At-TawFa শপ

At-TawFa শপ খাঁটি হওয়ার ১০০% নিশ্চয়তা

মরিঙ্গা পাতার উপকারিতা:শক্তি বৃদ্ধি করে- শরীরের শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে, ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি দেয় ।ডা...
11/10/2023

মরিঙ্গা পাতার উপকারিতা:

শক্তি বৃদ্ধি করে- শরীরের শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে, ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি দেয় ।
ডায়াবেটিসের জন্য ভালো– এই পাতায় শক্তিশালী ফাইটোকেমিক্যাল রয়েছে যা রক্তে চিনির মাত্রা কমাতে পারে। ...
সুস্থ মস্তিষ্ক- অ্যান্টিঅক্সিডেন্টগুলির সমৃদ্ধ বিষয়বস্তু মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করে।

💫শক্তি বৃদ্ধি করে- শরীরের শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে, ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি দেয় সজনে পাতা। প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা শরীরের দুর্বলতা ও তন্দ্রা কমাতে সাহায্য করে। পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, ফলে শরীর দ্বারা আয়রন শোষিত এবং সঠিকভাবে ব্যবহার করা নিশ্চিত করে। অফিসে বা বাড়িতে ক্লান্ত বোধ করেন তবে আপনাকে অবশ্যই প্রতিদিন সকালে এক কাপ সজনে পাতার চা দিয়ে দিন শুরু করতে পারেন।

ডায়াবেটিসের জন্য ভালো– এই পাতায় শক্তিশালী ফাইটোকেমিক্যাল রয়েছে যা রক্তে চিনির মাত্রা কমাতে পারে। এটি কোলেস্টেরল, লিপিড এবং অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রাও কমাতে পারে যা মানবদেহে ডায়াবেটিসের বিকাশে অবদান রাখতে পারে।সজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষের ক্ষতি থেকে রক্ষা করে এবং ফ্রি র‌্যাডিক্যালের ক্রিয়াকলাপ বন্ধ করে।

সুস্থ মস্তিষ্ক- অ্যান্টিঅক্সিডেন্টগুলির সমৃদ্ধ বিষয়বস্তু মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করে। পাতাগুলি নিউরোট্রান্সমিটারের কার্যকারিতা ও ক্রিয়াকলাপও উন্নত করে। আল্জ্হেইমের রোগ, ডিমেনশিয়া এবং অন্যান্য মস্তিষ্কের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের তীব্রতা কমাতে এবং ক্ষতি সংশোধন করতে সজনে পাতার রস খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ই রয়েছে যা অক্সিডেশন, মস্তিষ্কের বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করে, যার ফলে মস্তিষ্কের সামগ্রিক স্বাস্থ্য এবং কার্যকারিতা বাড়ায়।

হার্টকে সুরক্ষিত রাখে- হৃদপিণ্ডকে রক্ষা করতে ও কার্ডিওভাসকুলার সিস্টেমকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে, যা রক্তনালীগুলিকে ব্লক করতে পারে। হতে পারে হার্ট অ্যাটাকও। এই পাতাগুলি রক্তনালীগুলিকেও রক্ষা করে এবং ধমনীতে প্লেক গঠনে বাধা দেয় ।

সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে- এই পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ রয়েছে। ত্বকের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ এবং হজমের সমস্যাগুলির বিরুদ্ধে ল

শিশুদেরকে বাজারের অখাদ্য না খাইয়ে এগুলো (বাদাম,বাদাম জাতীয় খাবার) খাওয়ান।সুস্থ থাকবে, পুষ্টি পাবে ইনশাআল্লাহ।মিক্সড ফ...
10/10/2023

শিশুদেরকে বাজারের অখাদ্য না খাইয়ে এগুলো (বাদাম,বাদাম জাতীয় খাবার) খাওয়ান।
সুস্থ থাকবে, পুষ্টি পাবে ইনশাআল্লাহ।

মিক্সড ফ্রুটস উইথ হানি (হানি নাট)

✅শারীরিক দুর্বলতা কাটিয়ে তুলতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় এটি বিশেষ কার্যকরী একটি খাবার। মিক্স ড্রাই ফ্রুটস ও মধুর সমন্বয়ে তৈরি হয় এই হেলদি ফুড মিক্স যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, প্রোটিন, ফাইবার সমৃদ্ধ।

