Akram

Akram আমার অতৃপ্ত মনের কবিতা

একটু মন দিয়ে পড়ুন
22/05/2024

একটু মন দিয়ে পড়ুন

31/12/2023
15/12/2023

Welcome every one

>>>ডিজিটাল শিক্ষা
08/12/2023

>>>ডিজিটাল শিক্ষা

\\ সুখের খোঁজ  //Created by Akram... সারা জীবন খুঁজে ও যারা পাওনি সুখের দেখাতাদের লাগি আজকে আমার এই কবিতা লেখা।সত্যিকারে...
18/11/2023

\\ সুখের খোঁজ //
Created by Akram...

সারা জীবন খুঁজে ও যারা পাওনি সুখের দেখা
তাদের লাগি আজকে আমার এই কবিতা লেখা।

সত্যিকারের সুখের দেখা চাও যদি ভাই পেতে
রঙের জীবন ছেড়ে তোমায় আসতে হবে পথে।

ঐ যে দেখ সবুজ ধানের ক্ষেতের ভেতর দিয়ে
এঁকে বেঁকে ছোট্ট একটা নদী গেছে বয়ে।

তীর দিয়ে তার হেঁটে হেঁটে গভীর মাঠে যাও
মধ্য মাঠে দাঁড়িয়ে এবার চতুর্দিকে চাও।

দেখবে তুমি তুমি ছাড়া নেই কো সেথা কেউ
ধমকা হাওয়ায় ধানের ক্ষেতে উঠছে শুধু ঢেউ।

দু চোখ বুজে হাওয়ায় এবার মেলে ধরে বুক
এবার বল পাইছ কি না সত্যি কারের সুখ।

ওই যে দেখ বৃদ্ধ চাচা পাকা পথের মোড়ে
রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে কাঠফাটা রুদ্দুরে।

যাও গিয়ে ওই বৃদ্ধ চাচার রিকশায় উঠে যাও
তারে নিয়ে যাও তুমি আজ যেথায় যেতে চাও।

যাত্রা শেষে দেখ এবার রিকশা থেকে নেমে
বৃদ্ধ চাচার ক্লান্ত শরীর কেমনে গেছে ঘেমে।

ক্লান্ত হয়ে কাঁপছে দেখ রিক্সা চালক কাকা
ভাড়া ছাড়াও দাও তাহারে বাড়তি কিছু টাকা।

লক্ষ করে দেখ চাচার কাঁপন গেছে থেমে
বক্ষে চেপে ধরছে তোমায় রিকশা থেকে নেমে।

যেই মুখে তার জড়িয়ে ছিল ক্লান্তি রাশি রাশি
সে মুখ ভরে উঠছে ফুটে মিষ্টি মধুর হাসি।

পরান ভরে দেখ এবার চাচার হাসি মুখ
এবার বল পাইছ কি না সেবার মহাসুখ!

তোমার ছেলে কাঁদছে দেখো চোখ ভরা তার জলে
বলল এসে মারছে তারে নিমাই জেলের ছেলে।

তোমার কত ধন ক্ষমতা নিমাই তাহা জানে
তাইতো নিমাই ভয়ের চোটে কাঁপছে ঘরের কোণে।

ভাবছে নিমাই তুমি তারে সামনে কভু পেলে
পিটিয়ে পিঠের ছাল তুলিবে নয়তো দেবে জেলে।

এবার তুমি ওই নিমাইয়ের বাড়িতে যাও চলে
দেখবে নিমাই তোমার ভয়ে ভাসছে চোখের জলে।

তোমায় দেখে নিমাই ভয়ে হইবে এমন কাবু
পা জড়িয়ে বলবে তোমার মাফ করে দাও বাবু।

বুকের মাঝে জড়িয়ে তারে বল আরে ভাই
পোলাপানের ঝগড়া নিয়ে ভয়ের কিছু নাই।

ওই যে দেখ উঠছে হেসে নিমাই বাবুর মুখ
শীতল হয়ে আসছে তাহার ভয়কাতরে বুক।

নিমাইয়ের ওই শীতল বুকে মিলিয়ে তোমার বুক
এবার বল পাইছ কি না ক্ষমার মহাসুখ।

\\\ পুরুষ মানুষ ///✍️CREATED By AKRAM ✍️পৃথিবীর মাঝে এক অদ্ভুত প্রাণী পুরুষ মানুষ, এরা কখনো কোনদিন কারো প্রিয়জন হতে পার...
03/11/2023

