Emotional Damage

Emotional Damage Official Page Of Emotional Damage

দেশে ফ্রি ডেটায় ইন্টারনেট ব্যবহার করছেন তিন কোটি গ্রাহক‘টেক্সট-ওনলি ফেসবুক’ ও ‘ডিসকভার অ্যাপ’ সেবা চালু হওয়ার পর সুফল পে...
21/09/2022

দেশে ফ্রি ডেটায় ইন্টারনেট ব্যবহার করছেন তিন কোটি গ্রাহক

‘টেক্সট-ওনলি ফেসবুক’ ও ‘ডিসকভার অ্যাপ’ সেবা চালু হওয়ার পর সুফল পেতে শুরু করেছে দেশের মানুষ। বর্তমানে দেশে তিন কোটির বেশি মানুষ তথ্যপ্রবাহের সঙ্গে যুক্ত থাকতে ফ্রি ডেটায় ইন্টারনেট ব্যবহার করছেন।
মেটার সঙ্গে পার্টনারশিপে দেশে চালু হওয়া এই উদ্যেগে মোবাইল ফোন অপারেটরদের বর্তমানে ১ জিবিপিএসের বেশি ব্যান্ডউইথ খরচ করতে হয়। পুরো প্রক্রিয়া ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়নের সহায়ক হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২২ সালের মে মাসের পরিসংখ্যানে দেখা যায়, এক মাসে ৩ কোটি ৩৪ লাখ গ্রাহক টেক্সট-অনলি ফেসবুক ব্যবহার করেছেন। যেখানে গ্রামীণফোনের এক কোটি ৫০ লাখ, রবির এক কোটি ৬ লাখ এবং বাংলালিংকের ৭০ লাখ ৮০ হাজার গ্রাহক ছিলেন। চলতি মাসে ৩ অপারেটর মিলে ডিসকভার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৪১৪ জন।

এই মাসে অপারেটরগুলোর মোট ব্যান্ডউইথ খরচ হয়েছে এক দশমিক শূন্য ৩ জিবিপিএস। যেখানে গ্রামীণফোনের শূন্য দশমিক ৪৩, রবির শূন্য দশমিক ৩৮ এবং বাংলালিংকের শূন্য দশমিক ২১ জিবিপিএস ব্যান্ডউইথ খরচ হয়েছে।

ডেটার হিসেবে যা ছিল গ্রামীণফোনের (জিপি) এক হাজার ৪১৯ দশমিক ৮ টেরাবাইট, রবির এক হাজার ২৭৮ টেরাবাইট এবং বাংলালিংকের ৭১৩ টেরাবাইট।

টেক্সট-ওনলি ফেইসবুক সেবা কী:
গ্রাহকরা ডাটা শেষ হয়ে যাওয়ার পরও ফেসবুকে সংযুক্ত থাকতে পারেন এবং অনলাইনে গুরুত্বপূর্ণ টেক্সট-ভিত্তিক তথ্য আদান প্রদান করতে পারেন। এই পরিষেবায় শুধু টেক্সট দেখা যায়, কোন ছবি কিংবা ভিডিও দেখা যায় না।

ব্যবহারকারীরা পাঠ্যভিত্তিক তথ্য যেমন: শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা, অন্যান্য শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যেমন ফেসবুকে কোভিড তথ্যকেন্দ্র সম্পর্কে জানতে পারে।

ডিসকভার অ্যাপ সেবা কী:
গ্রাহকরা ফ্রি ডাটা সীমার মধ্যে ই-পরিসেবার সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। এ ক্ষেত্রে গ্রাহকদের ডিসকভার অ্যাপটি ডাউনলোড করতে হয়। তবে ডিসকভার অ্যাপটি ব্যবহারের জন্য ফেসবুক এক্যাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই।

