Need - আমাদের অনলাইন উদ্যোক্তা পরিবার

  • Home
  • Bangladesh
  • Thakurgaon
  • Need - আমাদের অনলাইন উদ্যোক্তা পরিবার

Need - আমাদের অনলাইন উদ্যোক্তা পরিবার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Need - আমাদের অনলাইন উদ্যোক্তা পরিবার, Digital creator, Thakurgaon.

24/09/2024

✴️✴️৫০০✴️৫০০✴️৫০০✴️✴️
কেক বেকিং কোর্সে প্রথম ৫ জন পাবে বেসিক বেকিং কোর্সে ৫০০ টাকা ডিসকাউন্ট
প্রফেশনালভাবে কেক বানানো শিখুন
“Need Business Training ” ঠাকুরগাঁও !

কেক বানানো শিখে একজন উদ্যোক্তা হতে চান? তাহলে অবশ্যই এই কোর্সটি আপনার জন্য।আমরা আপনাদের দিচ্ছি কেক বানানো শিখে ব্যবসা শুরু করার সব ধরনের টিপস।এতে করে আপনিও হতে পারেন একজন উদ্যোক্তা।

✔️বেকিং সম্পর্কে যাদের কোন ধারণা নেই, বাসায় ওভেন নেই কিন্তু কেকের বিজনেস করতে চান তারা এই কোর্সটি করে ইন শা আল্লাহ বিজনেস শুরু করতে পারবেন। কেক বানাতে ওভেনের দরকার নাই ইনশাআল্লাহ এই কোর্স করে চুলাতেই পারফেক্ট ভাবে কেক বানাতে পারবেন। যারা বেকিং এ একদম নতুন অথবা ইউটিউব দেখে বারবার কেক বানাতে ব্যার্থ হয়েছেন এই কোর্সটি মূলত তাদের জন্য।

‼️এছাড়াও যারা এই সব কিছু অনলাইনে শিখতে চান তারা পুরো কোর্স পাচ্ছেন মাত্র ৫০০ টাকায়।সাথে পাবেন সাপোর্ট ক্লাস🫶

আমাদের এই কোর্সে যা যা শিখানো হবে :
- [ ] ভ্যানিলা কেক এর A To Z বানানো।
- [ ] চকলেট কেক এর A To Z বানানো।
- [ ] এছাড়াও আরো ৫ ফ্লেভারের কেক বানানোর রেসিপি।
- [ ] হোয়াইট চকলেট গানাস
- [ ] ডার্ক চকলেট গানাস।
- [ ] নজেল এর কাজ কিভাবে করতে হয় এবং মাত্র একটা নজেল দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের কাজ করতে হয় তা শিখানো হবে।
- [ ] এছাড়াও বিভিন্ন ধরনের নজেল এর কাজ।
- [ ] ক্রিম মেকিং।
- [ ] ক্রিম এ কালার মিশানো।
- [ ] ক্রিমের এবং নজেল এর কাজ হাতে ধরে শিখানো
- [ ] জার কেক বানানো
- [ ] হুইপ ক্রিম দিয়ে কেক কভরিংয়ের সঠিক নিয়ম।
- [ ] কেক সোফ্ট করার টেকনিক।
এছাড়াও থাকছে:
১টি কেক এর তৈরি করা থেকে শুরু করে ক্রিম মেকিং, ডিজাইন মেকিং,প্যাকিং এন্ড সেল এর সবধরেনের টিপস।
আরো থাকছে:
💶প্রোফেশনাল ভাবে কেক বিক্রির জন্য:
১/ কোথায় থেকে বেকিং এর সকল জিনিস কিনবেন।
২/ কোন ক্রিম ইউজ করলে কেক এর মান ভালো থাকবে এই ধরনের টিপস।
৩/ কিভাবে কেকের মূল্য নির্ধারণ করবেন।
৪/ কিভাবে প্যাকিং করে গ্রাহক কে প্রদান করবেন।
সকল ধরনের টিপস।
🚨বিশেষ আকর্ষণ=
১/ প্রতিটি স্টুডেন্টদের সার্টিফিকেট প্রদান।
২/ প্রতিটি স্টুডেন্টদের রেসিপি শিট প্রদান।
৩/ কোর্সে জয়েন এর পর থেকে লাইফ টাইম সকল ধরনের সুবিধা প্রদান ফেসবুক গ্রুপের মাধ্যমে।
৪/ ক্লাসে স্টুডেন্টরা যেগুলো কাজ নিজে করতে পারবে সেগুলো হলো: নিজের হাতে কেক বানানো,ক্রিম দিয়ে কেক কভারিং এবং নজেল এর কাজ।

