ইঞ্জিনিয়ারিং এডুকেশন ক্লাসরুম

ইঞ্জিনিয়ারিং এডুকেশন ক্লাসরুম Computer Training Centre
Here all the descriptions of IT support are completed. Our Address: North of Taskin Super Market Office Election Thakurgaon.

Lifetime support is provided for certification and freelancing after completion of the policy.

স্ক্যাফোল্ডিং (Scaffolding)দেয়াল বা কাঠামো নির্মাণের সময় নির্মাণকাজের উচ্চতা ১.৫ মিটারের অধিক হলে প্রয়োজনীয় মালামাল ও যন...
27/03/2023

স্ক্যাফোল্ডিং (Scaffolding)
দেয়াল বা কাঠামো নির্মাণের সময় নির্মাণকাজের উচ্চতা ১.৫ মিটারের অধিক হলে প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতি নিকটে রেখে কাজ করার জন্য ধাতু, কাঠ বা বাঁশ নির্মিত যে অস্থায়ী মাচা তৈরি করা হয় তাকে স্ক্যাফোল্ডিং বলে। এ অধ্যায়ে স্ক্যাফোল্ডিং সম্পর্কে আলোচনা করা হলো।

স্ক্যাফোল্ডিং
একটি অস্থায়ী কাঠামো যার সাহায্যে কোনো ব্যক্তি কোনো স্থানে নির্মাণকাজ পরিচালনা করতে পারে। অন্য কথায় স্টিল, এলুমিনিয়াম টিউব, বাঁশ ইত্যাদি ক্লিপ বা রশি দিয়ে কোনো উঁচু স্থানে কাজ করতে যে একটি অস্থায়ী ফ্রেম বা মাচা তৈরি করা হয় এবং যেটি কাজ করার জন্য নিরাপদ প্লাটফরম হিসেবে কাজ করে তাকে স্ক্যাফোল্ডিং বলে।

স্ক্যাফোল্ডিং তৈরির মালামাল
স্ক্যাফোল্ডিং তৈরি করতে নিম্নলিখিত মালামাল ব্যবহৃত হয়-

স্টিলের টিউব এবং স্ক্যাফোল্ডিং ফিটিংস

এলুমিনিয়ামের টিউব এবং স্ক্যাফোল্ডিং ফিটিংস

কাঠের তক্তা

বাঁশ

রশি

হেরিং বোন বন্ড (HBB) রাস্তা পরিদর্শন।
27/03/2023

হেরিং বোন বন্ড (HBB) রাস্তা পরিদর্শন।

প্রশ্নঃ-একটি ইনজেকটরের পাঁচটি অংশের নাম লিখ?উত্তর=১। Nozzle, ২। Nozzle Valve, ৩। Nozzle Valve Spindle, ৪। Nozzle Valve S...
25/03/2023

প্রশ্নঃ-একটি ইনজেকটরের পাঁচটি অংশের নাম লিখ?
উত্তর=
১। Nozzle,
২। Nozzle Valve,
৩। Nozzle Valve Spindle,
৪। Nozzle Valve Spring,
৫। Pressure Adjusting Screw.

25/03/2023

# কি আস্পর্ধা! - How dare !
# কি দুঃখ! - What a pity!
# কি বাজে বকো! - What nonsense!
# কি বুদ্ধি! - What an idea!
# কি ভীষণ/ কি ভয়ানক! - How terrible!
# কি মিষ্টি! - How sweet!
# কি লজ্জার কথা! - What a shame!
# নিচে যাও - Go down.
# নিশ্চয়ই! - Of course!
# নেমে যাও/ নামো - Get down.
# বলো - Speak.
# এখনি যাও - Go at once.
# এখান থেকে চলে যাও - Go away.
# এখানে অপেক্ষা কর - Wait here.
# এখানে থামো - Stop here.
# এটাকে ভেঙো না - Don’t break it.
# এদিকে এসো - Come here.
# এদিকে দেখো - Look here.
# ওরে বাবা! - Oh dear!
# কখনই নয় - No, not at all.
# কি লজ্জার কথা! - What a shame!
# কি সুন্দর! - How lovely!
# কেন হবেনা? / কেন নয়? - Why not?
# খুব খুশির খবর! - How joyful!
# খুব দুঃখের ব্যাপার! - How sad!
# খুবই সুন্দর! - Excellent!
# চুপ কর - Keep quiet.
# চুপ করুন! - Quiet please/ please keep quiet!
# ছিঃ খুব পরিতাপের বিষয়! - How disgraceful!
# ছিঃ! - How disgusting!
# ঠিক আছে - It’s all right.
# ঠিক আছে - It’s fine.
# ঠিকই তো! - Yes, it is!
# তাই নাকি! - Is it so!
# তাড়াতাড়ি কর/ চল! - Hurry up!