গ্রাহকরা দৈনিক এবং মাসিক ভিত্তিতে অপারেটর অনুযায়ী বিটিআরসি অনুমোদিত ডাটা সীমার মধ্যে অ্যাপ/মোবাইল ওয়েবের মাধ্যমে বিনামূল্যে ব্রাউজিং উপভোগ করতে পারেন। তবে একজন গ্রাহক তার দৈনিক এবং মাসিক ব্যবহারের সীমা অতিক্রম করার পর নতুন ডাটা প্যাক কেনা না পর্যন্ত কোনো সাইট অ্যাক্সেস করতে পারেন না।

এই অ্যাপের মাধ্যমে ফ্রি ব্রাউজিং কালে গ্রাহকরা কোনো ছবি বা ভিডিও দেখতে পারবেন না। উল্লিখিত বিষয়বস্তু দেখতে চাইলে গ্রাহকরা ডাটা প্যাক কেনার মাধ্যমে তা পারেন।

গ্রাহকরা সরকারি সংস্থার ওয়েবসাইটসহ অন্যান্য ওয়েবসাইটেও প্রবেশ করতে পারেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন উপকরণসহ স্কুল প্রকাশিত সকল তথ্য দেখতে পারে।

এর আগে, ২০২১ সালের ৯ নভেম্বর এই সেবা চালু হয়। দেশের মোবাইল ফোন গ্রাহকদের ইন্টারনেট না থাকলেও ‘টেক্সট-ওনলি ফেসবুক’ ও ‘ডিসকভার অ্যাপ’ সেবা চালুর সুযোগ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রমনায় বিটিআরসি কার্যালয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বাংলাদেশে গেমার এবং ইস্পোর্টস ফ্যানেটিকসদের জন্য অবিশ্বাস্য মনে হলেও জনপ্রিয় অনলাইন এফপিএস গেম ভ্যালোরান্টের নতুন ম্যাপ...
21/09/2022

বাংলাদেশে গেমার এবং ইস্পোর্টস ফ্যানেটিকসদের জন্য অবিশ্বাস্য মনে হলেও জনপ্রিয় অনলাইন এফপিএস গেম ভ্যালোরান্টের নতুন ম্যাপ লোকেশন হতে পারে বাংলাদেশ
ডেভেলপার Riot Games এর brainchild থেকে প্রকাশিত একটি নতুন আপডেট অনুযায়ী, অ্যাজেন্ট 21 ভারতীয় বংশোদ্ভূত হতে পারে।

অন্যদিকে, সম্প্রতি প্রকাশিত টিজার চিত্রে গেটওয়ে অফ ইন্ডিয়ার পটভূমিতে দেখানো তীরের সাহায্যে ব্রহ্মপুত্র নদের অন্য দিকে বাংলাদেশের একটি অঞ্চলের দিকে ইঙ্গিত করছে বলে মনে হচ্ছে।
তবে এই অনলাইন গেমটি বাংলাদেশে তার নতুন মানচিত্র স্থাপন করবে কি না তা সময়ই বলে দেবে।



Source: Atech Pedia

21/09/2022

⚠️দেশের বড় প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার শিকার হচ্ছে।⚠️

বেক্সিমকো, আকিজ এবং ডিজিকন টেকনোলজিসের মতো বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার শিকার হচ্ছে। বিশ্বের অন্যান্য নামি ব্যবসা প্রতিষ্ঠান ও করপোরেট খাতের মতো বাংলাদেশেও এ খাতে মাথাব্যথার কারণ হয়ে উঠছে র্যানসমওয়্যারের আক্রমণ। এসব আক্রমণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকার বা সাইবার দুর্বৃত্তরা।