বিঃ দ্রঃ: এই কোর্সটি যারা একবারে নতুন কিছু ধারণা নেই তাদের জন্য বেস্ট হবে কারণ এখানে কেক বানানোর বেসিক বিষয় থেকে শুরু হয়।
কোনো রান্নার শিক্ষক বা ইউটিউবার এই কোর্স এ জয়েন হবেন নাহ।
যারা আগ্রহী শুধু তারাই ম্যাসেজ করবেন অযাথা বিরক্ত করবেন নাহ।
আমাদের কোর্সে জয়েন এর নিয়েম:
১/ কোর্সে জয়েন হতে হলে প্রথমে ৪১০ টাকা বিকাশ করে আপনার সিট বুকিং করতে হবে।(অ্যাডভান্সের টাকা ফেরৎ যোগ্য নাহ )
২/ অ্যাডভান্সের বাকি টাকা ক্লাসের প্রথম দিন ক্লিয়ার করতে হবে।
কোর্স শুরুর তারিখ: সেপ্টেম্বর মাসের ২৭,২৮ এবং ২৯ তারিখ ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে কল করুন: 01791804949

আমাদের ঠিকানা:

হাজীপারা তিন তলা স্কুল,ঠাকুরগাঁও

31/08/2024

অফলাইনে এবং অনলাইনে কেক প্রশিক্ষণ ও ডেকোরেশন

অথচ আমি ভাবলাম আমার দু:খ বুঝি শেষ হলোলেকিন পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত🤣আমার দু:খ শেষ হোক না হোক এত কম টাকায় এত ভালো...
26/08/2024

অথচ আমি ভাবলাম আমার দু:খ বুঝি শেষ হলো
লেকিন পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত🤣

আমার দু:খ শেষ হোক না হোক এত কম টাকায় এত ভালো কেকের ট্রেনিং কিন্তু শেষ হয়ে যাবে,পরে আমার মত আফসোস করবেন

কেকের ট্রেনিং শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে ৩ দিনের জন্য,হাতে কলমে শিখানো হবে,দেরী না করে এক্ষুনি রেজিষ্ট্রেশন করে ফেলুন

Sanzida Sarmin
Need - আমাদের অনলাইন উদ্যোক্তা পরিবার
আমাদের অনলাইন উদ্যোক্তা পরিবার(Buy Or Sell Group)
অল্প পুজির ব্যবসা আইডিয়া

🍅কুশন ট্রেনিং🍎    🍓 সবজি কুশন🍏খুব শীগ্রই শুরু হতে যাচ্ছে আমাদের অনলাইন কুশন ট্রেনিং 🍓ভিডিওর মাধ্যমে ক্লাস নেয়া হবে🍓ফ্রি ...
28/07/2024

🍅কুশন ট্রেনিং🍎
🍓 সবজি কুশন🍏
খুব শীগ্রই শুরু হতে যাচ্ছে আমাদের অনলাইন কুশন ট্রেনিং

🍓ভিডিওর মাধ্যমে ক্লাস নেয়া হবে
🍓ফ্রি মাত্র ২০০ টাকা
🍓৪ রকমের কুশন বানানো শিখানো হবে
🍓ট্রেনিং শেষে অনলাইন সার্টিফিকেট পাবেন
🍓ট্রেনিং শেষে প্রাকটিস করার সময় ২ মাস পর্যন্ত ট্রেইনারের সাপোর্ট পাবেন
🍏ট্রেনিং শেষে আমাদের কাছে স্যাম্পল পাঠাবেন,সর্বোচ্চ সুন্দর নিখুত যার কাজ হবে তাদের মধ্যে প্রথম বিজয়ী পাবেন গিফট

