19/01/2024
# সিগেরেটের_সাক্ষাতকার ।
# প্রশ্নঃ নাম কি তোমার?
উঃ আমার নাম সিগেরেট।প্রশ্নঃ জম্মস্থান কোথায়?উঃ
কিউবার রাজধানী হাভানায়।প্রশ্নঃ জম্মশাল কত?উঃ ১৮৮৩
খৃষ্টাব্দে।প্রশ্নঃ তোমার শরীরে
উল্লেখযোগ্য কি আছে?উঃ মৃত্যু বীজতাক।
প্রশ্নঃ তোমার কর্মস্থল কোথায়?উঃ মানবদেহে।
প্রশ্নঃ তোমার মুল দায়িত্ব কি?উঃ এক শ্রেনীর
মানুষকে সাময়িক তৃপ্তি দেয়ার বাহানায় পরিবেশ দূষন
করা ও মানবদেহে মরনঘাতী রোগ সৃষ্টি করায়
আমার কাজ।প্রশ্নঃ তোমার মূল লক্ষ কি?উঃ যুব
সমাজকে ধ্বংস করা।প্রশঃ আচ্ছা তোমার প্রিয় ব্যক্তি
কে?উঃ ধুমপান করে যে।প্রশঃ আর তোমার প্রিয়
বস্তু কি?উঃ লাইটার ও দিয়াশলাই।প্রশঃ তুমি কখন বেশি মজা
পাও?উঃ যখন আমাকে পায়খানায় বসে আমাকে খাওয়া
হয়।প্রশঃ কারন কি হে?উঃ কারন ঐ সময় বেশি ক্ষতি
করার সুযোগ পাই যে।প্রশঃ কখন তুমি খুশি হও?উঃ
আমার গায়ে সতর্কবানী লেখা দেখেও যখন
আমাকে নিয়ে মুখে টান দেয়া হয়।প্রশ্নঃ আচ্ছা
তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি কি?উঃ মানুষকে
ধীরে ধীরে মদ, গাজা, হিরোইন, ইয়াবা,
ফেনসিডিল, ইত্যাদি নেশায় আসক্ত করে তোলা।
প্রশঃ তোমার প্রিয় সময় কোনটি?উঃ যখন আমার
মুখে অাগুন দিয়ে পাছায় সুখটান দেয়া হয়।প্রশ্নঃ তুমি
নিজেকে কি মনে কর?মরনের একটা কারন ও
যমদুতের সহকারী। হ্যা! যারা আমার কথা শুনতে চায়
তাদেরকে বলবো, বেশী বেশী ধুমপান
করে তাড়াতাড়ি কবরের ভিসা নিতে পারে, নিজেকে
ধ্বংস কর। এবং এইসুন্দর পৃথিবী থেকে চিরবিদায়
নিতে পার,যক্ষা, ক্যান্সার, আলছার রোগে আক্রান্ত
হয়ে।সংবিধিবদ্ধ সতর্ককীরনধুমপান
প্রানঘাতী???????????????????????????ভাই তাই
আসুন আল্লাহর পথে থাকি নামাজ পড়ি জীবনকে
সুন্দর করে গড়ে তুলি এবং সিগেরেট নামক এই
জলন্ত আগুন পান করা থেকে এবং এই সমস্ত রোগ
বালাই থেকে নিজে বাচি ও অন্যকে বিরত রাখি।।।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক
দান করুন আমিন ছুম্মা আমিন।লেখাটা কেমন হল??