EPC Crash And Confusions

EPC Crash And Confusions ছন্দ লেখো আর ক্রাসের মন জয় করো��

26/07/2023




From:প্রিয়তমার খোঁজি।
To: তুমি।
যানি না তুমি কোথায় আছো। যানি না তুমি কেমন আছো। যানি না তুমি কি অবস্থাতে আছ। কারণ আমি এখনো তোমারে খুজেই পাইনি। তুমি যে কোথা আছো কেমন আছো। আমার না সেটা এখনো যানতে ইচ্ছে করে। আমি না তোমারে ভালোবাসতে চাই। তোমার সেই সুখের হাসিটার দর্শক হতে চাই। তোমার সুমধুর কন্ঠের শ্রোতা হতে চাই।তোমার পথ চলার সাথি হতে চাই। তোমার সাথে ভালোমন্দ ভাগাভাগি করে নিতে চাই।একটা কথা বলবো তুমি কোথায় প্লিজ চলো এসো তোমার জন্য অপেক্ষায় রয়েছি।
ইতি,
তোমার হবু প্রিয়তম।

Admin-একটা Gf লাগবে। আগ্রহিরা inbox করো। 🌻

25/06/2023




From: নাম যানি না✨
To :Dear Ex✨

My Dear Ex,
আমার লেখা পড়লেই বুঝতে পারবি আমি কে। কারণ তুই আমার টাইপিং স্টাইল যানোস। তোরে কয়টা কথা বলতে চাই। কথা গুলা মন দিয়া পড়।তুই কি ভাবছিস তোরে ছাড়া আমি ভালো নাই🐸✨। আরে পাগল আমি যে কতটা সুখে আছি সেইটা আমি ভালো যানি আর আমার বন্ধুরা যানে।একটা কথা বলি তুই গেছিস তো গেছিস সমস্যা কই।তোর থেইকা একটা ভালো খুজবো 🐸✨। যারা যারা পোস্ট টা দেখছো তোমাদের মধ্যে কেউ সিংগেল থাকলে ভালো হয়।নতুন একটা পটাবো ভাবতাসি🤧।

ইতি,
তোমার নানির নাতি🤧✨


25/06/2023



From : kao ak jon
To : O jana Bakti

প্রিয় অজানা ব্যাক্তি🖤✨,
যানো আমি না তোমাকে অনেক ভালোবাসি।প্রথম যে দিন তোমাকে দেখেছিলাম ওইদিনই আমি তোমার উপর ক্রাস খায়ে গেছিলাম।তোমাকে আমি এটা বলেছিলাম। কিন্তু তুমি আমার কথার কোনো উত্তর দাও নাই। আবার ব্লক ও মারে দিসো। যনি না আমি তোমাকে পাবো কি না। But আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। তোমার জন্য আমি পাগল। যনি একদিন আমার এই ভালোবাসা তোমাকে আমার কাছে ফিরায় আনবে।
তোমার অপেক্ষায় বসে থাকলাম প্রিয়🤍🌼✨....


Address

Thakurgaon. .
Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when EPC Crash And Confusions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share