধারণের।
06/06/2023

অভিনন্দন
সাবরাং ইউনিয়ন অনূর্ধ্ব 17 একাদশ,
এই বিজয় শুধু আমাদের নয়, এ বিজয় সাবরাং ইউনিয়নের আপামর জনসাধারণের।

04/06/2023

তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি,....

#নীলাচল
#বান্দরবান

মেনশন করে জানিয়ে দিন কোন বন্ধুটি এই সমস্যার সম্মুখীন।
23/05/2023

মেনশন করে জানিয়ে দিন কোন বন্ধুটি এই সমস্যার সম্মুখীন।

Address

Teknaf
4700

Alerts

Be the first to know and let us send you an email when Sarwar Kamal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarwar Kamal:

Share

Category