বিষ্ণু চন্দ্র বর্মন

বিষ্ণু চন্দ্র বর্মন bekar

নবীগঞ্জে পিতার হাতে কন্যা হ*ত্যা: পিতা আটকহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজের মেয়েকে হত্যা করার অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্...
30/10/2025

নবীগঞ্জে পিতার হাতে কন্যা হ*ত্যা: পিতা আটক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজের মেয়েকে হত্যা করার অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, মতিলাল দাশ নামে এক ব্যক্তি তাঁর মেয়ে পূর্ণিমা রানী দাশ (২৫)-কে হত্যা করেছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিতা মতিলাল দাশকে আটক করে। মেয়ের মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ণিমা রানী দাশকে দুইবার বিয়ে দেওয়া হয়েছিল। তবে কোনো বিয়েই টিকিয়ে রাখতে পারেননি তিনি। দুই সন্তানের জননী হওয়া সত্ত্বেও অন্য ছেলেদের সঙ্গে মোবাইলে কথা বলা ও দেখা করার বিষয়টি তার স্বামী মেনে নিতে পারেননি। তাই স্বামী পূর্ণিমাকে বাবার বাড়িতে রেখে যান।

বাড়িতে ফিরে এসেও পূর্ণিমা একই আচরণ চালিয়ে যান। কয়েকদিন আগে তিনি সন্তানদের রেখে এক যুবকের সঙ্গে ঢাকা পালিয়ে যান। পরবর্তীতে সেই যুবক কয়েকদিন পর তাঁকে আবার বাড়ি পাঠিয়ে দেয়।

এ ঘটনায় পিতা মতিলাল দাশ মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েন। তিনি একজন ধার্মিক ব্যক্তি, নিয়মিত গীতা পাঠ ও কীর্তন করতেন। মেয়ের এমন আচরণে পাড়া-প্রতিবেশীদের তিরস্কার ও অপমান সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বে তারা ৮ নাম্বার স্টারঅথচ বাংলাদেশ তাদের মূল্য বুঝলো না!গ্রেপ্তার করে ফেললো!😭
20/10/2025

বিশ্বে তারা ৮ নাম্বার স্টার
অথচ বাংলাদেশ তাদের মূল্য বুঝলো না!
গ্রেপ্তার করে ফেললো!😭

20/10/2025

বরগুনার মিন্নির জন্য স্বামী+প্রেমিক খু*ন!মিন্নি বেঁচে আছে! জগন্নাথের ছেলে খু*ন,ছাত্রীর প্রেমিকের জেল/ফাঁ*সি হবে! কিন্তু ঐ মেয়ের একটা লো*ম ও ছিঁড়বে না!নতুন প্রেমিক-স্বামী পাবে,সংসার করবে..!

সাত ঘন্টায় আগুনের তীব্রতা বেড়েছে বহু গুণে। যে কোন সময় ভবনটি ধ্বসে পড়ার আশঙ্কা 💥💥💥ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছ...
16/10/2025

সাত ঘন্টায় আগুনের তীব্রতা বেড়েছে বহু গুণে। যে কোন সময় ভবনটি ধ্বসে পড়ার আশঙ্কা 💥💥💥

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী, বিমানবাহিনী এবং সিইপিজেডের সেনাবাহিনীর টিমও।
ভগবান সবার মঙ্গল করুক

নাজিরহাটে বৃদ্ধ রিকশাচালককে মারধর করেছে যুবক
16/10/2025

নাজিরহাটে বৃদ্ধ রিকশাচালককে মারধর করেছে যুবক

স্পিরিড (বাংলা মদ)খেয়ে মারা গেলো ৬ জন। চুয়াডাঙ্গা জেলার কিছু ব্যবসায়ী তাদের ব্যাবসা বানিজ্য সফলতা আসায় একটা পার্টির আয়ো...
13/10/2025

স্পিরিড (বাংলা মদ)খেয়ে মারা গেলো ৬ জন।
চুয়াডাঙ্গা জেলার কিছু ব্যবসায়ী তাদের ব্যাবসা বানিজ্য সফলতা আসায় একটা পার্টির আয়োজন করে সেখানে ১০-১২ জন মিলে স্পিরিট নামে বাংলা মদ আনা হয়। প্রথমে খাওয়ার পর কোনো নেশা না হওয়ায় কয়েকজন অতিরিক্ত খেয়ে ফেলে , আর তার কিছুক্ষণ পরেই একে একে অসুস্থ হওয়া শুরু করে। হসপিটাল নেয়ার পরেও একে একে মারা গেলো ৬ জন। আনন্দঘন মুহূর্ত হয়ে উঠল বিষাদ ময় 😢 যারা মা*রা গেছে তাদের পরিবারের জন্য সমবেদনা, যারা বেচে আছে তাদের সুস্থতা কামনা করছি। দয়া করে বাংলা মদ খাওয়া থেকে বিরত থাকুন 🙏

