বিষ্ণু চন্দ্র বর্মন

বিষ্ণু চন্দ্র বর্মন bekar

ইউটিউব দেখে লেবুর খোসার ক্যান্ডি বানাতে গেলাম আমার মাগো!।🥺🥺মা বললো তিতা লাগবে খেতে পারবা না আমার মাগো! ত্যারামি করে বানা...
15/07/2025

ইউটিউব দেখে লেবুর খোসার ক্যান্ডি বানাতে গেলাম আমার মাগো!।🥺🥺
মা বললো তিতা লাগবে খেতে পারবা না আমার মাগো! ত্যারামি করে বানাতে গেলাম আমি মাগো!
২ টি লেবু আর ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে বানালাম আমি মাগো!
বানানো শেষ হলে মুখে দিলাম আমি মাগো!
আমার মুখটা তিতা তে জ্বলে গেলো মাগো!
পেটে অসাধারণ একটা মোচর দিলো মাগো!
আমার ওয়ান থার্ড কাপ চিনি কই গেলো মাগো!
মায়ের ভয়ে এখন আমি পলাতক আমার মাগো!
( ঘর থেকে বের হলেই তো বকবে আমার মা গো)😑😑
2

©

ankush hazra new look 🥰
13/07/2025

ankush hazra new look 🥰

যাক অবশেষে মূল অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছেন তারা।
13/07/2025

যাক অবশেষে মূল অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছেন তারা।

দুইজন অনলাইন টিচার ক্লাস চলাকালীন সময়ে ভুলবশত নিজেদের মধ্যে মি*লিত হয়েছে সেইটা আসলে চিন্তার একটা বিষয়।কিন্তু তার থেকে...
10/07/2025

দুইজন অনলাইন টিচার ক্লাস চলাকালীন সময়ে ভুলবশত নিজেদের মধ্যে মি*লিত হয়েছে সেইটা আসলে চিন্তার একটা বিষয়।

কিন্তু তার থেকেও চিন্তার বিষয় হচ্ছে এরা দুইজন অবিবাহিত এবং একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তাহলে বুঝতে পারতেছেন দেশের বিশ্ববিদ্যালয় গুলোর কি অবস্থা?
আবার মেয়েটি ধ*র্মিয় লে*বাসধারী এক ভ*ন্ড।

বর্তমান কালচারের সাথে আপনি ভবিষ্যতে
না দিতে পারবেন একজন ভালো বাবা,
না দিতে পারবেন একজন ভালো মা ,
আর না দিতে পারবেন একজন ভালো শিক্ষক!!
সংগ্রহীত

ভাইয়ের লাশ নিয়ে ফিরছিলেন বাড়িতে, পথে প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়...সংক্ষিপ্ত জীবন, সীমাবদ্ধ সময়।
06/07/2025

ভাইয়ের লাশ নিয়ে ফিরছিলেন বাড়িতে, পথে প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়...
সংক্ষিপ্ত জীবন, সীমাবদ্ধ সময়।

🤍🤍
02/07/2025

🤍🤍

29/06/2025

বিশ্বের প্রায় ৮০০ কোটি মানুষের মধ্যে ১ জনের শরীরে খুঁজে পাওয়া গেল নতুন রক্তের গ্রুপ, G নেগেটিভ!

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে বাবার বাড়িতে বেড়াতে আসা হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আল...
28/06/2025

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে বাবার বাড়িতে বেড়াতে আসা হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৭ জুন) বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত বিএনপি নেতা ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।
অভিযোগে ওই নারী জানান, তিনি গত ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ফজর আলী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।
ভুক্তভোগীর চাচি শ্বরসতী বর্মন বলেন, ‘পাশের বাড়িতে আমাদের হিন্দু সম্প্রদায়ের একটি পুজো চলছিল।
আমি ঘর থেকে সেখানে যাব এমন সময় পাশের আরেক বাড়িতে কিছু শব্দ শুনতে পাই। আমি ভয়ে সেখান থেকে দৌড়ে গিয়ে পূজোর অনুষ্ঠান থেকে লোকজন ডেকে নিয়ে আসি। লোকজন উপস্থিত হয়ে দরজা খুলতে গিয়ে দেখে দরজা ভাঙ্গা। পরে সকলের সহযোগিতায় আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি।
স্থানীয় বাসিন্দা সজীব বলেন, গতকাল রাতে হিন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠান দেখছিলাম। পরে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে আমাদেরকে ওই ভুক্তভোগীর চাচী গিয়ে জানায় তার পাশের বাড়িতে কি যেন হচ্ছে। তখন আমরা সবাই সেখানে গিয়ে দরজা ভাঙ্গা দেখতে পাই। ঘরে প্রবেশ করে দেখি জোরপূর্বক ফজর আলী ওই নারীকে ধর্ষণ করছেন। পরে আমরা সেখান থেকে ভুক্তভোগীকে উদ্ধার করি।
ভুক্তভোগীর চাচা নকুল বর্মন বলেন, এ ঘটনার পর থেকে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকে আমার ভাতিজির ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করেছে। কালকে আমার ঘরে আমার পরিবারকে ধর্ষণ করতে পারে। আমরা এর সঠিক বিচার চাই আমাদের নিরাপত্তা চাই।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ফজর আলীর মুঠোফোনে একদিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ধর্ষণের ঘটনায় থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান। তিনি বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে।