বাংলাদেশের সাইবার ও র্যানসমওয়্যার পরিস্থিতি নিয়ে প্রকাশিত গবেষণা প্রতিবেদন ‘র্যানসমওয়্যার ল্যান্ডস্কেপ বাংলাদেশ ২০২২’ থেকে এসব তথ্য পাওয়া গেছে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা ‘বিজিডি ই-গভ সার্ট’ বাংলাদেশের সাইবার পরিস্থিতি ও র্যানসমওয়্যারের আক্রমণ নিয়ে গবেষণা করে এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত চারটি র্যানসমওয়্যার আক্রমণের তথ্য পাওয়া গেছে। আক্রমণের এ তালিকায় রয়েছে দেশের নামি তিনটি বেসরকারি প্রতিষ্ঠান।

সার্ট বলছে, নাইট স্কাই নামক র্যানসমওয়্যার দ্বারা আক্রমণের শিকার হয় বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। হ্যাকিংয়ের পর হ্যাকার গ্রুপটি প্রতিষ্ঠানটির সি-প্যানেল ডেটা, গিটল্যাব কোড বেস, সার্ভারের সব ফাইল, ইআরপি সিস্টেম ডেটাবেস, কর্মীদের জীবনবৃত্তান্ত, ব্যাকআপসহ সব ওয়েবসাইট, ব্যক্তিগত কম্পিউটার ব্যাকআপ ফাইল, মেইল সার্ভার ডেটা ডার্ক ওয়েবে ফাঁস করে।

বিষয়টি নজরে এলে আকিজ গ্রুপের মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার মো. আবদুল কাউয়ুম বলেন, ২০২১ সালে আমাদের সিস্টেমে ত্রুটি পরিলক্ষিত হয়েছিল। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তা পুনরুদ্ধার করতে সক্ষম হই। ফলে আমরা তেমন কোনো ক্ষতির মুখোমুখি হয়নি।

বেক্সিমকো গ্রুপও র্যানসমওয়্যারের শিকার হয়েছে বলে প্রতিবেদনে জানায় সার্ট। প্রতিষ্ঠানটি অ্যাল্টডোস নামক র্যানসমওয়্যারের শিকার হয়েছে বলে উল্লেখ করেছে সার্ট। অ্যাল্টডোসের হামলায় ৫০ হাজারেরও বেশি পেমেন্ট রেকর্ড, ডেটাবেস, টেলিকম ভর্তুকিসহ শত শত গিগাবাইট ফাইল খোয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সার্ট।

এ বিষয়ে বেক্সিমকো এজেন্সির মাধ্যমে লিখিত বক্তব্যে জানায়, ২০২১ সালের জানুয়ারিতে বেক্সিমকোর কিছু ওয়েবসাইট রাখা একটি পাবলিক ডোমেইনে সাইবার আক্রমণ লক্ষণ দেখা যায়। তাৎক্ষণিক ব্যবস্থা

সব রেকর্ড ভাঙতে যাচ্ছে শাওমির ২১০ ওয়াটের চার্জার!ফাস্ট চার্জিং ফ্যানদের জন্য সুখবর নিয়ে আসছে শাওমি। নতুন ২১০ ওয়াটের চার্...
20/09/2022

সব রেকর্ড ভাঙতে যাচ্ছে শাওমির ২১০ ওয়াটের চার্জার!

ফাস্ট চার্জিং ফ্যানদের জন্য সুখবর নিয়ে আসছে শাওমি। নতুন ২১০ ওয়াটের চার্জিং ফোন নিয়ে এসে রেকর্ড করতে যাচ্ছে তারা। কারণ এতে শূন্য থেকে পূর্ণ চার্জ হতে মাত্র ৮ মিনিট সময় লাগবে। আর এ চার্জিং প্রযুক্তি যখন বাজারে আসবে তখন এটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির চার্জিং ব্যবস্থা। বর্তমানে ২০০ ওয়াটের কুইক চার্জিং প্রযুুক্তি নিয়ে সবার শীর্ষে আছে আইকিউওও নামে এক চীনা কনজ্যুমার ইলেকট্রনিক্স কোম্পানি।

