Thakurgaon Pratidin ঠাকুরগাঁও প্রতিদিন

Thakurgaon Pratidin ঠাকুরগাঁও প্রতিদিন ঠাকুরগাঁও প্রতিদিন-
একটি মুক্ত মিডিয়া আউটলেট

18/09/2025

ঠাকুরগাঁওয়ে পুলিশে চাকরি পেয়ে সিজদাহ্ লুটিয়ে পড়লেন শিক্ষার্থী

18/09/2025

ফেসবুকে নেট দুনিয়ায় ভাইরাল পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে,ভুক্তভোগী পরিবারের মানুষের সঙ্গে ডাক্তারের অসৎ আচরণ ।

পীরগঞ্জে দুর্গাপুজা উদযাপনে প্রস্তুতি সভাস্টাফ রিপোর্টার, পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শান্তিপূর্ন ভাবে শারদীয় দুর্গা...
18/09/2025

পীরগঞ্জে দুর্গাপুজা উদযাপনে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শান্তিপূর্ন ভাবে শারদীয় দুর্গাপুজা উদযাপনে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উজেলা পরিষদ আডিটোরিয়ামে এ সভা হয়। উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ-রানীশংকৈল উপজেলার সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ফয়েজ, সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাও পল্লী সমিতির পীরগঞ্জ জোনাল অফিসের উপ-মহা ব্যবস্থাপক আলমগীর হোসেন, উপজেলা জামাতের আমীর (ভারপ্রাপ্ত) বাবুল আহমেদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়সাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা হিন্দু,বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্টের আহবায়ক রাম কৃষ্ণ, সাবেক ইউপি চেয়ারম্যান গৌতম চন্দ্র রায় প্রমূখ।

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম অনুষ্ঠিতঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হল ওরাঁও, সা...
18/09/2025

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হল ওরাঁও, সাঁওতাল সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নানা সম্প্রদায়ের কারাম উৎসব। পরিবারের সুখ-শান্তির জন্য ও নিজেদের সুস্থতায় কারাম নামের একটি বিশেষ বৃক্ষের বন্দনার মধ্য দিয়ে এসব সম্প্রদায়ের লোকজন এই উৎসব পালন করে।

বুধবার রাতে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা গ্রামে শুরু হয় এ উৎসব । পর দিন বৃহস্পতিবার কারাম গাছের পূজাঅর্চনা শেষে নদীতে ভাসিয়ে বিষর্জনের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি হয়। দিনের বেলা উপোষ এবং উপোষ ভাঙ্গার পর নাচ, গান ও পূজা অর্চনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী চলে এ উৎসব। বর্ষায় খাল-বিল, নদী-নালায় পূর্ণতা আসে। গাঢ় সবুজ রং নিয়ে প্রকৃতিতে আসে তারুণ্য। খাল-বিলে ফোঁটে শাপলা-শালুক। ধান লাগানোর পর আদিবাসী সম্প্রদায়ের অফুরন্ত অবসর। ঠিক সেই ভাদ্র মাসে আসে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেদের অন্যতম বার্ষিক উৎসব ‘কারাম’।

প্রতিবছর ভাদ্রের শেষে এবং আশ্বিনের শুরুতে ওরাঁও জনগোষ্ঠী এই উৎসব আয়োজন করে । ওরাঁওদের হিসেব মতে ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে এই উৎসব পালিত হয়। উৎসবে গাছ দেবতা যেন সামনের বছরে ভালো ফসল দেন সে প্রার্থনা করা হয়। এই গাছকে ঘিরে চলে আরাধনার গান। সব বয়সের আদিবাসী শিশু হতে কিশোর বৃদ্ধা যুবক-যুবতীরা সবাই এই গানের সুরে সুর মিলিয়ে গাছ দেবতার প্রার্থনায় মেতে উঠে। গাছ দেবতার সান্নিধ্য পাওয়ার জন্য ধান, সর্ষেদানা, কালাই, গম নানা ফসলের বীজ এই কারাম গাছের গোড়ায় রাখা হয়, যেন গাছ দেবতা সামনের বছর ভাল ফলন দেন সে প্রার্থনা করে রাতভর চলে এই সম্প্রদায়ের নৃত্যগীত ও হাড়িয়া (বিশেষ ধরণের পানীয়) পান।