✅ বাছাইকৃত সব প্রিমিয়াম উপাদান দিয়ে তৈরি করা হয় তাওয়াফ এক্সপ্রেস এর প্রিমিয়াম হানি নাটস।
👉 কোন প্রকার সিডস ও কাটা খুরমা খেজুর মিক্স করা হয় না।

✅যে সকল উপাদান দিয়ে তৈরি হয় আমাদের প্রিমিয়াম হানি নাটস

১.আস্ত ত্বীন ফল.
২.লাল এপ্রিকট
৩.সবুজ এপ্রিকট
৪.মাবরুম/আজোয়া খেজুর ৪ পিছ
৫.আখরোট
৬.কাঠ বাদাম
৭.জাম্বু কাজু বাদাম
৮.পেস্তা বাদাম
৯.সাদা তিল
১০.কালোজিরা
১১.মিষ্টি কুমড়ার বীজ।
১২.বিদেশি চিনা বাদাম
১৩.গোল্ডেন কিসমিস
১৪.কালো কিসমিস
১৫.ড্রাই আলু বখারা
১৬.থাই বাদাম
১৭.ড্রাই কিউই
১৮.চেরি ফল
১৯.সূর্যমুখীর বীজ
২০.রেড চেরি
২১.লিচু ফুলের মধু

👉 অর্ডার করতে পেজ এ
এসএমএস দিন At-TawFa শপ
অথবা কল করুন 01771036965

 #গ্রামীণ_চাকের_খাটি_মধু_আমাদের_কাছে_পাচ্ছেনআমাদের লোক কাজ করছে।বেশ কয়েকদিন করবে ইনশাআল্লাহ😊খুচরা ও পাইকারি নিতে পারেন।...
10/10/2023

#গ্রামীণ_চাকের_খাটি_মধু_আমাদের_কাছে_পাচ্ছেন

আমাদের লোক কাজ করছে।
বেশ কয়েকদিন করবে ইনশাআল্লাহ😊
খুচরা ও পাইকারি নিতে পারেন।🤗

হাজারো ভেজালের ভিরে আমি দিচ্ছি খাঁটি মানের ১০০% নিশ্চয়তা! আমার কাছ থেকে চোখ বন্ধ করে খাটি মধু নিতে পারেন ইনশাআল্লাহ ঠকবে...
10/10/2023

হাজারো ভেজালের ভিরে আমি দিচ্ছি খাঁটি মানের ১০০% নিশ্চয়তা! আমার কাছ থেকে চোখ বন্ধ করে খাটি মধু নিতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন na

খাটি মধু সংগ্রহ করুন ভেজালমুক্ত থাকুন

কুরআন - হাদিসের আলোকে মধুর উপকারিতা

মধু এমন একটি জিনিস যার উপকারীতা অনেক।এতটাই বেশি যে পবিত্র কুরআন এবং হাদিস এ এর গুনাগুন সম্পর্কে বর্নিত হয়েছে।তবে আমাদের অনেকেই মধুর গুনাগুন সম্পর্কে সঠিক জানিনা বলে এটা ঠিকভাবে ব্যবহার করতে পারিনা।
আজ আমরা জানবো কুরআন হাদিস এর আলোকে মধু সম্পর্কে ।
কুরআন ও হাদীস অনুযায়ী মধুর উপকারিতা

আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেনঃ পাহাড়ে, গাছে এবং উঁচু চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে। – সূরা আন-নাহল(১৬), আয়াতঃ ৬৮-৬৯

প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘মধুতে আরোগ্য নিহিত আছে।’ (সহীহ বুখারি: ৫২৪৮)।
আয়েশা (রা.) বলেন, প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল। (সহীহ বুখারি: ৫২৫০)।

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে, তার বড় ধরনের কোনো রোগ হবে না।’ (ইবনে মাজাহ : ৩)

এইতো গেল কুরআন ও হাদীসের কথা। বিজ্ঞানও মধুর অনেক উপকারিতার সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে।
কিন্তু সব ধরণের মধু কি আমাদের উপকারে লাগবে? অবশ্যই না! বাজারে যে সমস্ত ভেজালযুক্ত মধু পাওয়া যায়, তা আমাদের উপকারের চেয়ে অপকার বেশি করবে। শুধু মাত্র মৌচাক থেকে কেটে নেওয়া টাটকা মধু খাওয়ার জন্য আমাদের উপকারে আসতে সক্ষম।
আলহামদুলিল্লাহ্, বাজারের অনেক অনেক মধুর ভীড়ে আসল-নকল যখন চেনা দায় তখন আমরা
চেষ্টা করছি , ভেজালমুক্ত
মধু সরবরাহ করতে। যা আমরা নিজেরা মৌচাক থেকে মৌয়াল দ্বারা সংগ্রহ করে নিয়ে আসি।