ইতোমধ্যে রেকর্ড ভাঙার জন্য বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে শাওমি। এক্ষেত্রে শাওমি ১১ আল্ট্রা ফোনটিকে ব্যবহার করা হয়েছে। এতে দেখা গেছে, মাত্র ৮ মিনিটে ফোনটি পূর্ণ চার্জ হয়েছে। খুব শিগগিরই শাওমি মাইলফলক ছুঁবে বলে আশা করা যাচ্ছে। ইতোমধ্যে ২১০ ওয়াটের বিদ্যুৎ পরিবহনে সক্ষম এমন দ্রুত একটি চার্জারকে সার্টিফিকেট দিয়েছে শাওমি। এখন শুধু সময়ের অপেক্ষা। এখন চেষ্টা করা হচ্ছে কত মাপের ব্যাটারির মধ্যে এমন চার্জ সক্ষমতা ধরে রাখা সম্ভব। তবে যদি ব্যাটারির আকার বড় হয় তাহলে চার্জ ধরে রাখার সময়টাতে কিছুটা পরিবর্তিত হতে পারে।

ধারনা করা হচ্ছে, শাওমি ১৩ অথবা ১৩ আল্ট্রা ফোনগুলোর মতো আগামীর হাই-এ্যান্ড ফোনগুলোতে এ চার্জিং প্রযুক্তি থাকতে পারে। আর এ মাধ্যমেই চার্জিং প্রযুক্তির জগতে নতুন বিপ্লব আনতে যাচ্ছে শাওমি।

স্যামসাং একটি নতুন কম্পিউটার মাউস নিয়ে এসেছে। মাউসটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যা মানুষকে বেশি কাজ করা থেকে বিরত রাখবে।...
20/09/2022

স্যামসাং একটি নতুন কম্পিউটার মাউস নিয়ে এসেছে। মাউসটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যা মানুষকে বেশি কাজ করা থেকে বিরত রাখবে। মাউসটির নাম ব্যালান্স মাউস। মূলত মানুষকে বেশি কাজ করা থেকে বিরত রাখার জন্য এই প্রযুক্তি এসেছে এই টেক জায়ান্ট।

এই মাউসের মূল কনসেপ্ট হলো, বেশি কাজ করলে ডেস্ক থেকে মাউসটি দূরে সরে যাবে। স্যামসাংয়ের লেটেস্ট মাউসটি শুধু যে মাউসের মতো কাজ করে তাই নয়, এটি দেখতেও হুবহু মাউস বা ইঁদুরের মতোই। প্রাথমিক ভাবে এই কনসেপ্ট মাউসটি একটি অ্যাড এজেন্সির সঙ্গে কোলাবরেশনে লঞ্চ করেছে স্যামসাং।

ব্যালান্স মাউস তৈরি করার পিছনে প্রাথমিক কারণ ছিল কোরিয়ায় কর্মজীবনের ভারসাম্য উন্নত করা। যা অতিরিক্ত কাজের সমস্যার সমাধান করবে। সংস্থাটি জানাচ্ছে, এটি একটি সাধারণ মাউস নয়, তবে তা মানুষকে প্রয়োজনের চেয়ে বেশি কাজ করা থেকে বিরত রাখার ক্ষমতা ৷ রাখে।

এই কনসেপ্ট মাউসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি হাতের মুভমেন্ট ট্র্যাক করতে পারে। মাউসটি যখন ধরতে পারবে যে আপনি বেশি কাজ করছেন, তখন তার চাকাগুলো আপনাআপনি বেরিয়ে আসবে এবং ডেস্ক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে!

