Iskcon Gareya Thakurgoan

Iskcon Gareya Thakurgoan live video,documentary video,event management,Best creator

02/10/2024
শ্রীল জয়পতাকা স্বামী মহারাজকে অনুসরণ - ৩০শে সেপ্টেম্বর, ২০২৪শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে, "বিষ্ণু...
02/10/2024

শ্রীল জয়পতাকা স্বামী মহারাজকে অনুসরণ - ৩০শে সেপ্টেম্বর, ২০২৪

শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে, "বিষ্ণু পার্ষদবর্গ তথা বৈষ্ণবেরা স্বয়ং শ্রীভগবানের মতোই কৃপাময় হয়ে থাকেন। যদিও মানবসমাজের অজ্ঞজনেরা ভগবান শ্রীবিষ্ণুর দাস তথা বৈষ্ণবদের সান্নিধ্য লাভ করতে উৎসাহ বোধ করে না, তাই ভগবদ্ভক্তগণ বৃথা অহঙ্কারে মুখ ফিরিয়ে না থেকে, বদ্ধ জীবকুলকে তাদের চিরকালের দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য নিজেরাই সক্রিয় হন।" এরই দৃষ্টান্তস্বরূপ আমরা দেখি শ্রীল প্রভুপাদ বদ্ধজীবেদের উদ্ধারে ৭০ বছর বয়সে পাশ্চাত্যে পাড়ি জমিয়েছিলেন। অকল্পনীয় কষ্ট স্বীকার করেছেন! তাঁর ঐকান্তিক অনুসারীবৃন্দও সেই ধারা অব্যাহত রেখে সমস্ত পরিস্থিতিতে নিজেরা কৃষ্ণভাবনাময় ও অন্যদেরও কৃষ্ণভাবনাময় করতে প্রচার করছেন। তাঁদের জন্য অপারেশন থিয়েটার হোক কি ডায়ালাইসিসের বিছানা সবই তাঁদের প্রচার ক্ষেত্র, সেবার ক্ষেত্র। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ শ্রীল প্রভুপাদের তেমনই একজন ঐকান্তিক শিষ্য, যাঁর নিজ জীবন এই উক্তির জ্বলন্ত দৃষ্টান্ত। বর্তমানে তিনি শ্রীধাম মায়াপুরে অবস্থান করছেন।

আজ সকালে তিনি শ্রীধাম মায়াপুরের বিভিন্ন ঘোষণাবলি শ্রবণ করেছেন।

সকালে নির্দিষ্ট সময়ের আগেই ভারতীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে সংঘটিত জিবিসি সম্পর্কিত মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। একই সময়ে তাঁর ডায়ালাইসিস শুরু হয়েছিল এবং তিনি সকালের প্রসাদ গ্রহণ করেছিলেন।

যখন ডায়ালাইসিস চলছিল তখনও তিনি কিছু দীর্ঘ ব্যবস্থাপনা বিষয়ক কাগজপত্র শুনতে এবং জিবিসি সম্পর্কিত ইমেইলের উত্তর প্রদান করতে সময় অতিবাহিত করেছেন। শ্রীপাদ হৃদয় চৈতন্য প্রভু, যিনি সম্প্রতি মায়াপুর এসেছেন, তিনি মহারাজের সাথে দেখা করতে এসেছিলেন, তাই মহারাজ কিছু সময় তার সাথে সাক্ষাৎ করেছেন।

বিকেলে, তিনি কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করেছেন, ভারতীয় সময় পৌনে ৫টায় উঠে পড়েছেন এবং সহ-পরিচালকদের মিটিংয়ে যোগদানের জন্য প্রস্তুতি নিয়েছেন। ভারতীয় সময় সন্ধ্যে ৬টা ৪০ মিনিটে সহ-পরিচালকদের মিটিংটি শেষ হয় এবং তারপর তিনি অনলাইনে জিবিসির সাংগঠনিক উন্নয়নের মিটিংয়ে যোগদান করেছেন, যা ভারতীয় সময় সন্ধ্যে ৭টা ২০ মিনিটে শেষ হয়েছে। মিটিংয়ের পর, শ্রীমান শ্যামরসিক দাস, তাঁর কিছু শিষ্যদের মঙ্গলের সম্পর্কে তাঁকে তথ্য প্রদান করেছে এবং তারপর আমি মন্দিরে গিয়েছেন।

