10/08/2025
বাবা
আমার জীবনের প্রথম হিরো, প্রথম শিক্ষক, প্রথম অভিভাবক — তিনি আমার বাবা।
যিনি নিজের স্বপ্নগুলো আড়ালে রেখে আমার স্বপ্নগুলো গড়ে তোলার কারিগর। 🌿🌹
যাঁর কঠিন চেহারার আড়ালে লুকিয়ে থাকে সীমাহীন ❤️❤️ভালোবাসা,
যাঁর প্রতিটি শ্রমে মিশে থাকে আমাদের মুখের এক চিলতে হাসির প্রত্যাশা।
ছোটবেলায় হাত ধরে হাঁটা শিখিয়েছে। মিস ইউ বাবা ❤️❤️❤️❤️✅✅