কোরআান হাদীস নিয়ে কিছু কথা

কোরআান হাদীস নিয়ে কিছু কথা This page is knowledge Islamik only, is a best page.

*সকল মুসলিম-ভাই বোনদেরকে সালাম.. আসসালামু আলাইকুম।
*আপনাদের সকলকে এই ইসলামীক Page a যোগদান করার জন্য ধন্যবাদ.!

*অনুরোধ করে বলছি সবাইকে কেউ বাজে কমেন্ট করবেন না।
*আসুন আমরা সবাই মিলে ইসলামের সঠিক পথে চলি এবং অন্যদেরকেও সঠিক পথে চলতে সহযোগিতা করি।
*মহান আল্লাহ্ আমাদের সকলকে সঠিক পথে চলার এবং সঠিকটা বোঝার তওফিক দান করুক আমিন।
* আমাদের জীবনে কুরআন ও প্রিয় নবী সা. এর সুন্নাত আমল করে মাটির কবরে যেন যেতে পারি আল্লাহ যেন সে তৌফিক দান করেন. আমিন.!!

13/09/2025
12/09/2025

❤️সবকিছুর জন্য ❤️
❤️❤️আলহামদুলিল্লাহ ❤️❤️

বাস্তবতা ১০০%
01/07/2025

বাস্তবতা ১০০%

একদল বানর প্রতিদিন এক কৃষকের ক্ষেত থেকে ভুট্টা চুরি করত।👨‍🌾 কৃষক লাঠি নিয়ে তাড়াত, তাই তারা মনভরে খেতে পারত না।😢 একদিন হঠ...
01/07/2025

একদল বানর প্রতিদিন এক কৃষকের ক্ষেত থেকে ভুট্টা চুরি করত।
👨‍🌾 কৃষক লাঠি নিয়ে তাড়াত, তাই তারা মনভরে খেতে পারত না।

😢 একদিন হঠাৎ কৃষক মারা গেলেন।
🙉🐒 বানররা খুশিতে লাফাতে লাগল—আর কেউ তাড়া করবে না!

কিন্তু…
⏳ বছর ঘুরতেই আর ভুট্টা জন্মাল না।
🍃 মাঠ শূন্য, খাবার নেই… ক্ষুধার কষ্টে তারা বুঝতে পারল—
যাকে শত্রু ভেবেছিল, সেই-ই ছিল তাদের খাবারের উৎস।

---

📚 শিক্ষা:
🧠 আপনি আজ যাকে অবহেলা করছেন,
কাল সে না থাকলে তার মূল্য খুব ভালোভাবে বুঝতে পারবেন।

চার তলা ভবনের তিন তলা ভাড়া হবে দেখে মালিকের সাথে কথা বলতে গেলাম। জরুরী ভিত্তিতে আমার এক পরিচিত ব্যক্তির জন্য বাসা প্রয়োজ...
06/12/2024

চার তলা ভবনের তিন তলা ভাড়া হবে দেখে মালিকের সাথে কথা বলতে গেলাম। জরুরী ভিত্তিতে আমার এক পরিচিত ব্যক্তির জন্য বাসা প্রয়োজন ছিলো।

কাঁচা পাকা চুল দাঁড়ির লোকটিকে দেখে জিজ্ঞেস করলাম, "আপনি বাড়ির মালিক?"

উনি বললেন, "না।"

জিজ্ঞেস করলাম, "তাহলে মালিক কে?"

- মালিক আল্লাহ তায়ালা।

আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, "না মানে, সব কিছুর মালিকই তো আল্লাহ। তবু এটা তো তিনি আপনাকে করার তাওফিক দিয়েছেন। এর ভাড়া তো আপনি পাবেন?"

