AMAL ROY

AMAL ROY সদা সত্য পথে চলতে চাই,
মিথ্যার কোন আশ্রয় নাই।
For Sponsorship:- [email protected]

অর্ডার করতে পারেন
14/09/2025

অর্ডার করতে পারেন

কি অবস্থা বন্ধুরা? দিনকাল কেমন যাই?
01/09/2025

কি অবস্থা বন্ধুরা? দিনকাল কেমন যাই?

30/08/2025

আবারো বেক হবো বন্ধুরা

18/08/2025

🙏

16/08/2025

Page has some issue problem Solve Only 2 minute

10/08/2025

মোবাইল কিনে নিয়ে আসলাম

ধূলিমাখা গলির এক কোণে, পুরনো ভাঙা দেয়ালের পাশে শুয়ে ছিল একটি কুকুর — তার শরীর কঙ্কালের মতো, হাড়ের ওপর চামড়া যেন স্রেফ এ...
31/07/2025

ধূলিমাখা গলির এক কোণে, পুরনো ভাঙা দেয়ালের পাশে শুয়ে ছিল একটি কুকুর — তার শরীর কঙ্কালের মতো, হাড়ের ওপর চামড়া যেন স্রেফ একটা পাতলা কাপড়।
চোখে কোনো জল নেই, মুখে কোনো ভাষা নেই — কেবল নিঃশব্দ আর্তনাদ।

তার চারপাশে ছোট ছোট তিনটি বাচ্চা কুকুর, যাদের পেট ভরার কথা ছিল দুধে — কিন্তু এখন তারা দুধ নয়, খুঁজছে মা’কে কামড়ে একটা হাড় খুঁজে পাবে কিনা!
তাদের শরীরেও হাড় বেরিয়ে আছে। তবুও, তারা মা’কে ঘিরে আছে — নিরাপত্তার জন্য নয়, কারণ ক্ষুধার তাড়না আজ ভয় থেকেও বড়।

তিনদিন ধরে কিছু খায়নি ওরা।
কোনো মানুষ এক টুকরো ভাত ছুঁড়ে দেয়নি, কেউ একবার আদর দিয়ে বলেনি, “আরে বাচ্চা তো…”
এই শহরের প্রতিটি মানুষ ব্যস্ত — ফিল্টার করা কফি, কুকুর প্রুফ ব্যাগ, কুকুরপ্রেমী প্রোফাইল পিক, কিন্তু এক কুকুর মা মরে যাচ্ছে ধূলার নিচে। ধীরে ধীরে… নিঃশব্দে…

এক সন্ধ্যায় হঠাৎ এক বাচ্চা থেমে গেল। শ্বাস থেমে গেল। মা নড়ল না।
সে কেবল তাকিয়ে রইল মৃত সন্তানটির দিকে। হয়তো ভেবেছিল — একদিন সবাই তাকে ছেড়ে যাবে।

পরদিন সকালে, শহরের এক "ভদ্রলোক" হোঁচট খেল সেই মৃত বাচ্চার শরীরে। ঘৃণাভরে বলল:
— “ঘিন লাগে কুকুরের ছানায়, মেরে ফেলো!”

তখন সেই কুকুর মা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে, একবার কাঁপা কাঁপা গলায় ডাক দিল, গলা দিয়ে আওয়াজ বেরোল না —
তবু সে দাঁড়াল।
কেন?
কারণ সে মা।
নিজের শেষ শক্তি দিয়ে সে তার সন্তানকে রক্ষা করতে চেয়েছিল — হোক সে মৃত।

কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।
এক লাথি এসে লাগল তার পাঁজরে — ভাঙা হাড় শব্দ করে উঠল।
আর এক লাথি তার মাথায়।
সে পড়ে গেল, নিস্তব্ধ হয়ে। তবু চোখ খোলা, যেন ছানাগুলোর দিকে চেয়ে আছে — শেষ নিঃশ্বাস পর্যন্ত।

সেদিন সন্ধ্যায় আর এক বাচ্চাও মরে গেল।
তৃতীয়টি সেই রাতে এক বৃদ্ধার পেছনে হাঁটছিল —
হয়তো খাবার চেয়েছিল,
হয়তো শুধু একটু আদর।

---

📌 শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাই:

আমরা কি সত্যিই মানুষ?
আমরা কি এতটাই ব্যস্ত যে, একটা মা কুকুর মরেও আমাদের মন গলাতে পারে না?