স্থানীয়রা জানান, কারাম উৎসব উদ্যাপনের জন্য আদিবাসী নর-নারী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূজার প্রথম দিন উপোস থাকে। সন্ধ্যায় আয়োজন করা হয় বিশেষ খাবার। সৃষ্টিকর্তার প্রতি উৎসর্গ করার পর সেগুলো আমন্ত্রিত অতিথি ও পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। সারা দিন আদিবাসী মেয়েদের উপোসের মধ্য দিয়ে কারাম পূজা শুরু হয়। পরে তারা মাদল, ঢোল, করতাল ও ঝুমরির বাজনার তালে তালে নেচে-গেয়ে এলাকার গাছ থেকে কারামগাছের (খিল কদম) ডাল তুলে আনে। এরপর তারা একটি পূজার বেদি নির্মাণ করে। সূর্যের আলো পশ্চিমে হেলে গেলে সেই কারামগাছের ডালটি পূজার বেদিতে রোপণ করা হয়। আদিবাসী পুরোহিত উৎসবের আলোকে ধর্মীয় কাহিনি শোনান। সে সঙ্গে চলে কাহিনির অন্তর্নিহিত ব্যাখ্যা। ব্যাখ্যা শেষ হলে বেদির চারধারে ঘুরে ঘুরে যুবক-যুবতীরা নাচতে থাকে। এদিকে পুরোহিতের ধর্মীয় কাহিনি পাঠ শেষ হওয়ার পর উপোস রাখা মেয়েরা পরস্পরকে খাবারে আমন্ত্রণ জানিয়ে উপোস ভাঙে। এরপরই আপ্যায়ন করা হয় আমন্ত্রিত অতিথি ও আত্মীয়স্বজনকে। ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্থানীয় নদীতে কারাম ডালটি বিসর্জনের মাধ্যমে কারাম উৎসব আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

ঠাকুরগাঁও জেলা আদিবাসী পরিষদের সভাপতি জাকোব খালকো বলেন, সাঁওতাল, ওঁরাও, মাহাতো, বড়াইক, কুর্মি, সিং, পাহান, মাহালিসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজ নিজ রীতিতে কারাম পুজা পালন করে থাকে। কারাম নামের গাছের ডাল কেটে বিভিন্ন প্রাচীন প্রথা মান্য করে এই উৎসব করা হয় বলে এর নাম কারাম উৎসব।

18/09/2025

পীরগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমানের পাশে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।

18/09/2025

পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা রেলগেট

রিজিকের ভাষাগত অর্থ রিজিক শব্দটি আরবি। মূল উচ্চারণ “রিযক”। এর অর্থ হলো:দান, অনুগ্রহযা থেকে উপকৃত হওয়া যায়টিকে থাকার উপকর...
17/09/2025

রিজিকের ভাষাগত অর্থ
রিজিক শব্দটি আরবি। মূল উচ্চারণ “রিযক”। এর অর্থ হলো:

দান, অনুগ্রহ

যা থেকে উপকৃত হওয়া যায়

টিকে থাকার উপকরণ

ইসলামি পরিভাষায়, রিজিক বলতে বোঝানো হয় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নির্ধারিত সকল দান ও উপকরণ, যা তাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণে পৌঁছে দেয়।

কোরআনে রিজিকের উল্লেখ
কোরআনে বহু স্থানে রিজিকের কথা এসেছে। এর মধ্যে কয়েকটি হলো:

১. “পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, যার রিজিক আল্লাহর ওপর নির্ভরশীল নয়।” (সুরা হুদ, আয়াত: ৬)

২. “আল্লাহ যাকে চান হিসাব ছাড়া রিজিক দান করেন।” (সুরা বাকারাহ, আয়াত: ২১২)

৩. “তোমরা আল্লাহর কাছে রিজিক চাও, তাঁরই ইবাদত কর এবং তাঁর প্রতিই কৃতজ্ঞ হও।” (সুরা আনকাবুত, আয়াত: ১৭)

এখান থেকে বোঝা যায়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আর মানুষ কেবল তাঁর দানভোগী।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের অল্প সময়ে তিনি এমন অনেক কাজ করেছেন, যা দেশের ইতিহ...
17/09/2025

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের অল্প সময়ে তিনি এমন অনেক কাজ করেছেন, যা দেশের ইতিহাসে হয়নি।

আজ বুধবার বিকেলে সিলেটের একটি হোটেলের হলরুমে ‘জারিকৃত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫: মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাবে আসিফ নজরুল বলেন, ‘সবার সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে, যার যা ইচ্ছা, লিখে দেওয়া যায়। আমি প্রায়ই শুনি, “আপনি কী করেছেন? শহীদের রক্তের ওপর দিয়ে বসেছেন, আমরা আপনাকে বসিয়েছি, আপনি কী করেছেন?” আমি বুঝতে পারি না, আনসারটা কী হবে। আমি ফুটবল প্লেয়ার নই, কিংবা মঞ্চনাটকের অভিনেতাও নই, আমি যেটা করব, আপনি দেখতে পারবেন।’

17/09/2025

রোজ গার্ডেন প্যালেস

17/09/2025

পীরগঞ্জে মেয়ের বিয়ে নিয়ে ঘটকের সাথে তর্ক উত্তেজিত হয়ে হৃদরোগে মৃ,ত্যু থানায় অপমৃ,ত্যুর মা,মলা।

বিস্তারিত কমেন্টে...
17/09/2025

বিস্তারিত কমেন্টে...

17/09/2025

ঠাকুরগাঁও-৩ আসন নিয়ে যা বললেন সাবেক এমপি জাহিদুর রহমান

Address

Thakurgaon
5100

Alerts

Be the first to know and let us send you an email when Thakurgaon Pratidin ঠাকুরগাঁও প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

ঠাকুরগাঁও প্রতিদিন

ঠাকুরগাঁও জেলার সব খবর পড়ুন অনলাইন দৈনিক ঠাকুরগাঁও প্রতিদিন-এ।