মন্দিরে শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে প্রণাম ও পুষ্পাঞ্জলি নিবেদনের পর, তিনি শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব, শ্রী শ্রী রাধামাধব ও অষ্টসখীবৃন্দ, শ্রী শ্রী রাধামাধব ও মায়াপুরচন্দ্র, শ্রী গিরিরাজ এবং তারপর শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে আরতি নিবেদন করেছেন।

ফিরে আসার সময়, তিনি কিছু ভক্তকে আশীর্বাদ প্রদান করে, তাঁর কাঁচের কক্ষে ফিরে এসেছেন এবং শ্রীচৈতন্য-শিক্ষামৃত প্রবচন প্রদান করেছেন।

রাতে, তিনি প্রায় ৩০ মিনিট যাবৎ শ্রীচৈতন্যচরিতামৃতের মধ্য-লীলার প্রথম অধ্যায়ের ৪১নং থেকে ৪৩নং শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছেন। এই শ্লোকগুলিতে শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল জীব গোস্বামী দ্বারা সংকলিত ভগবদ্ভক্তি সম্পর্কিত বিভিন্ন গ্রন্থের বর্ণনা রয়েছে।

জীবের পরম হিতসাধনে উৎসর্গীকৃত মহাত্মার দিনলিপির এক ক্ষুদ্র অংশ মাত্র এখানে বর্ণিত হলো।

বি. দ্র. : যেমনটা আপনারা সকলেই অবগত আছেন, এই মুহূর্তে মহারাজ শারীরিকভাবে অনেকটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু তবুও তিনি নিরবিচ্ছিন্নভাবে শ্রীল প্রভুপাদের প্রতি তাঁর প্রতিজ্ঞা রক্ষায় বদ্ধপরিকর। প্রতি মুহূর্তে মহারাজ তাঁর আচরণের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ এবং শ্রীল প্রভুপাদের শিক্ষাকে আমাদের মাঝে প্রচার করে চলেছেন। তাই অনুগ্রহ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীল প্রভুপাদের কাছে আপনারা আন্তরিকভাবে প্রার্থনা নিবেদন করুন যাতে মহারাজ পূর্ববৎ তাঁর শক্তি-সামর্থ্য ফিরে পান এবং শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে তাঁর বিভিন্ন সেবা চালিয়ে যেতে পারেন। এ লক্ষ্যে আপনারা অতিরিক্ত জপ, নৃসিংহ কবচ পাঠ, ৮ বার তুলসী পরিক্রমা করতে পারেন এবং আপনার অতিরিক্ত জপ সংখ্যা ও প্রার্থনার বিবরণ জমা দিন নিম্নের লিংকে:
এন্ড্রয়েড
https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp
আইফোন
https://apps.apple.com/us/app/id967072815
শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের দৈনন্দিন আপডেট মহারাজের কাছ থেকেই জানতে এখনই আপনার স্মার্টফোনে ডাউনলোড করুন 'Jayapataka Swami' অ্যাপটি। https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp
শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের সকল বার্তা, বাণী এবং প্রবচন বাংলায় পেতে সার্বক্ষণিক সংযুক্ত থাকুন 'Jayapataka Swami Bangla' ফেসবুক পেইজ

শ্রী চৈতন্য ভাগবত আদি লীলা অধ্যায়- ২ প্রথমে ব্রহ্মার কিছু দেখার ক্ষমতা ছিল না, যদিও তিনি প্রভুর নাভি থেকে পদ্মফুলে জন্ম...
30/09/2024

শ্রী চৈতন্য ভাগবত আদি লীলা অধ্যায়- ২

প্রথমে ব্রহ্মার কিছু দেখার ক্ষমতা ছিল না, যদিও তিনি প্রভুর নাভি থেকে পদ্মফুলে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু যখন তিনি সর্বশক্তিমান প্রভুর কাছে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন, প্রভু তার করুণা পূর্বক কোন কারণ ছাড়াই তার সামনে উপস্থিত হলেন।
সেই করুণায় ব্রহ্মাকে পরম জ্ঞানে আলোকিত করেছেন, সমস্ত অবতারের উৎপত্তি। তারপর থেকে ব্রহ্মার মুখ থেকে তার শতস্ফূর্ত বিশুদ্ধ মহিমা বেরিয়ে আসে।
শ্রীকৃষ্ণের দয়া ছাড়া তার কৃপা বিনা তার অবতার সম্পর্কে সত্য জানা অসম্ভব। তার অসাধারণ শখ গুলি অবাস্তব এবং দুর্গম ভাগবত পুরাণে ব্রহ্মা, তাদের বর্ণনা করেছেন।
শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর

