Tapan Malakar

Tapan Malakar Tapan Malakar is ready to give to full computer and freelancing service.

With বৈরচুনা নিউ মডেল কেজি স্কুল – I just got recognized as one of their top fans! 🎉
06/12/2024

With বৈরচুনা নিউ মডেল কেজি স্কুল – I just got recognized as one of their top fans! 🎉

28/07/2023

Adap and Nomoskar Everyone.Welcome to my new page.Please follow and stay with this page.

28/07/2023

ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং কি এবং এটির প্রয়োজনীয়তাই বা কি? এই প্রশ্নটি এখন সবার। উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবাই এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চায়। বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং এর যুগ। এখন ঘরে বসে অনলাইনে কেনা কাটা থেকে শুরু করে, অনলাইনে ইনকাম করা সবটাই এই ডিজিটাল মার্কেটিং এর ওপর নির্ভর করে।

ডিজিটাল মার্কেটিং বলতে মানুষ মূলত সোশ্যাল মিডিয়ায় পন্যের বিজ্ঞাপনকেই বুঝে। কিন্তু আসলে ব্যাপারটা কি তাই? আসুন আজকের এই আর্টিকেল থেকে আমরা জানার চেষ্টা করি, ডিজিটাল মার্কেটিং কি এবং এর সাথে আরো কি কি ব্যাপার জড়িত আছে।

ডিজিটাল মার্কেটিং এর ধাপগুলোই বা কি? কি কি উপায়ে ডিজিটাল মার্কেটিং করা যায়? এই সব বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। কথা না বাড়িয়ে আসুন জেনে নেই ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।

বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।

এতো গেল ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর ধাপগুলো কি কি? কখনো কি ভেবে দেখেছেন, এই ধাপগুলো কি হতে পারে? আসুন আমরা এবার এই ধাপগুলো সম্পর্কে জেনে নেই।

ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ
ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন। নিচের লিস্টে আপনি সব থেকে গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ সম্পর্কে জানতে পারবেন। আসুন লিস্টটা দেখে নেই।

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
কন্টেন্ট মার্কেটিং
সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম
এফিলিয়েট মার্কেটিং
ইমেইল মার্কেটিং
ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
সিপিএ মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনা কাটা করে থাকে।

28/07/2023

আমি Success Biz Family থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স করতেছি। ইতিমধ্যে আমি বেসিক ট্রেনিং ও লেভেল ১ Complete করেছি।এখানে স্যার আপুদের ব্যাবহার সময় মেন্টেইন সব কিছুই আমায় খুব ভালো লেগেছে।তাছারা স্যার দের বুঝানোর ধরন খুব চমৎকার। কোনোকিছু বুঝে না থাকলে সেটা বার বার বুঝিয়ে দেন তাতে সামান্য বিরক্তবোধও হন না।যেদিন ক্লাস হবে আগেই ফোন করে জানিয়ে দেওয়া হয়।মেন্টর রা অনেক সুন্দর ভাবে কেয়ার নেন।Success Biz Family একটি সাজানো গুছানো প্লাটফর্ম। যেখানে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় স্টুডেন্টদের।আমার জানা মতে এই রকম প্লাটফর্ম হতে পারে না।

28/07/2023

বেকারত্ব একটি সামাজিক ব্যাধি অথবা সংকট। ইংরেজি আনএমপ্লোয়মেন্ট (Unemployment) শব্দটি থেকে বেকারত্ব শব্দটি এসেছে। একজন মানুষ যখন তার পেশা হিসেবে কাজ খুজে পায় না তখন যে পরিস্থিতির হয় তাকে বেকারত্ব বলে।এই বেকারত্ব দুরিকরনে ডিজিটাল মার্কেটিং এমন একটি ডিজিটাল মাধ্যম হতে পারে সমস্যার সমাধান।ডিজিটাল মার্কেটিং হল এমন একটি মার্কেটিং পরিকল্পনা, যার সাহায্যে একজন ব্যবসায়ী ইন্টারনেট পরিষেবার মাধ্যমে অনলাইনে তার ব্যবসার প্রসার ও প্রচার ঘটাতে পারেন।

