21/04/2025
সংক্ষিপ্ত এ জীবনে প্রেমে পড়েছি বহুবার,
আর ভালোবেসেছি যাকে, সে ভালোবাসেনি আমায়।
থেকে গেছে না-পাওয়ার আশায় একতরফা ভালোবাসা—
আহ, কী বিস্ময়কর তোমার রূপ!
তুমি সূর্যের চেয়েও তীব্র।
তুমি ভালোবাসো অন্যকে—
ওহ, আমার দুর্ভাগ্য!
তবুও আমি তোমাকেই ভালোবাসি,
কারণ তুমি ভালোবাসার যোগ্য।
মায়াবতী তুমি, তুমি এক অপূর্ব ফুল।
তোমাকে দেখিবার ইচ্ছে,
আমার মস্তিষ্ক জুড়ে বেকুল ব্যাকুলতা।
আমি জানি, আমি তোমাতেই অনুকূল।
পুনর্জন্ম হয়তো হবে না,
তবুও এমন হাজারবার জন্মাতে চাই—
শুধু তোমার ভালোবাসা পাওয়ার আশায়।
যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায়,
তবুও তাতে কিবা এসে যায়?