আজকে "ইন্দিরা একাদশী" ব্রত উপলক্ষে 'গোবিন্দ'কে একবার স্মরণ করি 🙏 হরে কৃষ্ণ 🙌🤍🤍🙏🙏🙏
28/09/2024

আজকে "ইন্দিরা একাদশী" ব্রত উপলক্ষে 'গোবিন্দ'কে একবার স্মরণ করি 🙏
হরে কৃষ্ণ 🙌🤍🤍🙏🙏🙏

শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের স্বাস্থ্য বার্তা - ২২শে সেপ্টেম্বর, ২০২৪হরেকৃষ্ণ, শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের সুপ্রিয় শি...
22/09/2024

শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের স্বাস্থ্য বার্তা - ২২শে সেপ্টেম্বর, ২০২৪

হরেকৃষ্ণ, শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের সুপ্রিয় শিষ্য-শিষ্যা ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

কৃপাপূর্বক আমাদের বিনম্র প্রণাম গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ। জয় শ্রীল গুরু মহারাজ!

সম্ভবত আপনারা অবগত আছেন যে, গুরু মহারাজ গত সপ্তাহে তাঁর মালয়েশিয়া যাত্রা থেকে ফিরে এসেছেন ও বর্তমানে তিনি কলকাতা আছেন।

ভ্রমণটি সফল হয়েছে এবং তা গুরু মহারাজকে আনন্দ দিয়েছে। তাঁর স্বাস্থ্য স্থিতিশীল ছিল এবং তিনি তাঁর যথারীতি তাঁর প্রাত্যহিক কার্যক্রম চালিয়ে গিয়েছেন এবং এর পাশাপাশি মালয়েশিয়া যাত্রা কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছেন।

কয়েক মাস যাবৎ গুরু মহারাজের দৃষ্টি অস্পষ্ট এবং পরিস্থিতি নিরীক্ষণের পর চিকিৎসকেরা চোখের ছানি অপসারণের জন্য সার্জারি করার পরামর্শ দিয়েছেন।

কোথায় অপারেশন করা যায় সেব্যাপারে চিকিৎসকদের আলোচনা এবং কিছু অনুসন্ধানের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কলকাতা এবং মায়াপুরের মধ্যবর্তী রানাঘাটে সার্জারি করা হবে। গুরু মহারাজের সার্জারি হয়ে গেলে আজ সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

আমরা সকলকে বিনীতভাবে অনুরোধ করছি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীল প্রভুপাদের কাছে তাঁদের কৃপার জন্য প্রার্থনা করতে যেন সবকিছু ঠিকভাবে হয় এবং গুরু মহারাজ যত দ্রুত সম্ভব পুনরায় তাঁর সেবা অব্যাহত রাখতে পারেন।

শ্রীল গুরু মহারাজের সুস্বাস্থ্যের জন্য আপনাদের সকলের নিরন্তর প্রার্থনা এবং যজ্ঞ-তপস্যা অব্যাহত রাখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।

স্বাস্থ্য দল এবং জেপিএস সেবা কমিটির পক্ষ থেকে
মহাবরাহ দাস

22/09/2024
লন্ডনে শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে, তিনি চান তাঁর গৃহস্থ শিষ্যরা পরমহংস হয়ে উঠুক। পরমহংস হওয়ার জন্য একজন ভক্তের ভগবানের প...
22/09/2024

লন্ডনে শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে, তিনি চান তাঁর গৃহস্থ শিষ্যরা পরমহংস হয়ে উঠুক। পরমহংস হওয়ার জন্য একজন ভক্তের ভগবানের প্রতি সেবার মনোভাব থাকতে হবে।

শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ ৫ই নভেম্বর, ২০২২ শ্রীধাম মায়াপুর

Address

Thakurgaon
5100

Telephone

+8801715412189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iskcon Gareya Thakurgoan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share