07/12/2023
আর সেই সময় সেই ক্লেশের পরে সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারা গনের পতন হইবে ও আকাশমন্ডলের পরাক্রম সকম বিচলিত হইবে। আর তখন লোকেরা দেখিবে মানুষ্যপুত্র মহাপরাক্রম ও প্রতাপের সহিত মেঘযোগে আসিতেছেন। তখন তিনি দূতগনকে প্রেরণ করিয়া পৃথিবীর সীমা অবধি আকাশের সীমা পর্যন্ত চারি বায়ু হইতে তাহারা মনোনীতদিগকে একত্র করিবেন।
মার্ক: ২৪-২৭