আমাদের ব্যবসার মূল নিতি হালাল ব্যবসা।
পন্যের মান নিয়ে এক বিন্দুও ছাড় নেই নিজেদের সর্বোচ্চ দিয়ে নির্ভেজাল পন্য দেয়াই আমাদের লক্ষ।

চিনি/স্যাকারিন যুক্ত আখের গুড়ে শরবত বানালে অল্পতেই মিষ্টি হয়ে যাবে। কিন্তু শুধু আখের রস দিয়ে বানানো গুড়ে পরিমাণে বেশি লা...
10/10/2023

চিনি/স্যাকারিন যুক্ত আখের গুড়ে শরবত বানালে অল্পতেই মিষ্টি হয়ে যাবে।

কিন্তু শুধু আখের রস দিয়ে বানানো গুড়ে পরিমাণে বেশি লাগবে।তবে এই শরবত আপনাকে শুধু মিষ্টতা না, অমৃতের স্বাদও দিবে।

At-TawFa শপ

কোন রকম প্রচারণা ছাড়াই যদি শত শত লিটার - কাঠের ঘাণি ভাঙ্গা সরিষার তেল।- ননি থেকে তৈরি খাঁটি ঘি।- সর থেকে তৈরি খাঁটি ঘি।...
10/10/2023

কোন রকম প্রচারণা ছাড়াই যদি শত শত লিটার

- কাঠের ঘাণি ভাঙ্গা সরিষার তেল।
- ননি থেকে তৈরি খাঁটি ঘি।
- সর থেকে তৈরি খাঁটি ঘি।
- এক্সট্রা ভার্জিন নারিকেল তেল।

বিক্রি হয়ে যায় তাহলে তো ভালোই হয়,তাই না?
হ্যা, আলহামদুলিল্লাহ সব গুলো পণ্য এতো এতো বিক্রি না হলেও কাঠের ঘাণি ভাঙ্গা সরিষার তেল কিন্তু বিক্রি হচ্ছে।অন্যগুলোও ভালো চলছে, আলহামদুলিল্লাহ।

তেলের বাজারে আগুন 🔥 ধরে গেছে।
সাশ্রয়ী মূল্যে ১০০% নিশ্চয়তার সাথে খাঁটি পণ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের পণ্য ও খুচরা মূল্য :
তেল-
- কাঠের ঘাণি ভাঙ্গা সরিষার তেল : ২২৫/- লিটার।
- এক্সট্রা ভার্জিন নারিকেল তেল : ৭০০/- লিটার।
- কালোজিরার তেল : ১৪০০/- লিটার।

ঘি-
- সর থেকে তৈরি খাঁটি ঘি : ১৪০০/- কেজি।
- ক্রিম থেকে তৈরি খাঁটি ঘি : ১৩০০/- কেজি।

মধু-
- প্রাকৃতিক চাকের মধু : ৮০০/- কেজি।
- কালোজিরা ফুলের মধু : ৮৫০/- কেজি।
- লিচু ফুলের মধু : ৫৫০/- কেজি।
- সরিষা ফুলের মধু :৪৫০/- কেজি।

গুড়-
- আখের পাটালী গুড় ফয়েল : ১৫০/- কেজি।
- আখের ঝোলা গুড় : 200/- কেজি।

মশলা-
- শুকনো মরিচ গুঁড়া : ৩৮০/- কেজি।
- হলুদ গুঁড়া : ২০০/- কেজি।
- জিরা গুঁড়া : ৫০০/- কেজি।
- ধনিয়া গুঁড়া : ২২০/- কেজি।

পাইকারিতে রয়েছে বিশেষ ছাড়।
পাইকারি নিতে ইনবক্স করুন।

আল-আমিন
At-TawFa শপ , ঠাকুরগাঁও
01771036965

শিশুদেরকে বাজারের অখাদ্য না খাইয়ে এগুলো (বাদাম,বাদাম জাতীয় খাবার) খাওয়ান।সুস্থ থাকবে, পুষ্টি পাবে ইনশাআল্লাহ।মিক্সড ড...
10/10/2023

শিশুদেরকে বাজারের অখাদ্য না খাইয়ে এগুলো (বাদাম,বাদাম জাতীয় খাবার) খাওয়ান।
সুস্থ থাকবে, পুষ্টি পাবে ইনশাআল্লাহ।

মিক্সড ড্রাই ফ্রুটস।
মিক্সড ফ্রুটস উইথ হানি (হানি নাট)।

খুচরা ও পাইকারি নিতে পারেন ইনশাআল্লাহ।

AL-Amiñ
At-TawFa শপ
📞 01771036965

আমাদের At-TawFa শপ এর পণ্য ও খুচরা মূল্য...আলেম ও দ্বীনদার ভাইদের কঠোর পরিশ্রমের ছোঁয়া পেয়ে এখন অনেক কিছুই নির্ভেজাল প...
10/10/2023

আমাদের At-TawFa শপ এর পণ্য ও খুচরা মূল্য...

