উম্মতে মোহাম্মদ

উম্মতে মোহাম্মদ জানিনে খোদা গাফিল হয়ে ভুল করেছি কত আমি গুণাহগার, তোমার দয়া চাই'গো অবিরত🤲😥

11/05/2025

What a goal from lamine the magical yamal 🥶

14/04/2025

রুমের লাইট অফ করে, মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করে ঘণ্টা কাটিয়ে দেওয়ার স্বভাব টা এখন আর নেই।

মোবাইল টা কেমন যেনো অসহ্যকর লাগে ইদানীং। পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকা সত্বেও বালিশের পাশে কিংবা পকেটে পড়ে থাকে অবহেলায়।

এখন বেশিরভাগ রাত কাটে অন্ধকারের দিকে তাকিয়ে তাকিয়ে। ক্লান্ত; বালিশে মাথা, তবুও ঘুম না আসা। চোখ বন্ধ করলেই মনে হয় কি যেনো এক অদৃশ্য চিন্তা চেপে ধরে।

জীবন টা কেমন জটিল ও অস্বস্তিকর হয়ে উঠেছে।

😌

10/04/2025

আসলে ভালবাসা আমি কবেই বা চেয়েছিলাম,
চেয়েছিলাম তো মানুষটাকে….
নইলে ভালবাসার ডালি হাতে কতজনই তো এলো,
কপাল ঠুকরে পায়ে লুটালো,
কই ফিরিয়ে তো দিয়েছি ঠিকই…
শুনেছি-আমি বড্ড পাষাণ লোক…!

আসলে পাষাণ আমি কবেই বা ছিলাম,
চেয়েছিলাম তো ভালবাসতে !…
সে চাহে ভালবাসুক আর নাই বাসুক…
তোয়াক্কা করেছি কাভি?
করুক অবহেলা,দিক যন্ত্রণা..
তবু খোদা! সে ই আমার হোক….

আসলে ভালবাসা আমি কবেই বা চেয়েছিলাম ,
চেয়েছিলাম শুধু তুমি আমার সামনে থাকো,
আমার চোখে তাকিয়ে আমার বুকে ছুরি মারো,
তোমার চোখের ঝিলে ভাসুক আমার লাশ,
সুরাহা পাক ‘ভালবাসতে’ চাওয়ার ঝোঁক…
……………………………………

১০-০৫-২০২৩

ইদানিং একগ্লাস পানি খেতে গেলেও চোখে পানি চলে আসে ভাবলে; ফি/লি/স্তিনে আজ কয়টা বছর ধরে সুপেয় পানি নাই; কাঁদা সেকে পানি খাও...
06/04/2025

ইদানিং একগ্লাস পানি খেতে গেলেও চোখে পানি চলে আসে ভাবলে; ফি/লি/স্তিনে আজ কয়টা বছর ধরে সুপেয় পানি নাই; কাঁদা সেকে পানি খাওয়া লাগে সেইখানে।

এই আমার চোখের সামনে কল ভর্তি পানি ঝরঝর ঝরে অথচ সেইখানে, এক ফোঁটা কাদা পানিও নাজুক হাত থেকে ছিটকে পড়লে আমার মায়েদের কলিজা কেঁপে ওঠে অপচয়ের।

তারা পিপাসায় কাতর, তাদের চোখের পানিও শুকিয়ে মাটি।

আজকাল থালা থেকে ভাতের লোকমা তুলতেও গলা ধরে আসে আমার। মনে পড়ে; তীব্র খাদ্যাভাবে, কখনো মাটি কখনো ঘাস পর্যন্ত খাওয়া লাগছে আমার ভাইবোনদের। নিজের অসহায় গলা দিয়ে খাবার নামতে তখন লাগে দীর্ঘতম সফর।

আম্মা আব্বার মুখের দিকে তাকাইলে লাগে; কত শত নাদান শিশু এতিম হয়ে গেছে সেই ক্ষমাহীন প্রান্তরে। আম্মা-আব্বা বলে ডাকার কেউ নাই, ব্যথা লাগছে শুনার কেউ নাই। দরদ করে ক্ষতই "ফুঁ" দিয়ে দেওয়ার কেউ নাই।

"ইয়া আল্লাহ ইয়া আল্লাহ" বলে ফুলের মত শিশুরা কাঁদতে কাঁদতে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। ছুটতে ছুটতেই অকস্মাৎ বো* মার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে সেই ছোট্ট ফুলের দেহের কোমল পাপড়িগুলো।

আর সেই রক*তাক্ত কুড়িগুলো কুড়িয়ে কুড়িয়ে গোছানো লাগছে শেষ জানা*যার তরে। হায় খোদা! হায় আল্লাহ!

