Ananda Marga pracharak Shangha Bangladesh / Boirchuna, pirganj Thakurgaon.

Ananda Marga pracharak Shangha Bangladesh / Boirchuna, pirganj Thakurgaon. আনন্দমার্গ প্রচারক সংঘ বাংলাদেশ, বৈরচুনা/পীরগঞ্জ- ঠাকুরগাঁও। নমস্কার,
👉 পেজটিকে ফ্লো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ।👈

Question: 🌼 Where is the destination of life❓Answer: ✨ Shrii Shrii Anandamurti said —“The goal of life is to attain unio...
01/11/2025

Question: 🌼 Where is the destination of life❓

Answer: ✨ Shrii Shrii Anandamurti said —
“The goal of life is to attain union with the Supreme; that is the ultimate destination.”

💫

31/10/2025
23/10/2025

▪️শুভ ভ্রাতৃদ্বিতীয়া ❤️
মা ভ্রাতা ভ্রাতরং দ্বিক্ষন্মা স্বসারমুত স্বসা ।
সম্যঞ্চঃ সব্রতা ভূত্বা বাচং বদত ভদ্রয়া ॥
অথর্ববেদ ৩.৩০.৩
🌺 ভ্রাতা যেন ভ্রাতাকে ঘৃণা না করে, ভগিনী যেন ভগিনীর প্রতি বিদ্বেষ পোষণ না করে। সকলেই প্রেম ও সহযোগিতায় ঐক্যবদ্ধ হয়ে, অভিন্ন মূল্যবোধ ও সমজাত আদর্শে নিবেদিত থেকে, এমন বাক্যে পরস্পরের সঙ্গে কথা বলুক যা সর্বজনীন মঙ্গল ও সাধারণ কল্যাণসাধনে সহায়ক হয়।
Let not brother hate brother nor sister hate sister. Let all, united in love and cooperation, dedicated to common values and like ideals, speak with language conducive to the realisation of common and universal good.

এই বন্ধন যেন সারা জীবন এভাবেই অটুট থাকে।।

🌼✨ ভাতৃদিতীয়া / ভাইফোঁটার পবিত্র মুহূর্ত ✨🌼নমস্কার, আজ ২৩/১০/২০২৫,দোপাইল আনন্দ মার্গ জাগৃতি  ধ্যান মন্দিরে উদযাপিত হলো ...
23/10/2025

🌼✨ ভাতৃদিতীয়া / ভাইফোঁটার পবিত্র মুহূর্ত ✨🌼
নমস্কার,
আজ ২৩/১০/২০২৫,
দোপাইল আনন্দ মার্গ জাগৃতি ধ্যান মন্দিরে উদযাপিত হলো ভাই-বোনের অটুট বন্ধনের উৎসব।

প্রভাত সঙ্গীত ও অখণ্ড কীর্তন (বানা নাম কেবলম্) মহামন্ত্রের আধ্যাত্মিক পরিবেশে।
সাধনা ও ভক্তির পুণ্য লগ্নে ভরা একটি আনন্দময় সকাল।

💖 বোন তার ভাইকে দেয় ফোঁটা, কামনা করে তার দীর্ঘায়ু ও সুখ,
আর ভাই আশীর্বাদ করে প্রিয় বোনের শান্তি ও সমৃদ্ধি।
অনুষ্ঠান শেষে সকলের জন্য নারায়ণ সেবার আয়োজন করা হয়,।
আনন্দ ও ভক্তির ছোঁয়ায় ভরে উঠে প্রতিটি হৃদয়।

🌿 #ভাইফোঁটার মূল শিক্ষা: ভাই-বোনের সম্পর্ক হোক চিরন্তন, অটুট ও স্নেহময়। 🪔💫

#ভাতৃদিতীয়া #ভাইফোঁটা #আনন্দমার্গ #ভক্তি #ভাইবোনেরবন্ধন #জাগৃতি

20/10/2025

🌼 আনন্দমূর্তিজীর প্রবচনে দীপাবলির মাহাত্ম্য ✨🌼
শ্রী শ্রী আনন্দমূর্তিজী বলেছেন —
“সত্যের আলোই জীবনের প্রকৃত দীপাবলি।”
অন্ধকার যতই গভীর হোক, আত্মার প্রদীপ জ্বালাও! 🪔

#দীপাবলি #আনন্দমূর্তিজী .