- না বাবা, ভাড়াও আমি পাবো না। আল্লাহ তায়ালাই পাবেন।

আমি এবার একটু চমকালাম। ভালো করে ভদ্রলোকের দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, "মনে হয় মাথায় গন্ডগোল আছে।"

তিনি আমাকে বাসার ভেতরে নিয়ে গেলেন। ড্রইংরুমে বসে চা খেতে খেতে বললাম, "আল্লাহ ভাড়া পাবেন বিষয়টা ঠিক বুঝলাম না আঙ্কেল।"

- আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। আমার ছয় ছেলেমেয়ে। চার তলা বিল্ডিয়ে ফ্ল্যাট আছে আটটা। ছয় ছেলেমেয়ের জন্য ছয়টা। আমরা বুড়াবুড়ি থাকি একটায়। বাকি ফ্ল্যাটটি আল্লাহ তায়ালার নামে ওয়াকফ করা। সেটি থেকে যা আয় হবে তা আল্লাহ তায়ালার পথে খরচ হবে। সেভাবেই ডিড করে দিয়েছি।

-বাহ্ বেশ ভালো তো বিষয়টা। তা তিন তলা আল্লাহ তায়ালা পেলেন কেন? অন্য কোন ফ্ল্যাট নয় কেন?

- সব ছেলেমেয়েদের নিয়ে বসে লটারী করেছি। যার ভাগ্যে যে ফ্ল্যাট পড়েছে, সেটা তার।

আমি একটু নড়েচড়ে বসলাম। বললাম, "এটা কেন করলেন?"

চাচা বললেন, "বাবা, মনে করো, আল্লাহ তায়ালা এসে বললেন, আমি তোর পরিবারের সাথে থাকতে চাই তাহলে আমি কী করতাম! আমি কী পাগল হয়ে যেতাম না আল্লাহ তায়ালাকে রাখার জন্যে?"

- নিশ্চয়।
- সেটাই হয়েছে। আমি বাসা করার সময় আটজনকে পরিবারের সদস্য মনে করেছি। একজন সদস্য মহান আল্লাহ। সেজন্য সবকিছুতেই তার জন্য একটা ভাগ থাকে।

- সবকিছু বলতে?

-সবকিছু বলতে মনে করো, যখন চাকুরী করতাম তখন বেতনকে পরিবারের সদস্য দিয়ে ভাগ করতাম। যখন আমাদের প্রথম সন্তান হলো তখন আমরা তিনজন সদস্য হলাম। তিন জনের জন্য যা খরচ হতো, সে অনুপাতে আরেকজনের খরচ বের করে নিতাম। সেটা আল্লাহ তায়ালার পথে ব্যয় করতাম। এরপর যখন সদস্য বেড়েছে, তখন সে অনুপাতে আল্লাহ তায়ালাও ভাগ পেয়েছেন।

আবার আমার আম বাগানের ক্ষেত্রেও তাই। আট ভাগে ভাগ করে কিছু আম গাছ আল্লাহ তায়ালার ভাগে পড়েছে। সেগুলোর আম বিক্রি করা টাকা আল্লাহ তায়ালার পথে খরচ হয়।

আমি চাচার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমার মনের মধ্যে তোলপাড় হতে লাগলো। একটু আগে যাকে দেখে মানসিক সমস্যার কথা মনে হয়েছিলো, এখন তার প্রতি শ্রদ্ধায় আমার চোখ দিয়ে পানি গড়াতে লাগলো।

ভাবলাম, এই লোকগুলোর আমল কোন পর্যায়ের। মহান রব ইনাদের ভেতরে কী অসীম জায়গা করে নিয়েছেন!

সংগৃহীত।
#কোরআন #কোরআন_হাদীস_নিয়ে_কিছু_কথা #হাদীস #কোরআন_হাদীস #কোরআনের #কোরআনের_কথা #কোরআনের_বাণী #হাদীসের #হাদীসের_কথা #হাদীসের_বাণী

23/11/2024

যারা পালিয়ে বিয়ে করছেন বা করবেন তাদের জন্য এটা

কোন এক মসজিদের দেয়ালে খুব সুন্দর একটি বাণী লেখা ছিল..!তুমি যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, তবে ভিতরে চলে এসো আল্ল...
12/10/2024

কোন এক মসজিদের দেয়ালে খুব সুন্দর একটি বাণী লেখা ছিল..!

তুমি যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও,
তবে ভিতরে চলে এসো আল্লাহর রহমত এখনো ক্লান্ত হয়নি।

Address

Thakurgaon
5100

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোরআান হাদীস নিয়ে কিছু কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোরআান হাদীস নিয়ে কিছু কথা:

Share

Category