Momin Musolman

Momin Musolman ❏ কাউকে অতীতের গুনাহ নিয়ে খোটা দিও না ! সে হয়তো তওবা করে আল্লাহর কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে !

08/06/2024

হজ্ব নিয়ে নতুন আলোচনা -হজ্বের গুরুত্ব


08/06/2024

সামান্য পাসওয়ার্ড ছাড়া যদি
Facebook আইডি না খুলে
তাহলে বলেন তো
নামাজ ছাড়া কি ভাবে
জান্নাতের দরজা খুলবে
ভেবে দেখেন তো একবার 
আল্লাহ আমাদের সবাই কে বোঝার
তৌফিক দান করুন 
 আমিন 

21/03/2024

তোমরা যেন ঐ লোকদের মতো হয়ে না যাও, যারা বহু দলে ভাগ হয়ে গিয়েছে এবং অত্যন্ত স্পষ্ট হেদায়াত পাওয়ার পরও যারা মতভেদে লিপ্ত হয়েছে। যারা এমন আচরণ করেছে তারা সেদিন কঠোর শাস্তি পাবে। (সূরা আলে ইমরান- ০৩: ১০৫)

09/03/2024

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি আলিমদের উপর বাহাদুরি জাহির করার জন্য, নির্বোধদের সাথে ঝগড়া করার জন্য এবং নিজের দিকে সাধারণ মানুষের মনোযোগ আকৃষ্ট করার জন্য জ্ঞানার্জন করে, আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন।

29/02/2024

” দামি পোশাক পড়ে কি লাভ হবে ! নামাজের জন্য ডাকলে যদি বলতে হয় পোশাক তো এখন নাপাক !! “

28/02/2024

➢ হাদিস নং ১০১ : ইসমা‘ঈল ইবন ‘আবূ উওয়ায়স (র)…আবদুল্লাহ্ ইবন ‘আমর ইবনুল ‘আস (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ কে বলতে শুনেছি যে, আল্লাহ তা‘আলা বান্দার অন্তর থেকে ইলম বের করে উঠিয়ে নেবেন না; বরং আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলম উঠিয়ে নেবেন। যখন কোন আলিম বাকী থাকবে না তখন লোকেরা জাহিলদেরই নেতা হিসেবে গ্রহণ করবে। তাদের জিজ্ঞাসা করা হবে, তারা না জেনেই ফতোয়া দিবে। ফলে তারা নিজেরাও গোমরাহ হবে, আর অপরকেও গোমরাহ করবে। ফিরাবরী (র) বলেন, আব্বাস (র)… হিশাম সূত্রেও অনুরূপ বর্ণিত আছে।

28/01/2024

এবং (আজীবন) যারা মন্দ কাজ করে, তাদের জন্য তওবা নয়, আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে, ‘আমি এখন তওবা করছি।’ [১] আর যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায়, তাদের জন্যও তওবা নয়। এরাই তো তারা, যাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করেছি।
সূরা আন নিসা
পারা ৪
পৃষ্ঠা ৮০
আয়াত ১৮

Address

Thakurgaon

Telephone

+8801754138051

Website

https://youtube.com/@helptohumanitybd

Alerts

Be the first to know and let us send you an email when Momin Musolman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Momin Musolman:

Share

Category