তবে আপনি যদি মনে করেন মাউসটি পালানোর চেষ্টা করলে সেটিকে ধরতে পারবেন, তাহলে সত্যিই ভুল ভাবছেন। কারণ, এই মাউস খুব দ্রুত নড়াচড়া করে। এমনকি আপনি যদি ডিভাইসটি ধরে রাখতে পরিচালনা করেন, তাহলে মাউসের মূল অংশটি বের হয়ে যাবে ।

Save Canva
19/09/2022

Save Canva

কোথা থেকে আমি বিনামূল্যে অনলাইনে পাইথন প্রোগ্রামিং শিখতে পারবো?অনলাইনে যেকোনো কিছু শেখার জন্য ফ্রি এবং পেইড দুটি পদ্ধতি ...
12/09/2022

কোথা থেকে আমি বিনামূল্যে অনলাইনে পাইথন প্রোগ্রামিং শিখতে পারবো?

অনলাইনে যেকোনো কিছু শেখার জন্য ফ্রি এবং পেইড দুটি পদ্ধতি রয়েছে, যারা পেইড ট্রেনিং থেকে শিখতে চায় তাদেরকে রিসোর্স নিয়ে তেমন ভাবতে হয়না, সব কিছু ট্রেইনারদের আউটলাইন অনুযায়ী পেয়ে যায় এবং যারা ফ্রি শিখতে চায় তাদেরকে প্রত্যেকটা বিষয় নিজে নিজে অনলাইন ঘেটে শিখতে হয়। তাই তুমি যদি একদম বিনামূল্যে শিখতে চাও তাহলে তোমাকে শেখার প্রতি প্রবল আগ্রহ এবং রিসার্চ স্কিল তৈরী করে নিতে হবে।
বর্তমান যুগে অনলাইনে বিনামূল্যে পাইথন পোগ্রামিং শেখার মত হাজার হাজার রিসোর্স রয়েছে। কিন্তু এতো এতো ফ্রি রিসোর্সের জন্য বেশিরভাগ লার্নাররা সিদ্ধান্ত নিতে পারেনা কোথায় থেকে শিখবে, কোন রিসোর্স থেকে শেখা শুরু করলে একদম পাকাপোক্ত ভাবে ধারনা নিয়ে বের হতে পারবে। সেটা নিয়ে মোটামুটি পূর্নাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো।

১) একটি পূর্নাঙ্গ মডিউল তৈরী করা: যেহেতু তুমি বিনামূল্যে শিখতে চাচ্ছো অবশ্যই তোমাকে একটি মডিউল তৈরী করে নিতে হবে, সেই মডিউল অনুযায়ী অনলাইনে রিসার্চ করে করে প্রত্যেকটা বিষয় জেনে নিতে হবে আর সেটার জন্য কোনো নির্দিষ্ট মডিউল না থাকলে আপনার টার্গেট ঠিক রাখতে পারবেন না।
২) উদ্দেশ্য ঠিক করা: তুমি পাইথন শিখে কি করতে চাও, কতটুকু শিখলে তোমার সেই লক্ষ অর্জন হবে তার একটা স্পষ্ট পরিকল্পনা করে ফেলতে হবে।
৩) বেসিক সিনট্যাক্স শিখুন: যেকোনো বিষয় শেখার সময় বেসিক জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শুরুতেই তুমি সিনট্যাক্স গুলো ভালো ভাবে শিখে ফেলতে হবে এবং প্রতিনিয়ত নতুন নতুন লাইব্রেরী, ফ্রেইম ওয়ার্কস ইত্যাদি আসতেছে তাই শিখে যেতে হবে:
বেসিক কনসেপ্ট:

print, variable, input, conditionals।
List, for loop, while loop, function, import Modules
Stack, Queue, Dictionary, Tuples, Tree, Linked List
Object, Class, Method and constructor, OOP- Inheritance
Search (Linear and Binary search), Sort (Bubble sort, Selection Sort),
Recursive function (factorial, Fibonacci series), Time Complexity (Linear, Quadratic, and Constant)
এডভান্স সিনট্যাক্স শিখুন: এর মানেই হচ্ছে তুমি প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রসেস শেখা শুরু করে দিলেন, এখানে রিয়েল লাইফে সফটওয়্যার কিভাবে তৈরী করতে হয় সেসব বিষয় এবং সিনট্যাক্স গুলো জানতে হবে:
এডভান্স কনসেপ্ট:

