
08/08/2025
০৮ জুলাই ২০২৫
মৃত্যু
লেখা: মুহাম্মদ বাদল
মৃত্যু ! মৃত্যু সে তো জীবনের এক অনিবার্য পরিণতি । সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য ।
কিন্তু এই অনিবার্য পরিনতি নিয়ে আমরা কি একটুও ভাবছি ?
আমরা কি ভাবছি যখন জন্মেছি মৃত্যু তো আমার হবেই । সেটা হতে পারে এই মুহূর্তে , আগামী দিন কিংবা তারপরের দিন ।
মৃত্যু সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, “ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমার নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কেয়ামতের দিন পাবে…।”
(সূরা আলে ইমরান আয়াত - ১২৫ ; সূরা আন কাবুত আয়াত - ৫৭)
আমরা যে কোন পরীক্ষার আগে কত পরিশ্রম করি বলুন, দৈনন্দিন এতো এতো ক্লাস, পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা আরো কত কি !
এসব নিশ্চয়ই করে থাকি একটা ভালো ফলাফলের জন্য ।
কিন্তু মৃত্যু পরবর্তী ফলাফলের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু ?
যেদিন আমাদের দুনিয়াবী সকল কর্মের ফলাফল ঘোষণা করবেন স্বয়ং আল্লাহ সুবহানুওয়া তা’য়ালা নিজেই ।
দুনিয়ার মোহ মায়ায় পড়ে, দুনিয়ার চাকচিক্য দেখে কতটুকু আমরা স্মরণ করি মৃত্যুর কথা ?
মৃত্যু তো আমাদের কলিংবেল কিংবা পূর্ব সতর্কবার্তা দিয়ে কাছে আসবে না , মৃত্যু তো আসবে আকস্মিকভাবে ।
এইতো সেদিনের ফাইটার জেট দুর্ঘটনার (২১ জুলাই ২০২৫) কথা ভাবুন না …
তৌকিকুল ইসলাম সাগর ভাই নিশ্চয়ই ভাবেননি তিনি হঠাৎ এভাবে মারা যাবেন ।
মাইল স্টোনের সেই ছোট্ট শিশু গুলোর কথা একবার ভাবুন, নিশ্চয়ই সকালবেলা তাদের পিতা-মাতা তাদেরকে সুন্দর মতো সাজিয়ে স্কুলে পাঠিয়েছিলেন । তারা নিশ্চয়ই ভাবেননি তাদের এই কোমলমতি শিশু গুলো এই অল্প বয়সেই পাড়ি জমাবেন পরপারে ।
আসলে জীবন - মৃত্যু দুটোই আল্লাহর হাতে । আপনি আমি কখন মারা যাবো সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন । আর কেউ না ।
বুখারী শরীফের ৬৪১৬ নম্বর হাদিসে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন দুনিয়াতে এভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির বা পথিক ।”
অথচ দুনিয়াতে আমরা এমন ভাবে বসবাস করছি যেন আমরা চিরস্থায়ী । আমরা এমন ভাবে চলাফেরা করছি যেন আমাদের কোন মৃত্যু নেই । কি করবেন বলুন হঠাৎ করেই যদি মৃত্যুটা চলে আসে ?
আমরা মানুষ আমাদের মৃত্যুবরণ করতেই হবে । আমাদের পূর্ববর্তীরা মৃত্যুবরণ করেছেন , আমাদের পরবর্তী রাও মৃত্যুবরণ করবেন এবং আমাদের কেউ মৃত্যুবরণ করতে হবে ।
Wikipedia এর এক তথ্য মতে, একবিংশ শতাব্দীর শুরুতে বছরে প্রায় ৫ কোটি ৬০ লাখ ব্যক্তির মৃত্যু হতো এবং ২০২২ সালের হিসাব অনুযায়ী প্রায় ১১ হাজার কোটি মানুষের মৃত্যু হয়েছে যা পৃথিবীতে আসা মোট মানুষের ৯৪ শতাংশ ।
তাহলে কিসের এত অহংকার বলুন ?
আপনাকে-আমাকে মৃত্যুবরণ করতে হবে এটাই চূড়ান্ত সত্য । তাই শুধু দুনিয়ার মোহে না পড়ে থেকে আখিরাতের সমান জোগাড় করুন ।
“ জীবনের প্রদীপ জ্বলবেনা চিরতরে,
সকলকেই দিতে হবে পারি পরপারে । ”