Sabiha Hussain Orin

Sabiha Hussain Orin Don't Judge A Book By Its Cover
(1)

সুন্দর বারিফোর আম 🥭খেতে চাইলে কমেন্ট করুন
16/07/2025

সুন্দর বারিফোর আম 🥭
খেতে চাইলে কমেন্ট করুন

আসেন মেহেদী পরি,,,🥰🥰 ঠেলা ঠেলি করবেনা পিলিজ,,, 🙏কিন্তু হে নিজে নিজের হাতে পরবেন,,,😁🫣
16/05/2025

আসেন মেহেদী পরি,,,🥰🥰
ঠেলা ঠেলি করবেনা পিলিজ,,, 🙏
কিন্তু হে নিজে নিজের হাতে পরবেন,,,😁🫣

09/05/2025

Ya Allah Bless Us

প্রিয় মা বোনেরা নাজাতের পথে আসুন 💐🌺🌻🌹
04/05/2025

প্রিয় মা বোনেরা নাজাতের পথে আসুন 💐🌺🌻🌹

01/05/2025

Nauzubillah

🇨🇭পিরিয়ড (মাসিক) চলাকালীন সময়ে নীচের চারটি কাজ অবশ্যই বর্জন করুন। 🇨🇭পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি,বা  কোমল পানীয় এবং ...
27/02/2025

🇨🇭পিরিয়ড (মাসিক) চলাকালীন সময়ে নীচের চারটি কাজ অবশ্যই বর্জন করুন।

🇨🇭পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি,বা কোমল পানীয় এবং নারিকেল একদম খাবেন না

🇨🇭 এসময় মাথায় শ্যাম্পু ব্যাবহার করবেন না। কারণ
পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয় ফলে
লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে। শ্যাম্পু ব্যাবহার
এসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী
মাথাব্যথার কারণ হতে পারে।

🇨🇭এসময় শশা খাবেন না। কারণ শশার মধ্যে থাকা
রস পিরিয়ডের রক্তকে জরায়ু প্রাচীরে আটকে
দিতে পারে। যার ফলে আপনার বন্ধ্যা হয়ে যাওয়ার
সম্ভাবনা রয়েছে।

🇨🇭এছাড়াও লক্ষ্য রাখবেন, পিরিয়ডের সময় যেন
শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত
পেটে। পিরিয়ডের সময়টায় জরায়ু খুব নাজুক থাকে
ফলে অল্প আঘাতেই মারাত্মক ক্ষতিগ্রস্থ হতে
পারে। যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার,
জরায়ুতে ঘাঁ কিংবা বন্ধ্যাত্যের ঝুঁকি থাকে।

🇨🇭গবেষণায় দেখা গিয়েছে, পিরিয়ড চলাকালীন
সময়ে ঠান্ডা পানি পান করার ফলে পিরিয়ডের রক্ত বের না হয়ে জরায়ু প্রাচীরে জমাট বাঁধতে
পারে। যা পরবর্তী ৫ থেকে ১০ বছরের
মধ্যে জরায়ু টিউমার বা ক্যান্সারের আকার ধারণ করতে পারে।

🇨🇭 এই তথ্যটুকু আমাদের স্ত্রী, মা,বোন, কন্যা,সকলের কাছে পৌছে দিতে হবে। সচেতন হোন সুন্দর জীবন গড়ুন।
©

দৃষ্টি আকর্ষণ- জরুরী ০৬/০২/২৫ তারিখে আনুমানিক ভোর ০৪:৩০ এর দিকে এয়ারপোর্ট হইতে টঙ্গী যাওয়ার পথে উত্তরা জসিম উদ্দিন বাস...
20/02/2025

দৃষ্টি আকর্ষণ- জরুরী

০৬/০২/২৫ তারিখে আনুমানিক ভোর ০৪:৩০ এর দিকে এয়ারপোর্ট হইতে টঙ্গী যাওয়ার পথে উত্তরা জসিম উদ্দিন বাসস্ট্যান্ডের একটু আগে অজ্ঞাত এই মহিলাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা যায় বাস থেকে ফেলে দেওয়া হয়েছে অথবা আত্মরক্ষার্থে উনি নিজেই লাফ দিয়েছেন। বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় এম সি ইউ হাসপাতলে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, শ্বাস-প্রশ্বাস নিচ্ছে কথা বলার চেষ্টা করছে কিন্তু কথা বলতে পারতেছেননা, ব্রেনে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।পরিচয় সনাক্ত করার মতো কোনো কিছুই ছিল না তার সাথে। কেউ চিনে থাকলে নীচের নাম্বারগুলোতে যোগাযোগ করুন।

এস আই - ইফতেখায়ের: ০১৭১৯৮৪১৯৪০
অথবা ০১৭১৮২৬৫২১৪। দয়া করে পোস্টটি শেয়ার করে দিন।

বসন্ত জাগ্রত দ্বারে
08/02/2025

বসন্ত জাগ্রত দ্বারে

Address

Https://goo. Gl/maps/UeefRdaEjZFmyNBN 9
Thakurgaon
5110

Alerts

Be the first to know and let us send you an email when Sabiha Hussain Orin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share