এই ধরণের মার্কেটিং এর সাহায্যে আপনি অনলাইন-এ আপনার ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন করে সোশ্যাল মিডিয়া, ব্লগ, ইউটিউবের চ্যানেল ইত্যাদি বিভিন্ন মাধ্যম গুলো ব্যবহার করে আপনার সুবিধা মতো ব্যবসা চালিয়ে যেতে পারেন এবং নিয়মিত ব্যবসার প্রচার করে গ্রাহক পেতে থাকবেন।

07/05/2023

একটি সৃজনশীল প্রশ্নে ৮.৫/৯ মার্ক পাওয়ার জন্য কিছু টেকনিক ফলো
করতে পারো

১)যেহেতু ১১টা সৃজনশীল এর মধ্যে ৭টা মাত্র সৃজনশীল লিখতে হবে তাই হাতে অনেক অপসন থাকবে তাই যে চারটা ভালো পারবা সেই চারটা উত্তর করবা।
২) সৃজনশীল লেখার ক্ষেত্রে ক ও খ নম্বর দুটিতে বানিয়ে লেখার কোন সুযোগ নেই তাই প্রশ্নে ঠিক যা চাইবে তাই লিখবা এখানে তুমি কয় লাইন লিখলা তার উপর কিন্তু নম্বর দেবে না তুমি কি লিখলা সেটার উপর নম্বর দেবে।
৩)একটি সৃজনশীল এ নম্বর পাওয়ার ক্ষেত্রে ক ও খ নম্বরের গুরুত্ব অপরিসীম কেননা একজন শিক্ষক সৃজনশীল দেখার ক্ষেত্রে ক ও খ নম্বরে কি লিখছে সেটার উপর নির্ভর করে নম্বর দেয়।
৪) হাতের লেখা ভালো হলে সৃজনশীল এ সর্বোচ্চ নম্বর তোলা সম্ভব। তাই সৃজনশীল লেখার ক্ষেত্রে হাতে লেখার ওপর জোর দিবা। তবে হ্যাঁ সময় এর দিকে খেয়াল রেখোএমন যেন না হয় একটা সৃজনশীল লিখতে গিয়ে ৩০/৩৫ মিনিট লেগে গেলো।
৪)একটি সৃজনশীল লেখার ক্ষেত্রে ক ও খ নম্বর ১/১.৫ পৃষ্ঠা, গ নম্বর ২/২.৫ পৃষ্ঠা আর ঘ নম্বর ৩/৩.৫ পৃষ্ঠা লিখতে পারো তবে হ্যাঁ প্রথম দুটি সৃজনশীল ৫০ মিনিটের মধ্যে শেষ করে ফেলবা।
৫)প্রতি পৃষ্ঠা পরপর লেখার নিচে P.T.O লিখতে পারো।
এর জন্য তুমি একষ্ট্রা কোন নম্বর না পেলেও এটা খাতার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং শিক্ষকের অর্থাৎ যিনি খাতা দেখবেন তার দৃষ্টি আকর্ষণ করবে।
৬) শেষকথা পরীক্ষা কেন্দ্র অবশ্যই হাতে ঘড়ি নিয়ে যাবা।সময় এর দিকে খেয়াল রেখে কাজ করবা এমন যেন না হয় সময়ের জন্য কোন প্রশ্ন রয়ে গেল।
সম্পূর্ণ লিখে আসতে হবে।
৭) নিজের উপর কনফিডেন্স রেখে লেখা শুরু করবা তাহলে দেখবা সবকিছুই ভালো হচ্ছে।

ধন্যবাদ সবাইকে ❤️
শুভকামনা রইল ❤️
❤️Copy post❤️

07/05/2023

Good Morning

11/04/2023
আমি হারবার আইটিতে ডিজিটাল মার্কেটিং এ লেবেল ওয়ান এ কোর্স শুরু করেছি।সবাই দোয়া ও আশির্বাদ করবেন আমি যেন সফল ভাবে কোর্সটি ...
08/04/2023

আমি হারবার আইটিতে ডিজিটাল মার্কেটিং এ লেবেল ওয়ান এ কোর্স শুরু করেছি।সবাই দোয়া ও আশির্বাদ করবেন আমি যেন সফল ভাবে কোর্সটি সম্পন্ন করতে পারি।

30/03/2023

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

Address

Bairchuna
Thakurgaon
5110

Telephone

+8801314479822

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tapan Malakar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tapan Malakar:

Share