চাঁদরাতে কর্তা সাহেব নীল পলিথিনে এই কলাগুলো নিয়ে বাসায় ফিরেছিলেন।আমি: এখন আবার কলা কিনে আনছো কেন? কে খাবে এইগুলা? আর ট...
26/06/2025

চাঁদরাতে কর্তা সাহেব নীল পলিথিনে এই কলাগুলো নিয়ে বাসায় ফিরেছিলেন।

আমি: এখন আবার কলা কিনে আনছো কেন? কে খাবে এইগুলা? আর টাকা দিয়ে মানুষ বুঝি এমন কলা কেনে?

তাঁর হাসি মুখের সহজ সরল উত্তর: কলাওয়ালারা বাড়ি যাবে না বুঝি?

এক লাইনের একটা বাক্য অথচ কতটা মুগ্ধতায় ভরা! (সুবহানাল্লাহ, মাশাআল্লাহ)। চোখে পানি চলে এসেছে আমার!

শুধু কলা নয়, মাঝে মাঝে এমন সব সবজি, তরকারি কিনে আনে যেসবের চেহারা দেখলেই বোঝা যায় সবজিটা কেবল নিজেদের খাওয়ার স্বার্থেই কেনে নি,
সবজির মালিকের প্রতি এহসান করে আধা নষ্ট, অসুন্দর সবজিটাই চড়া দামে কিনে এনেছে কেবল রবকে খুশি করার আশায়!

ঝাপসা চোখে আমার রবের কাছে আর্জি, এই মানুষটাকে সারাজীবন যেন এমনই রাখেন, রবের জান্নাত যেন তাঁর এসব মুগ্ধ করা গুণাবলীর উপযুক্ত পুরস্কার হয়, আর আমাকে বানান তাঁর জান্নাতের সঙ্গী। আ-মীন ইয়া রব।
এক টুকরো অমলিন স্মৃতি
লিখা: শামছুন্নাহার রুমি

জি*ন্দা মা*টি চা*পা দিয়ে ক*ব*রমাগুরার মহম্মদপুর উপজেলায় কমিরুল মোল্যা নামের এই যুবককে জীবন্ত মা*টি চা*পা দিয়ে ক*ব*র দেওয়...
25/06/2025

জি*ন্দা মা*টি চা*পা দিয়ে ক*ব*র
মাগুরার মহম্মদপুর উপজেলায় কমিরুল মোল্যা নামের এই যুবককে জীবন্ত মা*টি চা*পা দিয়ে ক*ব*র দেওয়া হয়❕
কমিরুলকে গ*লায় গা*ম*ছা পেঁ*চি*য়ে শ্বা*স*রো*ধে*র পরে মৃ'ত ভেবে তাকে মা*টি চা*?পা দিয়ে দেয়। পায়ের একটি অংশ বেরিয়ে থাকতে দেখে এক শিশু এলাকাবাসীকে খবর দিলে মাটি খুঁ*/ড়ে উদ্ধার করার পর দেখে জী*বি*ত অবস্থায় ই মা*টি চাপা দে*য়া হয়েছে এই যুবকে।
Copyed

ঈশ্বরের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই, কোন অজুহাতও নেই।  স্বামী অন্ধ, স্ত্রী দুই পায়েই প্রতিবন্ধী, তবুও দুজনেই একে অপরক...
23/06/2025

ঈশ্বরের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই, কোন অজুহাতও নেই। স্বামী অন্ধ, স্ত্রী দুই পায়েই প্রতিবন্ধী, তবুও দুজনেই একে অপরকে সমর্থন করে মর্যাদার সাথে জীবনযাপন করছে।💝❤️‍🩹

এই ছবিটি দুটি অসাধারণ অনুপ্রেরণা দেয়। প্রথমত, জীবনে যতই সমস্যা আসুক না কেন, অজুহাত নয়, সমাধান খুঁজো। আর দ্বিতীয়ত, প্রয়োজনের সময়ও কখনো তোমার জীবনসঙ্গীকে ত্যাগ করো না। 💔💔

যেখানে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও মানুষ বিবাহ বিচ্ছেদ করছে, সেখানে এই দম্পতি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা এবং নিষ্ঠা যেকোনো পরিস্থিতিতেই টিকে থাকে। 🥰🥰

এই অনুপ্রেরণামূলক দম্পতি আমাদের সকলের জন্য একটি জলজ্যান্ত উদাহরণ।❤️🙏🏻
সংগৃহীত।
🩵

Address

Thakurgaon

Telephone

+8801770967371

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিষ্ণু চন্দ্র বর্মন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিষ্ণু চন্দ্র বর্মন:

Share