Database Basics : Basic SQL query, SQL Function, Relation database, Inner Join, Outer Join
Database framework, Connect to a database, create and insert data in multiple tables, Read data from tables.
API : API. Learn JSON, micro-service, Rest API
Numpy : Numpy এর সাথে পরিচিত হন এবং অনুশীলন করুন

৪) কোথায় থেকে শিখবে: পাইথনের ব্যাসিক এবং এডভান্স সিনট্যাক্স সবই বুঝলেন এখন কথা হচ্ছে শিখবে কোথায় থেকে, আশা করি নিম্নোক্ত রিসোর্স গুলো তোমাকে পাইথন শিখতে সাহায্য করবে।
পাইথন শেখার মোবাইল এপস:

Programming Hero

পাইথন শেখার জন্য ইউটিউব চ্যানেল:
1.Telusko
2.Programming with Mosh
3.freeCodeCamp.org
4.Stack Lear -Bangla.

পাইথন শেখার জন্য বই:

পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা - তামিম শাহরিয়ার সুবিন
Python Crash Course. Eric Matthes (No Starch Press, 2016)
Head-First Python, 2nd edition.
Invent Your Own Computer Games with Python, 4th edition.
Think Python: How to Think Like a Computer Scientist, 2nd edition.
এছাড়াও টিউটরিয়াল পড়ে যে বিষয়গুলি শিখবে সেগুলিকে নিয়মিত অনুশীলন করে যেতে হবে। আশা করি যদি , এই বিষয় গুলো খুটে খুটে শিখতে পারো তাহলে একদম নিজে নিজেই একজন পাইথন পোগ্রামার হতে পারবে।

এক দিনে দশ হাজার টাকা উপার্জন করা যায়, এইরকম ব্যবসা আছে কি?আপনি এক দিনে সর্বোচ্চ কত কিলোমিটার হাঁটতে পারবেন? ধরুন আপনি ন...
12/09/2022

এক দিনে দশ হাজার টাকা উপার্জন করা যায়, এইরকম ব্যবসা আছে কি?

আপনি এক দিনে সর্বোচ্চ কত কিলোমিটার হাঁটতে পারবেন? ধরুন আপনি নির্দিষ্ট একটি গন্তব্যে পৌঁছানোর জন্য দৈনিক ১৪ ঘন্টা করে হেঁটে যেতে চান। কিন্তু প্রথম দিনেই আপনি গন্তব্যের পথে ১৪ ঘন্টা হেঁটে যেতে পারবেন? উত্তর হচ্ছে না! কারণ, আপনি এখনো হাঁটায় পরিপক্ক হননি। তাহলে কি করতে হবে? আপনাকে প্রথম দিন থেকে যতটুকু সক্ষমতা থাকে হেঁটে যেতে হবে। এরপর ক্রমান্বয়ে যখন হাঁটতে থাকবেন, তখন একসময় ঠিকই দিনে ১৪ ঘন্টারও অধিক সময় ধরে হাঁটতে সমর্থ হবেন।

একদিনে দশহাজার নয়, লাখ টাকা উপার্জনেরও ব্যবসায় আছে। শুরু করেই যদি দিনে হাজার হাজার/লাখ লাখ টাকা উপার্জনের স্বপ্ন দেখেন তবে বলবো ঘুম থেকে উঠে সতেজ হয়ে নিন। বড় হতে হলে আগে ছোট হতে হবে। দিনে ১০০০ টাকা উপার্জন দিয়ে তো আগে ব্যবসায় শুরু করুন এরপর দক্ষতা এবং গুণাবলীর উপর নির্ভর করবে আপনি দিনে হাজার নাকি লাখ টাকা উপার্জন করবেন।

07/09/2022
হ্যাকিং শিখতে চাই। কিভাবে শিখব?শুরুর পূর্বে:হ্যাকিং এর ধরাবাধা কোন সিলেবাস নেই। আর ক্ষেত্রটা খুবই বিশাল। তবে শুরুতে যেই ...
05/09/2022

হ্যাকিং শিখতে চাই। কিভাবে শিখব?

