13/07/2024
নতুন প্রজন্ম নিজের জাহান্নাম নিজেই ডেকে আনছে।।
শুধু রিল দেখে ক্ষণিকের প্রশান্তির থেকেও বেশি জরুরি
দিন প্রচার প্রসার করা 🌺
তুমি দৃঢ় চিত্ত হয়ে তাদের সাথে অবস্থান কর যারা সকাল-সন্ধ্যা তাদের প্রতিপালককে আহবান করে তাঁর সন্তুষ্টি লাভের সন্ধানে। পার্থিব জীবনের শোভা ও চাকচিক্য কামনায় তুমি তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। তুমি তার আনুগত্য কর না যার অন্তরকে আমি আমার স্মরণ হতে উদাসীন করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির আনুগত্য করে আর যার কার্যকলাপ হচ্ছে সীমালঙ্ঘনমূলক। ১৮:২৮
Facebook :