আলেম ও দ্বীনদার ভাইদের কঠোর পরিশ্রমের ছোঁয়া পেয়ে এখন অনেক কিছুই নির্ভেজাল পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ।

এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত ও নিত্য প্রয়োজনীয় পণ্য হলো, সরিষার তেল।

খুচরা : ২৫০/- লিটার।
পাইকারিতে রয়েছে বিশেষ ছাড়!

তেলের বৈশিষ্ট্য :
🥇প্রথম চাপের।
🥈কোল্ড প্রেস।
🥉 কেমিক্যাল মুক্ত।
4️⃣ সম্পূর্ন কাঠের ঘাণিতে ভাঙানো।
5️⃣ কাঠের ঘাণি+মেশিন মিক্সডও আছে।

খুচরা ও পাইকারি নিতে ইনবক্স করুন।

এছাড়াও রয়েছে...
🥇 খাঁটি নারিকেল তেল : ৯০০/- লিটার।
🥈কালোজিরার তেল : ১৪০০/- লিটার।

🥉 নতুন সিজনের প্রাকৃতিক চাকের মধু : ৮০০/- কেজি।
4️⃣ লিচু ফুলের খামারের মধু :৪৫০/- কেজি।
5️⃣ সরিষা ফুলের মধু : ৩৫০/- কেজি।
6️⃣ কালোজিরা ফুলের মধু :৮৫০/- কেজি।

7️⃣ মিক্সড ড্রাই ফ্রুটস : ৯০০/- কেজি।
8️⃣সর থেকে তৈরি খাঁটি ঘি : ১৩০০/- কেজি।

AL-Amiñ
তাওফা শপ
01771036965

💢একেবারেই বাস্তব কথা💢মানুষ ফলফলাদি ছেড়ে সিঙ্গাড়া-পুরি খায়। তারপর পেট খারাপ করে অসুস্থ হয়ে হাসপাতালে যায়। হাসপাতালে শুয়ে ...
10/10/2023

💢একেবারেই বাস্তব কথা💢

মানুষ ফলফলাদি ছেড়ে সিঙ্গাড়া-পুরি খায়। তারপর পেট খারাপ করে অসুস্থ হয়ে হাসপাতালে যায়।
হাসপাতালে শুয়ে শুয়ে আত্মীয়স্বজনের আনা ফলফলাদি খায়।
আর আত্মীয়রা হাসপাতালের পাশে বসে সিঙ্গাড়া-পুরি খায়।
এটাই জীবনচক্র।

সরিষার তেল।নারিকেল তেল।কালোজিরা তেল।খুচরা ও পাইকারি।
10/10/2023

সরিষার তেল।
নারিকেল তেল।
কালোজিরা তেল।

খুচরা ও পাইকারি।

খাঁটি ঘি।মিক্সড ড্রাই ফ্রুটস।প্রয়োজনে At-TawFa শপ
10/10/2023

খাঁটি ঘি।
মিক্সড ড্রাই ফ্রুটস।

প্রয়োজনে At-TawFa শপ

মরিঙ্গা।সজনে পাতার গুঁড়া।এতে রয়েছে অসংখ্য উপকারিতা।খুচরা ও পাইকারি নিতে পারেন ইনশাআল্লাহ।অন্যান্য পণ্য সম্পর্কে জানতে ...
10/10/2023

মরিঙ্গা।
সজনে পাতার গুঁড়া।
এতে রয়েছে অসংখ্য উপকারিতা।

খুচরা ও পাইকারি নিতে পারেন ইনশাআল্লাহ।

অন্যান্য পণ্য সম্পর্কে জানতে রাহনুমা শপ থেকে
ঘুরে আসতে পারেন।

Address

Thakurgaon

Telephone

+8801771036965

Website

Alerts

Be the first to know and let us send you an email when At-TawFa শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to At-TawFa শপ:

Share