
14/09/2025
তোমাকে চেয়েছিলাম বর্ষাকালের বৃষ্টির মত; যে বৃষ্টি একবার আসলে আর যাওয়ার নাম নেয় না। তুমি এলে শীতের মৌসুমের বৃষ্টি হয়ে। এত অল্পতে কি আর আমার চোখের তৃষ্ণা মেটে?
"তোমারে দেখিবার অপেক্ষায় আমার চক্ষু মরুভূমি হইয়া গিয়াছে। ইহা কি তুমি জানো?" তুমি জানো না। তোমাকে এক নজর দেখার আকুলতায় আমার সমস্ত সুখ কারাগারে বন্দী হয়ে আছে।
তুমি দেখা দাও। আমার চোখের তৃষ্ণা মেটাও!