23/08/2024
🖋️বিপদও নিয়ামত যদি তা রবকে স্মরণ করায় এবং বন্ধুবেশী শত্রুকে চিনিয়ে দেয়
আজ শুক্রবার। সারা দেশের সব মসজিদ কমিটি যদি শুধু জুম্মার নামাজের কালেকশনের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলে চলমান মানবিক সংকট উত্তরণে একটি মাইলফলক হয়ে থাকবে। এই আইডিয়া সারাদেশের সব মানুষের মাঝে ছড়িয়ে দিন। যে যেখানে আছেন, এ ব্যাপারে সবাই কথা বলুন।
নিজ নিজ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে যোগাযোগ করে তা পৌঁছে দিন কেন্দ্রীয় থেকে সহযোগিতা আসুক।
আজকে শুক্রবার পবিত্র জুমআর দিন আর এই দিনটি আমাদের ফান্ড কালেকশন করার বড় একটা মাধ্যম হতে পারে। আমরা নিজ নিজ এলাকার মসজিদে টাকা তুলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দান করতে পারি। এজন্য আপনারা মসজিদের কমিটি, ইমাম, মুয়াজ্জেমের সাথে আলোচনা করতে পারেন। টাকা তুলে সাথে সাথে বিকাশ অথবা নগদের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করতে পারবেন।
আপনারা নিজ নিজ এলাকায় দায়িত্ব নেন। এখন সময় ভাইদের পাশে দাঁড়ানোর। আল্লাহ আমাদের সকলকে দান করার সামর্থ্য দিক। বন্যার্তদের জন্য আল্লাহর কাছে দুআ করুন তিনিই একমাত্র রক্ষাকর্তা।
পূজার টাকা দিয়ে দিচ্ছে ইসলামি ফাউন্ডেশনে,পাহাড় থেকে নেমে আসছে বৌ/দ্ধ ভাইয়েরা,ওমরার জন্য জমানো টাকা দিয়ে দিচ্ছে ছোট্টশিশু।
কি সুন্দর আমার বাংলাদেশ ❤
সকলে বন্যা কবলিত মানুষদের জন্য যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন
আল্লাহ সকলকে তাওফিক দান করুক আমিন।