25/03/2023

প্রশ্নঃ- UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?
উত্তর= UPVC - (Unplasticized Polyvinyl Chloride) ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়। কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। অপরদিকে, PVC- (Plasticized Polyvinyl Chloride) ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।

প্রশ্নঃ-ট্যাপেট ক্লিয়ারেন্স বলতে কী বোঝায়?উত্তর= Valve Tip ও Rocker Tip এর মধ্যবর্তী ফাঁকাস্থানকে ট্যাপেট ক্লিয়ারেন্স বা...
25/03/2023

প্রশ্নঃ-ট্যাপেট ক্লিয়ারেন্স বলতে কী বোঝায়?
উত্তর= Valve Tip ও Rocker Tip এর মধ্যবর্তী ফাঁকা
স্থানকে ট্যাপেট ক্লিয়ারেন্স বা Tappet Clearance বলে।

প্রশ্নঃ-ট্যাপেট ক্লিয়ারেন্স কেন রাখা হয়?
উত্তর= ইঞ্জিন চলাকালীন তাপে বর্ধিত Valve Stem এর জন্য বাড়তি জায়গার প্রয়োজন হয় তাই ট্যাপেট ক্লিয়ারেন্স রাখা হয়।

25/03/2023

প্রশ্নঃ-ব্লিডিং কি ও লেইটেন্স কি?
উত্তর= ব্লিডিংঃ-কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে পড়াকে ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট এ হানিকম্ব ও হেয়ার crack দেখা দিতে পারে।

লেইটেন্সঃ- কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে, কখনও কখনও ঢালাইয়ের উপরের অংশে ফেনার মত দেখা যায়, একে লেটেন্স বলে।

24/03/2023

প্রশ্নঃ-বাংলাদেশ রেলওয়েতে বিদ্যমান রেলওয়ে গেজ কয়টি? (BD RAILWAY)
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি

24/03/2023

প্রশ্নঃ-রকার আর্মের কাজ কী?
উত্তর= রকার আর্ম লিভারের ন্যায় কাজ করে। এটি Cam lobe, Valve lifter ও Push rod দ্বারা Pivot প্রান্তে ধাক্কা প্রাপ্ত হয়ে Rocker Tip প্রান্ত দ্বারা ভালভ স্টেমকে Depress করে ভালভ ওপেন করে।

24/03/2023

প্রশ্নঃ- কার্বোরেটর বলতে কি বুঝায়?
উত্তর= কার্বোরেটরকে পেট্রোল ইঞ্জিনের হার্ট বলা হয়। ইহা ইঞ্জিনের চাহিদা অনুযায়ী বিভিন্ন অনুপাতে Air fuel Mixture তৈরী করে ইঞ্জিন সিলিন্ডারে সরবরাহ করে।

24/03/2023

প্রশ্নঃ বাম্পিং ক্লিয়ারেন্স কী?
উত্তর= পিস্টন TDC তে অবস্থান কালে উহার Top Level হতে সিলিন্ডার হেডের তলা পর্যন্ত মধ্যবর্তী
স্থানের দূরত্বকে Bumping Clearance বলে।

20/03/2023

প্রশ্নঃ প্ল্যান্টের রেটেড ক্যাপাসিটি কী?
উত্তর=কোন বিদ্যুৎ প্রকল্পের সর্বোচ্চ শক্তি উৎপাদন ক্ষমতাই হচ্ছে ঐ প্ল্যান্টের রেটেড ক্যাপাসিটি।

Address

Thakurgaon

Telephone

+8801761303222

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইঞ্জিনিয়ারিং এডুকেশন ক্লাসরুম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইঞ্জিনিয়ারিং এডুকেশন ক্লাসরুম:

Share