02/10/2024
শ্রীল জয়পতাকা স্বামী মহারাজকে অনুসরণ - ৩০শে সেপ্টেম্বর, ২০২৪
শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে, "বিষ্ণু পার্ষদবর্গ তথা বৈষ্ণবেরা স্বয়ং শ্রীভগবানের মতোই কৃপাময় হয়ে থাকেন। যদিও মানবসমাজের অজ্ঞজনেরা ভগবান শ্রীবিষ্ণুর দাস তথা বৈষ্ণবদের সান্নিধ্য লাভ করতে উৎসাহ বোধ করে না, তাই ভগবদ্ভক্তগণ বৃথা অহঙ্কারে মুখ ফিরিয়ে না থেকে, বদ্ধ জীবকুলকে তাদের চিরকালের দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য নিজেরাই সক্রিয় হন।" এরই দৃষ্টান্তস্বরূপ আমরা দেখি শ্রীল প্রভুপাদ বদ্ধজীবেদের উদ্ধারে ৭০ বছর বয়সে পাশ্চাত্যে পাড়ি জমিয়েছিলেন। অকল্পনীয় কষ্ট স্বীকার করেছেন! তাঁর ঐকান্তিক অনুসারীবৃন্দও সেই ধারা অব্যাহত রেখে সমস্ত পরিস্থিতিতে নিজেরা কৃষ্ণভাবনাময় ও অন্যদেরও কৃষ্ণভাবনাময় করতে প্রচার করছেন। তাঁদের জন্য অপারেশন থিয়েটার হোক কি ডায়ালাইসিসের বিছানা সবই তাঁদের প্রচার ক্ষেত্র, সেবার ক্ষেত্র। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ শ্রীল প্রভুপাদের তেমনই একজন ঐকান্তিক শিষ্য, যাঁর নিজ জীবন এই উক্তির জ্বলন্ত দৃষ্টান্ত। বর্তমানে তিনি শ্রীধাম মায়াপুরে অবস্থান করছেন।
আজ সকালে তিনি শ্রীধাম মায়াপুরের বিভিন্ন ঘোষণাবলি শ্রবণ করেছেন।
সকালে নির্দিষ্ট সময়ের আগেই ভারতীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে সংঘটিত জিবিসি সম্পর্কিত মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। একই সময়ে তাঁর ডায়ালাইসিস শুরু হয়েছিল এবং তিনি সকালের প্রসাদ গ্রহণ করেছিলেন।
যখন ডায়ালাইসিস চলছিল তখনও তিনি কিছু দীর্ঘ ব্যবস্থাপনা বিষয়ক কাগজপত্র শুনতে এবং জিবিসি সম্পর্কিত ইমেইলের উত্তর প্রদান করতে সময় অতিবাহিত করেছেন। শ্রীপাদ হৃদয় চৈতন্য প্রভু, যিনি সম্প্রতি মায়াপুর এসেছেন, তিনি মহারাজের সাথে দেখা করতে এসেছিলেন, তাই মহারাজ কিছু সময় তার সাথে সাক্ষাৎ করেছেন।
বিকেলে, তিনি কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করেছেন, ভারতীয় সময় পৌনে ৫টায় উঠে পড়েছেন এবং সহ-পরিচালকদের মিটিংয়ে যোগদানের জন্য প্রস্তুতি নিয়েছেন। ভারতীয় সময় সন্ধ্যে ৬টা ৪০ মিনিটে সহ-পরিচালকদের মিটিংটি শেষ হয় এবং তারপর তিনি অনলাইনে জিবিসির সাংগঠনিক উন্নয়নের মিটিংয়ে যোগদান করেছেন, যা ভারতীয় সময় সন্ধ্যে ৭টা ২০ মিনিটে শেষ হয়েছে। মিটিংয়ের পর, শ্রীমান শ্যামরসিক দাস, তাঁর কিছু শিষ্যদের মঙ্গলের সম্পর্কে তাঁকে তথ্য প্রদান করেছে এবং তারপর আমি মন্দিরে গিয়েছেন।
মন্দিরে শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে প্রণাম ও পুষ্পাঞ্জলি নিবেদনের পর, তিনি শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব, শ্রী শ্রী রাধামাধব ও অষ্টসখীবৃন্দ, শ্রী শ্রী রাধামাধব ও মায়াপুরচন্দ্র, শ্রী গিরিরাজ এবং তারপর শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে আরতি নিবেদন করেছেন।
ফিরে আসার সময়, তিনি কিছু ভক্তকে আশীর্বাদ প্রদান করে, তাঁর কাঁচের কক্ষে ফিরে এসেছেন এবং শ্রীচৈতন্য-শিক্ষামৃত প্রবচন প্রদান করেছেন।
রাতে, তিনি প্রায় ৩০ মিনিট যাবৎ শ্রীচৈতন্যচরিতামৃতের মধ্য-লীলার প্রথম অধ্যায়ের ৪১নং থেকে ৪৩নং শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছেন। এই শ্লোকগুলিতে শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল জীব গোস্বামী দ্বারা সংকলিত ভগবদ্ভক্তি সম্পর্কিত বিভিন্ন গ্রন্থের বর্ণনা রয়েছে।
জীবের পরম হিতসাধনে উৎসর্গীকৃত মহাত্মার দিনলিপির এক ক্ষুদ্র অংশ মাত্র এখানে বর্ণিত হলো।
বি. দ্র. : যেমনটা আপনারা সকলেই অবগত আছেন, এই মুহূর্তে মহারাজ শারীরিকভাবে অনেকটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু তবুও তিনি নিরবিচ্ছিন্নভাবে শ্রীল প্রভুপাদের প্রতি তাঁর প্রতিজ্ঞা রক্ষায় বদ্ধপরিকর। প্রতি মুহূর্তে মহারাজ তাঁর আচরণের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ এবং শ্রীল প্রভুপাদের শিক্ষাকে আমাদের মাঝে প্রচার করে চলেছেন। তাই অনুগ্রহ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীল প্রভুপাদের কাছে আপনারা আন্তরিকভাবে প্রার্থনা নিবেদন করুন যাতে মহারাজ পূর্ববৎ তাঁর শক্তি-সামর্থ্য ফিরে পান এবং শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে তাঁর বিভিন্ন সেবা চালিয়ে যেতে পারেন। এ লক্ষ্যে আপনারা অতিরিক্ত জপ, নৃসিংহ কবচ পাঠ, ৮ বার তুলসী পরিক্রমা করতে পারেন এবং আপনার অতিরিক্ত জপ সংখ্যা ও প্রার্থনার বিবরণ জমা দিন নিম্নের লিংকে:
এন্ড্রয়েড
https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp
আইফোন
https://apps.apple.com/us/app/id967072815
শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের দৈনন্দিন আপডেট মহারাজের কাছ থেকেই জানতে এখনই আপনার স্মার্টফোনে ডাউনলোড করুন 'Jayapataka Swami' অ্যাপটি। https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp
শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের সকল বার্তা, বাণী এবং প্রবচন বাংলায় পেতে সার্বক্ষণিক সংযুক্ত থাকুন 'Jayapataka Swami Bangla' ফেসবুক পেইজ