15/08/2025
হাই ইয়ং স্টারর্স!
আমি মোঃ আব্দুর রহিম|
প্রোগ্রাম অপারেটর|
Digital Resource Survey on Computer Based Service Points in Urban Areas of Bangladesh (UDRS)|
সংক্ষেপে, UDRS হল তরুণদের ডিজিটাল লাইফ ও রিসোর্স বিষয়ে একটি সামাজিক গবেষণা জরিপের প্রোগ্রাম|
এর মাধ্যমে জানার চেষ্টা করছি, ডিজিটালাইজেশনের এই যুগে দীর্ঘ পথ পরিক্রমায় তরুণদের জীবনে জমা ডিজিটাল রিসোর্স ও দক্ষতা সম্পর্কে|
যেন, সফটওয়্যার দক্ষতা নির্ভর বৈশ্বিক কর্ম বাজারের উপযোগী মানবসম্পদে পরিণত হওয়ার পথে সহায়তা ও পথনকশা নিশ্চিত করা যায়|
“হোক দেখা পথে প্রান্তরে!
চিল হোক, ফিল হোক -
জমা হোক দুঃখ-সুখ, স্মৃতি অন্তরে!”
এই স্লোগানে সহযোগিতার আশায় আগামীতে আমি আসছি তোমার অঞ্চলে,
৩৬টি এলাকায় হাজারের বেশি মানুষের সাথে যোগাযোগ কিংবা সাক্ষাতের জন্য!
এই প্রোগ্রামে তোমার জন্য বিনামূল্যে থাকছে ৩টি সুবিধা-
1. ফ্রিল্যান্সিং,চাকরি কিংবা দৈনন্দিন উদ্যোগে প্রয়োজনীয় ১৫টি সফটওয়্যার বিষয়ে ধারণা|
2. ২২টি রিসোর্স এবং
3. ক্লাস সেশনে অংশগ্রহণের সুযোগ|
যদি, তুমি ৩৫ বছরের কমবয়সী আর এসএসসি এর বেশী শিক্ষিত হয়ে থাকো
তবে, চাইলেই তুমিও সুযোগ নিতে পারো!
রেজিস্ট্রেশন করতে সার্ভে ফরম পূরণ করো একজন উপযুক্ত রেফারেন্স কারীর তথ্যসহ | লিংক কমেন্টে -