26/07/2023
From:প্রিয়তমার খোঁজি।
To: তুমি।
যানি না তুমি কোথায় আছো। যানি না তুমি কেমন আছো। যানি না তুমি কি অবস্থাতে আছ। কারণ আমি এখনো তোমারে খুজেই পাইনি। তুমি যে কোথা আছো কেমন আছো। আমার না সেটা এখনো যানতে ইচ্ছে করে। আমি না তোমারে ভালোবাসতে চাই। তোমার সেই সুখের হাসিটার দর্শক হতে চাই। তোমার সুমধুর কন্ঠের শ্রোতা হতে চাই।তোমার পথ চলার সাথি হতে চাই। তোমার সাথে ভালোমন্দ ভাগাভাগি করে নিতে চাই।একটা কথা বলবো তুমি কোথায় প্লিজ চলো এসো তোমার জন্য অপেক্ষায় রয়েছি।
ইতি,
তোমার হবু প্রিয়তম।
Admin-একটা Gf লাগবে। আগ্রহিরা inbox করো। 🌻