\\\ পুরুষ মানুষ ///
✍️CREATED By AKRAM ✍️
পৃথিবীর মাঝে এক অদ্ভুত প্রাণী পুরুষ মানুষ, এরা কখনো কোনদিন কারো প্রিয়জন হতে পারেনা। আজীবন প্রয়োজন হয়েই থেকে যায়, কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। এদের ছোটবেলা থেকেই শুনে আসতে হয়, ভালো করে মনোযোগ দিয়ে পড়ালেখা কর বড় হবে, সেই থেকেই শুরু হয় পুরুষের কষ্ট যন্ত্রণা আর লাঞ্ছনা। অক্লান্ত পরিশ্রম করে এক সময় পড়ালেখা শেষ হয়। তারপরেই ভালো একটা জব হয়ে গেলেই জীবনের সুখ চলে আসবে। তারপরে চাকরির পিছনে ছুটতে ছুটতেই জীবনের অর্ধেক সময় শেষ, তারপরে চাকরি যদি হয়েও যায়, শুরু হলো আরেক নতুন যন্ত্রণা, ব্যক্তিসাধিনতার ৭০% সেদিনই শেষ, কোম্পানি নিত্য নতুন প্রেশার ক্রিয়েট টেনশন প্রমোশনের টেনশন, একটা সময় মনের মধ্যে ভাবনা আসে একটা বিয়ে করি তাহলে হয়তো কষ্টের একটু ভাগাভাগি হবে, সে হয়তো সুখে দুখে পাশে থাকবে দুঃখ কষ্টগুলো বুঝবে পাশে বসে একটু সান্ত্বনা দেবে, কিন্তু না বিয়ের পর থেকেই শুরু হলো আরেক নতুন যন্ত্রণা, আজকে এটা লাগবে কালকে ওটা লাগবে পরশুওটা লাগবে, এখন অফিসকে সময় দিলে বউ রাগ করে, বউ কে সময় দিলে অফিসে রাগ করে, বউয়ের সাথে বেশি ভালো ব্যবহার করলে বাবা-মা রাগ করে, বাবা মার সাথে বেশি ভালো ব্যবহার করলে বউ রাগ করে, অফিস শেষ করে বাসায় ফিরলে সবাই জানতে চায় তাদের চাহিদার জিনিসগুলো আনা হয়েছে,কিন্তু এটা কেউ জানতে চায় না যে সেই পুরুষটা সারাদিন অফিস শেষে কেমন আছে তাকে ভালো লাগছে কিনা, তার ক্লান্ত লাগছে কিনা, ঈদে কিংবা বিশেষ কোন দিনে পরিবারের সবাইকে কি দিয়েছো সেটা সবাই খেয়াল করে, কিন্তু নিজের জন্য কিছু কিনতে পারলো কিনা সেটা কেউ দেখে না। একটা সময় জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, মন চায় সংসার নামক জেলখানা থেকে বেরিয়ে দূরে দূরে কোথাও হারিয়ে যাই, এর নামই হলো পুরুষ মানুষ।

01/10/2023

আমি চেয়েছি
created by Akram..

আমি চেয়েছি তুমি থাকো
মায়া হয়ে এই বুকে
ভালোবাসা হয়ে জড়িয়ে
আমার এই দুই চোখে!

আমি চেয়েছি তুমি হও
ভোরের সে চাঁদমুখ
আদরে যে মিশে থাকে
কাজল সে দুই চোখ!

আমি চেয়েছি তুমি থাকো
শান্ত কোনো বিকেলে
আলো হয়ে সন্ধ্যায়
এসো প্রদীপ জ্বেলে!

আমি প্রদীপ হাতে নিয়ে
দেখব দৃষ্টি মেলে
কপালের চুল গুলো
ছুঁয়ে দেব আঙুলে!

আমি চেয়েছি তোমায়
এতটাই আপন করে
দূরে গেলেও থেকে যাও
আমার এই অন্তরে!

আমি চেয়েছি তোমায়
তুমি থাকো ভিতর ও বাহিরে
এমনি করে থেকে যেও
সারাটা জনমভরে!

এমনি করে জড়িয়ে রেখো
আদরে ভালোবাসায়
আর কিছু চাইনা পেতে
আমি শুধু চেয়েছি তোমায়!