19/10/2025

✨🪔 আলোর উৎসব — এক চিরন্তন আহ্বান 🪔✨

“আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে চাই এক আলোর উৎসবে —
যে আলো ভেতরেও জ্বলে, বাইরেও প্রজ্বলিত।
আমি চাই, আপনারা কেবল এই উৎসবে অংশগ্রহণই করবেন না,
বরং এই আলোর মধ্যেই চিরকাল অবস্থান করবেন।”

🌼 আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা 🌼
আনন্দমার্গ প্রচারক সংঘ, বাংলাদেশ ঠাকুরগাঁও ভুক্তি
বাবা নাম কেবলম্ — ভালোবাসাই সবকিছু।

#দীপাবলি #আলোরউৎসব #আত্মারউৎসব #বাবানামকেবলম #ভালোবাসাইসবকিছু #বাংলাদেশ #ঠাকুরগাঁওভুক্তি

✨🪔 Festival of Light — A Timeless Invitation 🪔✨

“I would like to invite you all to attend a festival of light —
a light that shines both within and without.
May you not only attend it for a moment, but dwell in it forever.”

🌼 With warm wishes from
Ananda Marga Pracaraka Samgha, Bangladesh Thakurgaon Bhukti
Bába Nám Kevalam — Love is All There Is.

✨ গুরুসকাশ: প্রতিটি আনন্দমার্গীর আধ্যাত্মিক শক্তির উৎস ✨
18/10/2025

✨ গুরুসকাশ: প্রতিটি আনন্দমার্গীর আধ্যাত্মিক শক্তির উৎস ✨

18/10/2025

🌼
আধ্যাত্মিক শিক্ষার সত্য প্রকাশ 🌿

এটাই প্রকৃত সময়ে আধ্যাত্মিক শিক্ষা শিক্ষিত করা —
আজ যে ছোট্ট শিশুটি আদর্শের পথে প্রথম পদক্ষেপ রাখছে,

একদিন সেই-ই বহির্বিশ্বে ছড়িয়ে দেবে বাবা নাম কেবলম মহামন্ত্রের আলো ✨💖

শিক্ষা মানে শুধু জ্ঞান নয়,
শিক্ষা মানে হৃদয় জাগানো, চেতনা জাগানো, মানবতার আলো জ্বালানো 🌸

#আধ্যাত্মিকশিক্ষা

বাণী চিরন্তন.. 💙💙
18/10/2025

বাণী চিরন্তন.. 💙💙

16/10/2025

🌸 ✨ প্রকৃত গুরু সেই, যিনি হৃদয়ের দরজা খুলে দেন আলোর জন্য ✨

তাঁর স্পর্শেই জাগে চেতনা, নিভে যায় অজ্ঞানতার অন্ধকার। 🌿
তিনি শুধু শিক্ষক নন, তিনি আত্মার পথপ্রদর্শক 💫

🕉️ “Know the Real Guru — Know Your True Self.”

#প্রকৃতগুরু

🙏যারা সাধনা করছে না তারা কিন্তু না জেনে তাঁর থেকে দূরে সরে যাচ্ছে । পরমপুরুষ আর সেই অসাধক মানুষটির মধ্যে যে ব্যাসার্ধ আছ...
15/10/2025

🙏যারা সাধনা করছে না তারা কিন্তু না জেনে তাঁর থেকে দূরে সরে যাচ্ছে । পরমপুরুষ আর সেই অসাধক মানুষটির মধ্যে যে ব্যাসার্ধ আছে তা বেড়ে চলেছে । কিন্তু তা সত্ত্বেও সেই মানুষটি কিন্তু মহাজাগতিক অধিক্ষেত্রের বাইরে কখনই যেতে পারবে না । সাধনা না করা, পরমপুরুষের ইপ্সিত কাজ না করার অর্থ হচ্ছে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য বাড়িয়ে চলা, তাঁর থেকে দূরে সরে যাওয়া ।...তুমি যখন তাঁর আশীর্বাদে এই মানুষের শরীর পেয়েছ তো শতকরা একশত ভাগ খাঁটি মানুষ হও । আর পরমপুরুষ থেকে তোমার দূরত্বকে কমাতে থাকো । শেষ পর্যন্ত তাঁর সঙ্গে মিলে এক হয়ে যাবে।🙏
(শ্রী শ্রী আনন্দমূর্ত্তি...✍️
🌹( "আনন্দ বচনামৃতম্"---চতুর্দশ-ষোড়শ খন্ড ।)🌹
🌺🍁🌺🍁🌺🍁🌺🍁🌺🍁🌺🍁🌺🍁🌺🍁🌺🍁🌺🍁🌺

Address

11 No, Boirchuna Union Porisod. Pirganj/
Thakurgaon
76800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ananda Marga pracharak Shangha Bangladesh / Boirchuna, pirganj Thakurgaon. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ananda Marga pracharak Shangha Bangladesh / Boirchuna, pirganj Thakurgaon.:

Share