
15/05/2025
দেখতাম যে চোখে হাসি,স্বপ্ন
সেখানেই শকুনের হয়ে থাবা
অসফলতার দ্বিতীয় হানাতে-
চালিয়েছে স্ক্যাফিজম।
অবাধে উপরে নিয়েছো সেই চোখ,
কোটরে বাসা বেঁধেছে-
ফরমালিনে সিক্ত ঘৃণা।
সাদার জলছাপে পরিব্রাজকের অজান্তে,
তামাক পোড়া ছাইয়ে
বারংবার ধ্বংস করি
সেই থ্যালাসেমিয়ার মায়া।
-[স্ক্যাফিজম]
দাঁড়কাক -DAR KAK