
02/08/2025
তুমি আছো বলেই আমার পৃথিবীটা এত সুন্দর...
—দিনের শেষে যখন আমি ক্লান্ত হয়ে পড়ে থাকি, যখন মনে হয় আর হয়তো সামলাতে পারছি না — তখন হঠাৎ ওর দিকে চোখ পড়ে।
ঐ ছোট্ট, নিষ্পাপ চোখজোড়া আমার দিকে তাকিয়ে থাকে এমন একরকম ভালোবাসা নিয়ে, যা কোনো ভাষায় বলা যায় না।
সেই চোখে নেই কোনো অভিযোগ, নেই কোনো শর্ত—শুধু নিঃশর্ত ভালোবাসা।
আর তখন, মুহূর্তেই সব ক্লান্তি দূর হয়ে যায়।
মনে হয়, এই ছোট্ট প্রাণটাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় শান্তি।
এই একজোড়া চোখই যেন বলে দেয়— "মা, তুমি আছো বলেই আমার পৃথিবীটা এত সুন্দর।"
আর আমি বুঝি—এই ভালোবাসার চেয়ে বেশি কিছু চাইবার নেই।