🔔 একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে শান্ত পরিবেশ...🎓 অধ্যাপক ক্লাস শুরু করতেই হঠাৎ...🧑‍🎓 *“ফুঁউউউঁ…”* — এক ছাত্র শিস দিয়ে ব...
30/07/2025

🔔 একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে শান্ত পরিবেশ...

🎓 অধ্যাপক ক্লাস শুরু করতেই হঠাৎ...

🧑‍🎓 *“ফুঁউউউঁ…”* — এক ছাত্র শিস দিয়ে বসল।

📚 অধ্যাপক থেমে গিয়ে ধীরে বললেন:
— "কে শিস দিল?"

🤫 ক্লাসে নিস্তব্ধতা… কেউ কোনো উত্তর দিল না।

📖 অধ্যাপক আবার পাঠ শুরু করলেন।

কিন্তু একটু পরেই আবার...

🧑‍🎓 *“ফুঁউউঁ…”* — সেই একই শিস!

🎓 অধ্যাপক এবার কিছুটা রাগী কণ্ঠে:
— "আবারও জিজ্ঞেস করছি, কে শিস দিচ্ছে?"

😶 এবারও কেউ চুপ...

অধ্যাপক ধৈর্য ধরে আবার ক্লাস শুরু করলেন।

📢 কিন্তু ঠিক তখনই তৃতীয়বারের মতো ভেসে এল সেই শব্দ:
🧑‍🎓 *“ফুঁঁউউঁ…”*

✋ অধ্যাপক কলম বন্ধ করলেন, বই গুটিয়ে বললেন:
— "আজকের ক্লাস এখানেই শেষ। তবে যাওয়ার আগে তোমাদের একটা গল্প শোনাই…"

🎬 ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা। সবাই চুপচাপ শুনতে লাগল...

📖 অধ্যাপক বললেন:

"এক রাতে ঘুম আসছিল না। অস্থির হয়ে গাড়ি নিয়ে বের হলাম। উদ্দেশ্যহীনভাবে চলছিলাম।

হঠাৎ দেখি — রাস্তার পাশে এক বৃদ্ধা, হাতে ভারী বোঝা নিয়ে দাঁড়িয়ে আছেন।

🚗 আমি গাড়ি থামিয়ে বললাম,
— ‘মা, কিছু সাহায্য লাগবে কি?’

তিনি খুশি হয়ে গাড়িতে উঠলেন।

চলতে চলতে উনি আমার দিকে তাকিয়ে বললেন:

— ‘ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে… সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে।’

আমি চমকে গিয়ে বললাম:
— ‘ওহ! তাহলে আমি তাকে খেয়াল রাখব। নামটা বলবেন?’

👵 বৃদ্ধা হেসে বললেন:
— ‘নাম বলার দরকার নেই। আপনি নিজেই চিনে ফেলবেন… সে ক্লাসে বসে শিস দেয়।’"

😳 এই কথা শুনেই পুরো ক্লাস ঘুরে তাকাল সেই ছাত্রের দিকে!

🎓 অধ্যাপক এবার গভীর কণ্ঠে বললেন:

— "এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি?"

🎬 *ক্লাসে পিন পড়লেও শব্দ শোনা যেতো না...*

🎭 *গল্প শেষ, কিন্তু শিক্ষা রেখে গেলো চিরস্থায়ী ছাপ।*

সোসাল মিডিয়ায় আপনার ফটো, Text, ভিডিও, রিলস কখন ভাইরাল হবে আপনি কিন্তু বলতে পারবেন না এমনকি আমিও না। এই যেমন আমার গল্পটি ...
29/07/2025

সোসাল মিডিয়ায় আপনার ফটো, Text, ভিডিও, রিলস কখন ভাইরাল হবে আপনি কিন্তু বলতে পারবেন না এমনকি আমিও না। এই যেমন আমার গল্পটি ৬দিন আগেই আপলোড করছি অথচ ভাইরাল হচ্ছে আজকে....
যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন যেন ভালো কিছু করতে পারি।
ধন্যবাদ ❤️

29/07/2025

দ্রুত কমেন্ট করুন, যার কমেন্টে কোন রিপ্লাই আসবে না তার মধ্যে একজনকে দেওয়া হবে ১৪৯ টাকা ফ্লাক্সিলোড

“ছাগোকুমির এয়ারলাইন্স: আজব যাত্রী আকাশে!” 🐐🐊✈️
29/07/2025

“ছাগোকুমির এয়ারলাইন্স: আজব যাত্রী আকাশে!” 🐐🐊✈️

Address

Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when AMAL ROY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share