আমি রাতে ঘুমাচ্ছি নরম বিছানায়, মাথার উপর শীতল পাখা, হাতের ধারে উষ্ণ কাঁথা। অথচ গা* যা রা*ফায় আমার ভাইদের মাথার উপরে ছাদ পর্যন্ত নাই! শোবার মত জমিন নাই।

এই শীতেই দেখলাম তীব্র ঠান্ডায় সারা শরীর নীল সাদা হয়ে নিথর শুয়ে আছে জান্নাতি পাখিরা ।

আমার ভাইদের সিজদাহ দেবার জায়গা জুড়ে আজ কেবল লালমাটির জায়নামাজ, বোনদের পরদা করবার মত কাপড় পর্যন্ত পুড়ে কালো ছাই। আমার ফিলি* স্তিনি মায়ের চোখে সভ্যতার প্রতি তীব্র ঘৃণা, বাবার বুকে জমাটবাধা ক্ষোভ ।

আমি মাঝে মাঝেই ফোনে গুগোল আর্থে বিশ্ব মানচিত্রটা দেখি; ছোট্ট একটা না*/পাক দেশ যার চারপাশে বিশাল বিশাল মুসলিম দেশ। থু* থু দিলে সে দেশ ভেসে যাবে এমন মনে হবে দেখলে। অথচ;

অথচ সেই ন*পুং*সক শাসকদের ঋদয় পাপে এতটা কলুষিত, মোহে এতটাই ক্ষুদ্র যে দুনিয়াবি ভোগবিলাসের ফাঁকে তাদের কাউকেই এতটুকু ছুঁয়ে যায় না, জানালার ধারের জলপাই বনের করূণতম লু হাওয়া ।

নিজের কাপুরুষ অবয়বে তাকিয়ে দেখি এইভাবে বেঁচে থাকাও কত লজ্জার, কত গ্লানির, কত আযাবের! ফালা* স্তিনের দিকে তাকিয়ে দেখি এইভাবে ম*রে যাওয়াও কত সাহসের, কত সম্মানের, কত গৌরবের!

কোটি কোটি মুসলিম তরুণ, অঢেল অর্থসম্পদ, পারমা**ণবিক শক্তি, ই

04/04/2025

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই।"

24/03/2025

আমি পাপ করতে করতে এখন পাপের চূড়ান্ত পর্যায়ে এসে জীবনের আদালতে উপস্থিত হয়েছি।

যেখানে -

বিচারক আমার মস্তিষ্ক, বিপক্ষ উকিল হলো আমার হৃদয় -আর কাঠগড়ায় দাড়ানো হৃদয় এবং মস্তিষ্কহীন পাপগ্রন্থ আমি !!

দাফনের আগে আমার হৃদপিন্ডটা বের করে নিও।যেন দিলের বাসিন্দা মাটিতে মিশে না যায়।- মির্জা গালিব
22/03/2025

দাফনের আগে আমার হৃদপিন্ডটা বের করে নিও।
যেন দিলের বাসিন্দা মাটিতে মিশে না যায়।

- মির্জা গালিব

'রিপ্লেস ইয়োর হার্ট' বই থেকে।
22/03/2025

'রিপ্লেস ইয়োর হার্ট' বই থেকে।

22/03/2025

জিন্দেগি ইয়ু ভি গুজর হি যাতি
কিউ তেরা রাহ গুজর ইয়াদ আয়া?

আমার জীবন তো কেটেই যেত এমনি করে
কেন তোমার বিস্মৃত পথের কথা মনে পড়ে

22/03/2025
22/03/2025

প্রেমে পড়েছো তুমি
আবার সম্মানও চাও?
ভা লো বে সে ছো তুমি__
আবার ইজ্জাতও চাও?

তুমিও বড়ই নাদান গালিব!
বিষ খেয়েছো তুমি—
আ বা র বাঁচতেও চাও !
___________
উর্দু তরজমা

Address

ভূল্লী
Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when উম্মতে মোহাম্মদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share