ছবিতে কাঁদতে থাকা এই ব্যক্তি হলেন একটি বানর এবং হাঁসের মালিক।তারা জন্ম থেকেই ভাল বন্ধু ছিল। বানরটি যখন মাটিতে একটি বৈদ্য...
12/10/2025

ছবিতে কাঁদতে থাকা এই ব্যক্তি হলেন একটি বানর এবং হাঁসের মালিক।
তারা জন্ম থেকেই ভাল বন্ধু ছিল। বানরটি যখন মাটিতে একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসল এবং বিদ্যুতায়িত হয়ে পড়ল তখন হাঁসটি চারপাশে খেলা করছিল।
হাঁসটি বানরটির চি/ৎকা/র শুনেছিল এবং বানরের কাছে এসে তারটি সরিয়ে ফেলে তাকে সাহায্য করার চেষ্টা করেছিল, ফলপ্রসূতে সেও বৈদ্যুতিক সংযোগে চলে আসে।।
দু'জনেই জন্মগ্রহণ করেছিল সেরা বন্ধু হয়ে এবং মৃ/ত্যুও তাদের আলাদা করতে পারেনি?এমন বন্ধুত্বের কাছে হার মানে মানুষ।🙂

বি.দ্র. এটা কয়েকবছর আগের ঘটনা।

12/10/2025

কারো জীবনের সমস্যার কারণ খোজার আগে ভেবে নিবেন, আপনিই সেই সমস্যার কারণ কিনা 😅😅😪

12/10/2025

সোনার দাম যতই বাড়ুক, বিচির দাম বিট করতে পারবে না! Chill Boys.😌

ভগবান এতো নিষ্ঠুর কেনো তুমি?😭সত্যিই কষ্টে বুকটা ফেঁটে যাচ্ছে আমার বাচ্চাটার কথা ভেবে, এতো ছোট্ট একটা বাচ্চা, যার পৃথিবীট...
11/10/2025

ভগবান এতো নিষ্ঠুর কেনো তুমি?😭
সত্যিই কষ্টে বুকটা ফেঁটে যাচ্ছে আমার বাচ্চাটার কথা ভেবে, এতো ছোট্ট একটা বাচ্চা, যার পৃথিবীটা ছিল শুধু মায়ের কোলে... আজ সেই মায়ের মুখটা নিঃশ্বাসহীন হয়ে পড়েছে 💔

বোনটা ব্রেইন স্ট্রোক করে মা‼️রা গেছে। বাচ্চাটাকে দেখে সত্যি খুব খুব মায়া লাগতেছে এত ছোট বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে 😭ভগবান এতো নিষ্ঠুর হতে পারে কিভাবে? 😭

বাবারে তোর ঘরে দশজন দা*সী*র জায়গা হয়, আমার জায়গা হয় না। 😭
10/10/2025

বাবারে তোর ঘরে দশজন দা*সী*র জায়গা হয়, আমার জায়গা হয় না। 😭

এই দেশের থেকে কিছুই আশা করি না কখোনো!!নির্বোধের দল!!গোপালগঞ্জের, শুকতাইল ইউনিয়নে মধুমতি নদীর পাড়ে একটি শুশুক চলে এসেছিল....
10/10/2025

এই দেশের থেকে কিছুই আশা করি না কখোনো!!
নির্বোধের দল!!
গোপালগঞ্জের, শুকতাইল ইউনিয়নে মধুমতি নদীর পাড়ে একটি শুশুক চলে এসেছিল.

আশপাশের লোকজন সেই শুশুকটিকে মেরে ফেলেছে। আনন্দে ভাসছে লোকজন!!

বাংলাদেশে যাকে শুশুক বলা হয়,, সেটি মূলত Irrawaddy Dolphin ,এটি একটি বিরল প্রজাতির ডলফিন, ,যা বিশ্বের অল্প কয়েকটি দেশে পাওয়া যায় যেমন বাংলাদেশ, ,মিয়ানমার, কম্বোডিয়া, ,ভারত ও ইন্দোনেশিয়া।

বাংলাদেশে শুশুকের প্রধান আবাসস্থল হলো বঙ্গোপসাগর এবং সুন্দরবনের নদীনালা ও মোহনা অঞ্চলগুলো।।
এছাড়া পদ্মা, মেঘনা, যমুনা ও মধুমতি নদীসহ বড় বড় নদীগুলোতেও মাঝে মাঝে শুশুক দেখা যায়, বিশেষ করে যখন সাগর ও নদীর পানির প্রবাহ একে অপরের সঙ্গে মিশে যায়।।
এদের কে বাচানে উচিত কারন এরা কারও ক্ষতি করে না।।

Address

Rangpur
Thakurgaon
5100

Telephone

+8801770967371

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিষ্ণু চন্দ্র বর্মন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিষ্ণু চন্দ্র বর্মন:

Share