আমার সকালের অটো পোস্টের জন্য আমি আন্তরিকভাবে দু:খিত।আমাদের অনলাইন উদ্যোক্তা পরিবার(Buy Or Sell Group) এর সকালের পোস্ট টা...
18/07/2024

আমার সকালের অটো পোস্টের জন্য আমি আন্তরিকভাবে দু:খিত।
আমাদের অনলাইন উদ্যোক্তা পরিবার(Buy Or Sell Group) এর সকালের পোস্ট টা অনাকাঙ্ক্ষিত ছিলো।অটো পোস্ট যেটা সাধারণত প্রতি সপ্তাহে আপনা আপনি গ্রুপে যায়।

বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে আমি নিজেও অনেক কষ্টে আছি
টাইমলাইন ভর্তি আমাদের ছোট ভাই,বোন/ ছেলেমেয়েদের র*ক্তাক্ত শরীর আমাকে সারারাত ঘুমাতে দেয়নি।

আমি আশা করছি খুব শীঘ্রই এই পরিস্থিতির অবসান হোক আর কোন শিক্ষার্থীর প্রান না ঝরুক,কোটা প্রথা বন্ধ হোক।

আমরা যেকোন পরিস্থিতিতে আপনাদের পাশে আছি,এই লড়াই আমার আপনার সকলের

আপনারা যারা এই বিষয়গুলা নিয়ে বিভিন্ন নিউজ জানতে পারছেন তারা আমাদের সাথে সেসব শেয়ার করেন,তবে তা যেন গুজব বা উস্কানিমূলক নাহয়।

দেশবাসী ও রাস্ট্রের জন্য যা কল্যানকর তাতে আমি আপনাদের সাথে আছি

দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রুপে সকল প্রকার সেলপোস্ট বন্ধ থাকবে।
কিন্তু সকল হেল্প পোস্ট এপ্রুভ করা হবে

আশা করি আমার লিখায় কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

#এডমিন
সানজিদা শারমিন সেতু

তোমাদের কি লজ্জা শরম নাই রে।আমি যা করি তোমাদের সাথে সাথে কপি করতে হয়।আমার নিজেরি লজ্জা লাগে তোমরা যেই কাজটা কপি করো সেটা...
14/07/2024

তোমাদের কি লজ্জা শরম নাই রে।আমি যা করি তোমাদের সাথে সাথে কপি করতে হয়।আমার নিজেরি লজ্জা লাগে তোমরা যেই কাজটা কপি করো সেটা কন্টিনিউ করতে।
আজ পর্যন্ত এমন কোন একটা প্রোগ্রাম নাই,কাজ নাই তোমরা কপি করোনি
তোমাদের নাম হওয়া উচিত ছিলো
এসো কপি....শিখি😠

আর না বলে পারলাম না।একটা লিমিট থাকা উচিত।ভাগ্যিস উদ্যোক্তা হবার পর আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছে।

আমার রাস্তাটা কঠিন তো অনেক বানাইলা তাতে কি আমার রিজিক তুমি নিতে পেরেছো,আমাকে যা সন্মান করে লোকে সেটা নিতে পেরেছো।
তবুও একটা সীমা থাকা উচিত

আল্লাহর ওয়াস্তে মাফ করো,আল্লাহ তায়ালা তোমাদের অনেক বুদ্ধি দিয়েছে।তোমাদের সুযোগ,সম্ভাবনা আমার চেয়েও অনেক বেশি।আমাকে কপি না করে নিজের মত কোন কাজ করো দেখবা অনেক কিছু করে ফেলছো

মনের ভিতর থেকে যাবে এই স্মৃতি গুলো
21/04/2024

মনের ভিতর থেকে যাবে এই স্মৃতি গুলো

স্মৃতি🎈♥️
21/04/2024

স্মৃতি🎈♥️

অনলাইন এবং অফলাইন পত্রিকা
21/04/2024

অনলাইন এবং অফলাইন পত্রিকা

21/04/2024

ধন্যবাদ

Address

Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when Need - আমাদের অনলাইন উদ্যোক্তা পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Need - আমাদের অনলাইন উদ্যোক্তা পরিবার:

Share