
28/06/2025
মনু মিয়া ছিলেন নিঃস্বার্থ গোর খোদক। কারো মৃত্যুর সংবাদ পেলেই প্রিয় ঘোড়াটি নিয়ে ছুটে যেতেন কবর খুঁড়তে। আত্মীয় অনাত্মীয়'র বাছ বিচার ছিল না তার কাছে। সংবাদ পাওয়া মাত্রই কোন মুসলমানের চিরনিদ্রার আয়োজন সাজাতে ব্যস্ত হয়ে পড়তেন তিনি। আজ সেই মনু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন রাজ সাজে সাজানো কোন ঘোড়ায় চড়িয়ে তাকে জান্নাতের দরজা পার করিয়ে কবুল করে নিবেন। (আমিন)
সারা জীবনে মনু মিয়া মানুষের জন্য প্রায় তিন হাজারের বেশি কবর খুরেছেন।