S I n g e l Life

S I n g e l  Life আসসালামু আলাইকুম আমাদের পেইজে আপনাকে স্বাগতম ফলো দিয়ে পাশে থাকবেন

07/07/2024
21/12/2023

মেয়েদের ছলনাময়ীর কাছে
একটা বিষাক্ত সাপ ও হার মেনে
যায় 😅💔🥀

06/09/2023

I am Always Single 🙃

26/05/2023

Love does not require any profession or qualifications 🥰

Send a message to learn more

06/04/2023

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎✨𝐈 𝐅𝐞𝐞𝐥 𝐭𝐡𝐢𝐬 𝐥𝐢𝐧𝐞...!!🙂🖤 ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ __দুনিয়া ততক্ষণ ভালো লাগে.!!😊 __যতক্ষণ মন ভালো থাকে.!!💚

20/02/2023

পকেটে দশ টাকা,,
চোখে হাজার সপ্ন

এই নিয়ে পথ চলার নামই....

মধ্যবিত্ত 😥

09/02/2023

সহজ গেম খেলে প্রতিদিন ১০০০থেকে ১৫০০টাকা ইনকাম করুন বিস্তারিত জানতে সমর্পণ ভিডিও টা দেখুন

😁😁
09/02/2023

😁😁

সকালবেলার না ফোঁটা ফুল
09/02/2023

সকালবেলার না ফোঁটা ফুল

07/01/2023

কথাগুলো

18/11/2022

একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে হাটতেছি!

এমন সময় পিছন থেকে একটা মেয়ে ডেকে উঠলো,

- আঙ্কেল আঙ্কেল ভালো আছো?
মেয়েটা খুব মিষ্টি! বয়স আনুমানিক চার কি পাঁচ!

আমি দাঁড়িয়ে বললাম, - হ্যা মা ভালো আছি!

কিন্তু কে তুমি? - আমি মিথি! ক্লাস টু,তে পড়ি!

- আমাকে চিনো কিভাবে? - ওই যে মা (হাতে দেখিয়ে) বললো, তোমাকে আঙ্কেল ডাকতে!

. আস্তে আস্তে মিথির মা আমার সামনে আসলো!

বোরকার মুখটা খুলতেই চমকে গেলাম!!! এতো মেঘলা!!!

- ভালো আছো অভি?
(মেঘলা) - অনেক ভালো!
- কিরকম ভালো সেতো দেখতেই আছি!

হাতে সিগারেট, মাথার চুল এলোমেলো! মুখে বিষন্নতার ছাপ!

- হুম!
- আচ্ছা অভি জীবনটাকে একটু সুন্দর করে সাজাতে পারো না?

- সাজিয়েছিলাম তো, হঠাৎ একটা ঝড় এসে সব তছনছ করে দিলো!

- মেঘলা আর কিছু বললো না! আসলে ওর বলার মত কিছু নেই।

ইন্টারমিডিয়েট ফাস্ট ইয়ার থেকে শুরু করে অনার্স ফাস্ট ইয়ার পর্যন্ত আমাদের রিলেশন ছিলো!

অনেক ভালোবাসতাম মেঘলাকে!

একদিন বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয়ে যায়,

৩দিন কলেজে যেতে পারিনি! তারপর যখন কলেজে গেলাম, তখন মেয়েটা আমাকে আড়ালে ডেকে নিয়ে গেল!

অতঃপর এমন শক্ত করে জড়িয়ে ধরলো যে ওর উষ্ণ পরশে আমার জ্বর একদম ভালো হয়ে গেল!

. জড়িয়ে ধরে মেঘলা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, - এই হারামি তুমি জানোনা, তোমাকে না দেখলে আমি একদিনও থাকতে পারিনা!

- সেদিনেই বুঝেছিলাম ভালবাসা মানে কি!!!

. . তারপর থেকে মেঘলার প্রতি আমি অসম্ভব দূর্বল হয়ে যায়!

দুজন খুব ভালোই ছিলাম। খুব ভালোই চলছিলো আমাদের দিনগুলো।

হঠাৎ একদিন খবর পেলাম, মেঘলার বিয়ে ঠিক।

ফোন দিলাম, - মেঘলা কি শুনছি এসব? তোমার নাকি বিয়ে ঠিক?

- হুম!
- তুমি রাজি?
- হুম রাজি! রাজি না হয়ে কি করবো বলো? -

মানে?
- দেখো অভি এ পর্যন্ত আমি অনেকগুলো বিয়ে ভেঙ্গেছি শুধু তোমার জন্য!

কিন্তু এখন পর্যন্ত তুমি কোনো চাকরি যোগার করতে পারোনি! আর কত???

- চাকরিটা ই কি সব?
- হুম চাকরিটা ই সব।
কারন আবেগ আর ভালবাসা দিয়ে জীবন চলে না।

. ফোন রেখে দিলাম, সাথে সাথে নাম্বারটাও ডিলিট করে দিলাম।

আর কোনোদিন মেঘলার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি। বহুদিন পর আজ হঠাৎ দেখা!!!

. ঘোর ভেঙে দিয়ে মেঘলা বলে উঠলো, - ইদানিং কি

Address

Thakurgaon
5100

Telephone

+8801847608500

Website

Alerts

Be the first to know and let us send you an email when S I n g e l Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S I n g e l Life:

Share

Category