একদিন বৃষ্টি হল। সব উন্নয়ন, সব কোলাহল, সব রাস্তা ভেসে উঠলো লা শে র শরীরে। একদিন বৃষ্টি হল। দুই দিন না। হাত কাঁ প ছে, পা ...
23/09/2023

একদিন বৃষ্টি হল। সব উন্নয়ন, সব কোলাহল, সব রাস্তা ভেসে উঠলো লা শে র শরীরে।

একদিন বৃষ্টি হল। দুই দিন না।

হাত কাঁ প ছে, পা অ ব শ। কলমের কালি হ তা শ৷
গ লা য় বাষ্প, চোখে জল।

একদিন বৃষ্টি হবে। ভেসে উঠবে সব ভাষণ, ক্ষ ম তা, আ শ্বা স, বি শ্বা স ও চকচকে পানিতে লা শে র শ্বাস ।

একদিন বৃষ্টি হবে। সেদিন আমরা সবাই ভিজবো৷ তোমার পানিটুকুও পাবে না৷

মনে রেখো,
রা জ নীতি পানিতে ভেসে গেলে আ ট কা নো যায় না।

মনে রেখো।

মিরপুর, ঢাকা।
২১-০৯-২৩

লিখা : আব্দুল্লাহ আল মামুন ( কাইকর )
আর্ট : ইয়াসনা সরকার।

আজব কথা,, created by Akram আজব কিছু স্বাধীনতার কথা, আজ বুকে হয়েছে জমা। বলতে চাইলে ও পারি না বলতে,কি করে করবো নিজেকে ক্ষম...
22/09/2023

আজব কথা,,
created by Akram
আজব কিছু স্বাধীনতার কথা,
আজ বুকে হয়েছে জমা।
বলতে চাইলে ও পারি না বলতে,
কি করে করবো নিজেকে ক্ষমা।
কোটিপতি যে,স্বাধীনতা তাহার ,
গরীব আসহায়দের তাতে কি,
তিনবেলা তো পেট পুরে খায়
তোমরা না খেয়ে থাকলেই-
বা তাতে তাদের কি??
সম্মান তো সবাই করে তাদের -
তাই তারাই বলবে যতো কথা,
লাগুক না তেতো কারো-
তাতে ওদের কিসের মাথা ব্যথা।
উন্নয়ন এর বাতাস চারিদিকে আজ-
দু-চোখ ভরেই শুধু দেখো,
কি দরকার বায়ু দূষণ এর-
কাঠের উনুন টাও বন্ধ রেখো।
সমাবেশ আছে কাল-
যাবি খুব সকালে,
কি হবে এই ক্ষুদ্র প্রান,
যাক না,না হয় অকালে।
যতক্ষন আছে প্রাণ -
গেয়ে যাবে জয়গান,
বেলা শেষে নেতা পাবে শ্রেষ্ঠ সম্মান।
চাল গেলো, ডাল গেলো -
আরও যাবে কতো কি,
লাথি গুতা সবই খেলি-
আর কিছু চাস কি??
পেট খালি তাতে কি-
নেতা আছে পিছনে,
শ্বশানে বা গোরস্থানে -
তারাই তো সামনে।
আজব এক স্বাধীনতা -
জন্মেছে এই বঙ্গে,
কেউবা মরে রাস্তার ধারে-
কেউবা হাসে ঢঙ্গে।

👉👉👉কিছু চিরন্তন সত্য কথা,,, পৃথিবীর সব কিছু বুঝতে সময় লাগলেও ভুল বুঝতে এক মুহূর্তই যথেষ্ট। জীবনে সুনাম অর্জন করতে সারাজী...
21/09/2023

👉👉👉কিছু চিরন্তন সত্য কথা,,,
পৃথিবীর সব কিছু বুঝতে সময় লাগলেও
ভুল বুঝতে এক মুহূর্তই যথেষ্ট।
জীবনে সুনাম অর্জন করতে সারাজীবন লাগলেও
বদনাম পেতে এক মুহূর্তই যথেষ্ট।
৩৬৫দিন উপকার করে মনে না রাখলেও
একদিন একটু আঘাত পেলেই সে দিনটির কথাই মনে থাকে।
ফুল কে সবাই ভালো বাসলেও
শুকিয়ে গেলে তা ছুড়ে ফেলে।
মানুষ বেচে থাকতে অনেকেই স্যার বস হুজুর বললেও
মরার পরে সবাই লাশ- ই বলে।
সত্যিই জীবন টা হলো রিচার্জ কার্ডের মতো
ঘষে গোপন নাম্বার টি তুলে নিয়েই কার্ডটি ফেলে দেই।
দুনিয়ার শ্রেষ্ঠ জীব মানুষ
আর শ্রেষ্ঠ আজব প্রাণী ও মানুষ। 👈👈👈

Address

Thakurgaon

Telephone

+8801737475055

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akram:

Share