30/10/2025
টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকায় সাবেক কাউন্সিলর মরহুম নুরুল আলম প্রকাশ (কালু) কমিশনারের পরিবারের পক্ষ থেকে হতদরিদ্র জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
আজ (৩০ অক্টোবর) দুপুরের দিকে মরহুম কালু কমিশনারের নিজ বাড়িতে এই চাল বিতরণ অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও নিম্নআয়ের বহু জেলে পরিবার উপস্থিত থেকে চাল গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, মরহুম নুরুল আলম প্রকাশ (কালু) কমিশনার জীবদ্দশায় সবসময় এলাকার মানুষের পাশে ছিলেন। তাঁর পরিবারের এই উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হয়েছে এবং তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে এলাকাবাসী।