Sathi's Lifestyle

Sathi's Lifestyle Assalamualaikum ❤️

🥭🥭🥭
23/05/2025

🥭🥭🥭

অভিনন্দন রাফি ভাইয়া 🫰💙
18/03/2025

অভিনন্দন রাফি ভাইয়া 🫰💙

যেই বাসায় জন্ম সেই বাসায় অতিথি হয়ে যাওয়ার যে ব্যাপারটা 😅🥺😞
07/03/2025

যেই বাসায় জন্ম সেই বাসায় অতিথি হয়ে যাওয়ার যে ব্যাপারটা 😅🥺😞

23/08/2024

🖋️বিপদও নিয়ামত যদি তা রবকে স্মরণ করায় এবং বন্ধুবেশী শত্রুকে চিনিয়ে দেয়

আজ শুক্রবার। সারা দেশের সব মসজিদ কমিটি যদি শুধু জুম্মার নামাজের কালেকশনের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলে চলমান মানবিক সংকট উত্তরণে একটি মাইলফলক হয়ে থাকবে। এই আইডিয়া সারাদেশের সব মানুষের মাঝে ছড়িয়ে দিন। যে যেখানে আছেন, এ ব্যাপারে সবাই কথা বলুন।
নিজ নিজ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে যোগাযোগ করে তা পৌঁছে দিন কেন্দ্রীয় থেকে সহযোগিতা আসুক।

আজকে শুক্রবার পবিত্র জুমআর দিন আর এই দিনটি আমাদের ফান্ড কালেকশন করার বড় একটা মাধ্যম হতে পারে। আমরা নিজ নিজ এলাকার মসজিদে টাকা তুলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দান করতে পারি। এজন্য আপনারা মসজিদের কমিটি, ইমাম, মুয়াজ্জেমের সাথে আলোচনা করতে পারেন। টাকা তুলে সাথে সাথে বিকাশ অথবা নগদের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করতে পারবেন।

আপনারা নিজ নিজ এলাকায় দায়িত্ব নেন। এখন সময় ভাইদের পাশে দাঁড়ানোর। আল্লাহ আমাদের সকলকে দান করার সামর্থ্য দিক। বন্যার্তদের জন্য আল্লাহর কাছে দুআ করুন তিনিই একমাত্র রক্ষাকর্তা।

পূজার টাকা দিয়ে দিচ্ছে ইসলামি ফাউন্ডেশনে,পাহাড় থেকে নেমে আসছে বৌ/দ্ধ ভাইয়েরা,ওমরার জন্য জমানো টাকা দিয়ে দিচ্ছে ছোট্টশিশু।
কি সুন্দর আমার বাংলাদেশ ❤

সকলে বন্যা কবলিত মানুষদের জন্য যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন
আল্লাহ সকলকে তাওফিক দান করুক আমিন।

23/08/2024

যে সব ভয়াবহ গল্প আমরা বাপ দাদার কাছে শুনতাম,ইতিহাসে পড়তাম,তার থেকে ভয়ানক ভাবে এই ২০২৪ এ আন্দোলন, যুদ্ধ, বন্যা ইত্যাদি সব দেখা শেষ!🙂

20/08/2024

এইযে অটোপাশ চাচ্ছে পোলাপান, এখন তো দাবি মেনে নেওয়াও হইসে। কিন্তু যাদের বুয়েট, মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, তাদের যদি A+ না আসে তাহলে তাদের কী হবে? এসএসসির রেজাল্ট যাদের খারাপ, তারা তো অনেক ভার্সিটি তে এক্সামই দিতে পারবে না। অ্যাডমিশনের সময়টাতে ধা'ক্কা খেয়েই টের পাবে অটোপাশের কি মজা!

19/08/2024

ধন্যবাদ প্রিয় Hasnat Abdullah ভাই।অন্যতম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন কে ও আমাদের দবি সমূহের প্রতি একাত্বতা পোষণ করে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার জন্য।❤️

19/08/2024

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঠাকুরগাঁও।
খাদ্য প্রক্রিয়াজাতকরণ ২ এর ব্যবহারিক কিছু কার্যক্রম ❤️
_আয়োজনে সপ্তম পর্বের শিক্ষার্থীবৃন্দ❤️


Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sathi's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share