খোলা জানালা ঠাকুরগাঁও

খোলা জানালা ঠাকুরগাঁও news

19/10/2025

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডু'বে শিশুর মৃ'ত্যু....

19/10/2025

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে কাউসার নামের এক শিশুর মৃ'ত্যু...

19/10/2025

ঠাকুরগাঁওয়ে এক নারীর ঝু'ল'ন্ত লা'শ উ'দ্ধা'র......

18/10/2025

ঠাকুরগাঁওয়ে স'ড়'ক দু'র্ঘটনা'য় নি'হ'ত.....
১৮/১০/২৫/

18/10/2025

ঠাকুরগাঁওয়ে স'ড়'ক দু'র্ঘটনা'য় নি'হ'ত এক আহ'ত ১.....

18/10/2025

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে ফারুক হোসেন নামের একজনের মৃ'ত্যু হয়েছে।

শিশু আয়মানের অ'কাল মৃ'ত্যুতে তার আ'ত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঠাকুরগাঁও স...
18/10/2025

শিশু আয়মানের অ'কাল মৃ'ত্যুতে তার আ'ত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম এর নিজ উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরের পাশে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাঁতার প্রশিক্ষক আনিসুজ্জামান, পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী সহ অন্যান্যরা।

এর আগে গত ১১/১০/২৫/ তারিখে শিশু আয়মান সদর উপজেলার পুকুরে সাঁতার শেখা শেষে তাকে কর্তৃপক্ষ তুলে দেয়। তবে আবার সে কোনভাবে সকলের অগোচরে পুকুরে লাইভ জ্যাকেট ছাড়াই নামেন, সেখানে পানিতে ডু'বে তার মৃ'ত্যু হয়। আয়মান তার বয়স প্রায় ৯ বছর সে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে। ১৮/১০/১৫/

আদালতকে সম্মান জানালেন আইয়ুব আলী,দীর্ঘ ৯ বছর পর আ'দালতে'র নির্দেশে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর মৌজার কালিতলা বাজার...
18/10/2025

আদালতকে সম্মান জানালেন আইয়ুব আলী,

দীর্ঘ ৯ বছর পর আ'দালতে'র নির্দেশে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর মৌজার কালিতলা বাজার এলাকায় আড়াই শতক জমির দখল প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে আ'দালতে'র নির্দেশে জনসম্মুখে ঢোল পিটিয়ে এবং লাল নিশানা টাঙিয়ে জমিটি প্রকৃত মালিক আইয়ুব আলীর কাছে হস্তান্তর করেন আদা'লতে'র প্রতিনিধি দল।

উ'দ্ধার হওয়া জমিটি জগন্নাথপুর মৌজার ৪৭৩০ ও ৪৭৩১ নং দাগে অবস্থিত। স্থানীয়রা জানান, আ'দালতে'র প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে এসে পরিমাপ শেষে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করেন।

জানা যায়, সদর উপজেলার জগন্নাথপুর খলিফাপাড়া এলাকার মৃ'ত সমির উদ্দিনের ছেলে আইয়ুব আলী ২০১৭ সালে একই এলাকার মৃ'ত আজিজার রহমানের ছেলে বাবুল হোসেনের বিরুদ্ধে অ'বৈধ দখলের অভি'যোগে মা'মলা দায়ের করেন।

তদন্ত ও শুনানি শেষে ২০২৩ সালে আদালত আইয়ুব আলীর পক্ষে দুটি ভিন্ন তারিখে রায় ও ডিক্রি প্রদান করেন। পরে বিবাদী বাবুল হোসেন রায়ের বি'রুদ্ধে আপিল করলেও, জেলা ও দায়রা জজ জামাল হোসেন ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর তদন্ত সাপেক্ষে সেই আপিল নামঞ্জুর করেন এবং পুনরায় আইয়ুব আলীর পক্ষে রায় দেন।

প্রকৃত মালিক আইয়ুব আলী বলেন, আমি ভূমিহীন হিসেবে সরকারের কাছ থেকে আইনগতভাবে আড়াই শতক জমি পাই। কিন্তু প্রতিবেশী বাবুল জোরপূর্বক সেই জমি দখলে রাখে। দীর্ঘ ৯ বছর পর আদালতের সুবিচারের মাধ্যমে প্রাপ্য জমি ফিরে পেয়ে আ'দালতের প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাহেদুল ইসলাম, নায়েবে নাজির মাহাবুর রহমান, জারিকারক আনোয়ার হোসেন, সদর থানার এসআই মাজেদুর রহমান ও তার ফোর্স, স্থানীয় চেয়ারম্যানের প্রতিনিধি এবং গ্রাম্য পুলিশের সদস্যরা। ১৮/১০/২৫/

18/10/2025

দীর্ঘ ৯ বছর পর আদালতের নির্দেশে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর মৌজার কালিতলা বাজার এলাকায় আড়াই শতক জমির দখল প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে আদালতের নির্দেশে জনসম্মুখে ঢোল পিটিয়ে এবং লাল নিশানা টাঙিয়ে জমিটি প্রকৃত মালিক আইয়ুব আলীর কাছে হস্তান্তর করেন আদালতের প্রতিনিধি দল। ১৮/১০/২৫/

16/10/2025

ঠাকুরগাঁওয়ে স'ড়'ক দু'র্ঘটনা'য় বিশ্বজিৎ নামের এক ব্যক্তি নি'হ'ত এই ঘট'না'য় আ'হ'ত হয়েছে আরো একজন.....

16/10/2025

ঠাকুরগাঁওয়ে স'ড়'ক দু'র্ঘটনা'য় নিহত এক গুরু'তর আ'হ'ত ১.......

ঠাকুরগাঁওয়ে বিএনপি'র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছিল। খ...
16/10/2025

ঠাকুরগাঁওয়ে বিএনপি'র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছিল। খালেদা জিয়ার ব্যাপারে বিদেশে চিকিৎসার কথা বলা হয়েছিল কিন্তু তারা শুনেননি। তারা উল্টা বলেছিলেন খালেদা জিয়াকে পদ্মা ব্রিজ থেকে ফেলে দেওয়া হবে।

খালেদা জিয়া যখন মুক্ত হলেন তিনি জনগণের সামনে একটাই কথা বলেছেন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয় বিএনপি ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করবে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগাহ মাঠ বেগুনবাড়ী ইউনিয়নবাসীর সাথে বিএনপি'র মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন‌। ১৬/১০/২৫/

Address

Thakurgaon
5100

Alerts

Be the first to know and let us send you an email when খোলা জানালা ঠাকুরগাঁও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share