RM Barta TV

RM Barta TV শিক্ষা,বিনোদন,পরিবেশ,উন্নয়ন, অপরাধ,দুর্ঘটনা,স্বাস্থ্যসেবা,রোগ, শোক,খেলাধুলা বৈচিত্র্য তথ্য সমৃদ্ধ-

☞আজ এসএসসিসহ সমমানের পরিক্ষার রেজাল্ট প্রকাশ//চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকা...
10/07/2025

☞আজ এসএসসিসহ সমমানের পরিক্ষার রেজাল্ট প্রকাশ//

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে।

বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ জুলাই রেজাল্ট প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।

ফলাফল যেভাবে পাবে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd
ওয়েবসাইট থেকে নির্দিষ্ট তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।

এ ছাড়া এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। এ ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: SSC Dha Roll Year)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এদিকে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফলাফল জানাতে হলে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের নিয়ম হলো: Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর ও সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil Mad 123456 2025। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিরেজিস্ট্রেশন করা নম্বরে ফলাফল পৌঁছে যাবে। কারিগরি বোর্ডের ফলাফল জানতে হলে টাইপ করতে হবে: SSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে হবে। আর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না।

গত ১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

☞ ঘটনার কিছু ছবি ফুটেজ....
09/07/2025

☞ ঘটনার কিছু ছবি ফুটেজ....

08/07/2025

☞ একটু বিনোদন🫣🫣😜
আরএম বার্তা টিভি

07/07/2025

☞ সাক্ষাৎকার :

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

20/06/2025
পীরগঞ্জে ভুট্টা নিয়ে চরম দুর্ভোগে কৃষক -ন্যায্য দাম নিয়েও হতাশা।।================================মোঃ জুলফিকার আলী, নিজস্...
01/06/2025

পীরগঞ্জে ভুট্টা নিয়ে চরম দুর্ভোগে কৃষক -ন্যায্য দাম নিয়েও হতাশা।।
================================

মোঃ জুলফিকার আলী, নিজস্ব সংবাদদাতা :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় চলছে ভুট্টা মাড়াইয়ের মৌসুম। তবে বৈরী আবহাওয়ায় ভুট্টা তুলতে ও শুকাতে কৃষক ও শ্রমজীবী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। আবার এ অবস্থায় বাজারে চাহিদা ও ন্যায্য দাম না পাওয়ায় বেড়েছে কৃষকের হতাশা। হাটপাড়া ফাজিল মাদ্রাসার মাঠজুড়ে দেখা যায় অর্ধশতাধিক নারী, পুরুষ ও শিশুরা ভুট্টা শুকানোর কাজে ব্যস্ত। কেউ নেট বিছাচ্ছে, কেউ ভুট্টা উল্টে দিচ্ছে, কেউ বা হঠাৎ বৃষ্টির আশঙ্কায় দ্রুত ঢেকে রাখছে। আকাশে মেঘ, মাঝে মাঝে বৃষ্টি, আবার হালকা রোদ। এই অস্থির আবহাওয়ায় ভুট্টা ভালোভাবে শুকানো দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয় কৃষকেরা বলেন, রোদ না থাকায় ভুট্টা শুকাতে অনেক সময় লাগছে। বৃষ্টি এলেই আবার ঢেকে রাখতে হয়। এতে বাড়তি শ্রম ও খরচ দুটিই বাড়ছে।

রোদ, দুপুরে বৃষ্টি এমন হলে কষ্টই শুধু বাড়ে। আবার না শুকালে ভুট্টা নষ্ট হয়ে যাবে।
শুধু আবহাওয়া নয়,ন বাজারে ন্যায্য দাম না পাওয়াও কৃষকদের উদ্বিগ্ন করে তুলেছে। বর্তমানে প্রতি মন ভুট্টা বিক্রিঢ় হচ্ছে গড়ে ৭৫০–৮০০ টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। ছোট বেগুনবাড়ি গ্রামের কৃষক শাহাজাহান আলী জানান, এই দাম দিয়ে কোনো লাভ হচ্ছে না। সরকার যদি ক্রয় কার্যক্রম চালু করতো, তাহলে কিছুটা স্বস্তি পাওয়া যেতো। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ভুট্টা এ বছর ভালো ফলন হয়েছে। তবে আবহাওয়ার কারণে কৃষকেরা বিপাকে পড়েছেন। স্থানীয় পর্যায়ে খোলা জায়গায় শুকানোর জন্য কোনো সরকারি সহায়তা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বৈরী আবহাওয়া ও বাজারে মূল্যহীনতা এই দুই সংকটে পড়ে পীরগঞ্জের ভুট্টা চাষিরা দিশেহারা। সময়মতো সরকারি সহায়তা ও ন্যায্য দাম নিশ্চিত না হলে আগামীতে কৃষকরা ভুট্টা চাষে আগ্রহ হারাতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে।

পলাশবাড়ীতে নবজাতক শিশুকে হত্যার দায়ে মা-মেয়ে কারাগারে।।==================================মোঃ মিঠু মিয়া, জেলা প্রতিনিধি:...
01/06/2025

পলাশবাড়ীতে নবজাতক
শিশুকে হত্যার দায়ে
মা-মেয়ে কারাগারে।।
==================================

মোঃ মিঠু মিয়া, জেলা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে বিয়ে বহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নেওয়া এক নবজাতককে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা-মেয়েকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হলেন উপজেলার আসমতপুর গ্রামের ফাতেমা আক্তার (২০) ও তার মা গোলাপি বেগম (৪৮)।

৩১ মে শনিবার দুপুরে পলাশবাড়ী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আসমতপুর গ্রামের মনজুর আলীর মেয়ে ফাতেমা আক্তার সম্প্রতি বিয়ের বাইরে এক সন্তানের জন্ম দেন। ১৬ মে গাইবান্ধার একটি বেসরকারি ক্লিনিকে সন্তান প্রসবের পর সমাজের ভয়ে এবং ঘটনা গোপন রাখতে ফাতেমা আক্তার ও তার মা মিলে নবজাতককে শ্বাসরোধে হত্যা করেন। পরবর্তীতে মরদেহ স্থানীয় বালিয়াগাড়ী বিলে ফেলে দেন তারা। এ ঘটনায় ফাতেমার বাবা মনজুর আলীও সহযোগিতা করেন বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা বিলে নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আসমতপুর গ্রামের শফিকুল মণ্ডলের ছেলে ইয়াসিন মণ্ডল বাদী হয়ে ফাতেমা আক্তার, তার মা গোলাপি বেগম ও বাবা মনজুর আলীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ফাতেমা আক্তার ও তার মা গোলাপি বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে, মামলার আরেক আসামি ফাতেমার বাবা মনজুর আলী এখনও পলাতক রয়েছেন।

এদিকে, নবজাতকের প্রকৃত পিতৃপরিচয় এখনও নিশ্চিত হয়নি। সমাজের চাপ ও পরিবারের অস্বীকৃতির কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়টি অধরাই থেকে গেছে। মানবিক কারণেই নবজাতকের পিতৃপরিচয় প্রকাশ হওয়া জরুরি হয়ে পড়েছে।

অদ্য ৩১ মে ২০২৫ইং রোজ শনিবার কিছু গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো।
31/05/2025

অদ্য ৩১ মে ২০২৫ইং রোজ শনিবার কিছু গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো।

31/05/2025

Address

Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when RM Barta TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RM Barta TV:

Share