
29/06/2025
70 years of Revving your heart with Yamaha. On this Yamaha Day!
Yamaha Lovers সবাই রেডি তো সেলিব্রেট করতে? তাহলে “Yamaha কেন তোমার ভালোবাসা?” জানিয়ে দাও সবাইকে, Yamaha বাইকের সাথে চমৎকার রিলস বানিয়ে । আর জিতে নাও আকর্ষণীয় পুরস্কার। সর্বোচ্চ Views পাওয়া পার্টিসিপেন্ট পাবে এক্সাইটিং ক্যাশ প্রাইজ
• 1st winner: ১,০০,০০০ টাকা
• 2nd winner: ৫০,০০০ টাকা
• 3rd winner: ৩০,০০০ টাকা
এছাড়াও প্রতিটি মডেলের বাইকের আলাদা ক্যাটাগরিতে থাকছে ১০,০০০ টাকা প্রাইজ মানি
অংশগ্রহণ করতে নিচের নিয়মগুলো অনুসরণ করো:
• রিলের থিম হবে: “Why do you love YAMAHA?”
• ভিডিওতে অবশ্যই একটি YAMAHA বাইক থাকতে হবে।
• বাইকটি অফিসিয়ালি রেজিস্টার্ড Yamaha বাইক হতে হবে।
• রিলস তৈরির জন্য ভিডিওতে Yamaha বাইক থাকা বাধ্যতামূলক।
• রিলটি নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে হবে।
• সকল নিয়ম মেনে পোস্ট করার পর, পোস্টের লিংকটি Yamaha Bangladesh এর অফিসিয়াল ফেইসবুক পেইজের ইনবক্সে মেসেজ করতে হবে।
• Facebook প্রোফাইল অবশ্যই Unlocked রাখতে হবে***
• Creator প্রোফাইল হলে কোনো Paid Promotion গ্রহণযোগ্য নয়।
• ক্যাপশনে প্রয়োজনীয় Hashtag গুলো অবশ্যই থাকতে হবে:
(Hashtag এর ভেতরে কোনো space ছাড়া ভিডিওতে ব্যবহৃত Bike এর মডেল নাম অবশ্যই থাকতে হবে। Sample: !)
সাবমিশন ক্লোজ: ১৫ জুলাই ২০২৫
ভিউ কাউন্ট: ১৭ জুলাই ২০২৫
Terms:
• সর্বোচ্চ Views এর উপর ভিত্তি করে বিজয়ী নির্ধারিত হবে।
• প্রতি 1k ভিউতে 1 পয়েন্ট (১০০০ ভিউ = ১ পয়েন্ট) করে গণনা করা হবে এবং সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।
• কোন অংশগ্রহণকারীর প্রোফাইলে বা পেইজে ২ লাখের অধিক ফলোয়ার থাকলে তাদের পোস্ট ভিন্ন ক্যাটাগরিতে বাছাই এবং নির্বাচন করা হবে। এই ক্যাটাগরির পুরস্কারের বিষয়ে Yamaha টিম থেকে অংশগ্রহণকারীর সাথে সরাসরি যোগাযোগ করা হবে।
• শীর্ষস্থানের Prize money-র ক্ষেত্রে Tie হলে, Tie breaker হিসেবে Couple Video গুলোকে প্রাধান্য দেয়া হবে।
• যে কোন ধরনের বিদেশি নাম বা বিভ্রান্তিকর নামের ফেসবুক আইডি থেকে অংশ নেওয়া যাবে না।
• যে কোন ধরনের ভিডিও বিকৃতিকরণ বা কপিরাইট সম্বলিত ভিডিও প্রদান এর প্রমান পাওয়া মাত্র প্রতিযোগীকে বাতিল ঘোষণা করা হবে।
• যেকোন ধরণের অটো লাইক বা ফেইক রিয়েকশন ব্যবহারের প্রমান পাওয়া মাত্র অংশগ্রহণ বাতিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
• এসিআই মটরস্ এই ক্যাম্পেইনের যেকোনো সংযোজন, সংবর্ধন এবং পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।