শুরুর পূর্বে:

হ্যাকিং এর ধরাবাধা কোন সিলেবাস নেই। আর ক্ষেত্রটা খুবই বিশাল। তবে শুরুতে যেই বিষয়গুলো অবশ্যই জানা থাকা লাগবে :

-প্রোগ্রামিং :
এডভান্স হতে হবে এমন নয়। তবে নিজে থেকে অন্তত কিছু ছোট প্রজেক্ট যেন করতে পারেন তেমন

-আরও কোন প্রোগ্রামিং এর syntax বুঝতে পারেন - এমন হলে ভাল। কারণ সবাই তো একটা প্রোগ্রামিং লেঙ্গুয়েজ দিয়ে কোড করে না
-কম্পিউটার নেটওয়ার্কিং
-কমন নেটওয়ার্ক প্রটোকল গুলোর আদ্যোপান্ত
-অপারেটিং সিস্টেমের ধারণা - লিনাক্স বেজড + windows
-ওয়েব সাইট এর back end এ কাজ করার অভিজ্ঞতা
-ডাটাবেজ প্রোগ্রামিং

বাংলাদেশে সবচেয়ে বড় হ্যাকার কে?সবচেয়ে বড় হ্যাকার বলতে কিছু আমরা পাবো না।তবে বাংলাদেশে আমার জানা সাড়া ফেলানো কিছু লেজেন্ড...
05/09/2022

বাংলাদেশে সবচেয়ে বড় হ্যাকার কে?

সবচেয়ে বড় হ্যাকার বলতে কিছু আমরা পাবো না।

তবে বাংলাদেশে আমার জানা সাড়া ফেলানো কিছু লেজেন্ডারি হ্যাকার আছে, যেমনঃ

১. TIGER-M@TE : গুগল, মাইক্রোসফট সহ নানান বড় বড় সাইট হ্যাক করে মোট প্রায় ৭ লাখ এর মতো ওয়েবসাইট হ্যাক করেছে। ২০১১ তে হ্যাকিংয়ে বিশ্ব রেকর্ড করে সে। ptwusa, bikemanhattan, nolck, headborough, fanta kenya, yahoo, Google Malaysia, Google Bangladesh, inmotionhosting ইত্যাদি হ্যাক করেছে। সে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার।

২. Mr.GH05T : ট্রিকবিডির মতো ওয়েবসাইটও তার দ্বারা হ্যাক হয়েছে, আরও অনেক ওয়েবসাইট হ্যাকিংয়ের রেকর্ড আছে তার। সে সাধারনত Eagle Cyber Army গ্রুপের মেম্বার। (Grey hat hacker)

৩. Abdur Rahman Bikash "The A.R.B." : Bangladesh Elite Hackers নামের এক গ্রুপের CEO এবং একমাত্র এডমিন ছিল The A.R.B., গ্রুপটি বর্তমানে নেই। সে Pakistan Cricket Board সাইটের ভার্নাবিলিটি, Daily pakistan, Indira Gandi National Tribal Website, even Google Translate সহ অসংখ্য সাইটের ভার্নাবিলিটও খুজে পায় এবং ল্যামিংকৃত Yokai hackers দের অফিসিয়াল সার্ভার হ্যাক করে। ২০১৯ সালে সে অফিসিয়ালি তার পরিচয় প্রকাশ করে দেয়। সে একজন এথিক্যাল হ্যাকার।

Address

Thakurgaon
5004

Alerts

Be the first to know and let us send you an email when Emotional Damage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emotional Damage:

Share