
17/01/2025
কনটেন্ট মনিটাইজেশন নিয়ে প্রচুর মেসেজ ইনবক্সে পেয়েছি। কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার কিছু নিঞ্জা টেকনিক শেয়ার করছি👇
প্রথমেই গুড নিউজ, এখন আর ওয়াচ টাইম কমপ্লিটের ঝামেলা নেই। আলাদা কোন কাইটেরিয়া ফেসবুক পাবলিশ করে নি। এখন প্রশ্ন হলো আপনি কিভাবে বুঝবেন কি করলে মনিটাইজেশন পাবেন।
এক্ষেত্রে কনটেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুক স্পষ্টভাবে বলছে শুধু একটিভ এবং পপুলার জেনুইন কনটেন্ট মেকারদের এই মনিটাইজেশন জন্য কাউন্ট করবে এবং ফেসবুক থেকে মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পাঠাবে।
এক্ষেত্রে কনটেন্ট মনিটাইজেশনের পাওয়ার জন্য যেসব নিঞ্জা টেকনিক আপনি ফলো করে সাকসেস হতে পারেন।👇
১.আপনার প্রোফাইল বা পেজে প্রচুর ফলোয়ার্স লাগবে। আই মিন পপুলার হতে হবে। কথা একটাই ফলোয়ার বাড়ানোর দিকে বেশি ফোকাস করুন।
২.অবশ্যই নিজের কন্টেন্ট দিতে হবে।আই রিপিট এগেইন। অন্য কারো বা কপি কনটেন্ট দিয়ে মনিটাইজেশন পাওয়ার দিন শেষ, এটা বলাই যায়।
৩.ফেসবুক পলিসি ইস্যু সম্পর্কে বিস্তারিত ধারনা নিয়েই কনটেন্ট মেক করুন। বিশেষ করে ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে। তাছাড়াও অনেক নিয়ম কানুন আছে,যেগুলো একটু ঘাটাঘাটি করলেই জেনে যাবেন।
৪.পেজে বা প্রোফাইলে রেগুলার কনটেন্ট দিয়ে নেট ফলোয়ার, রিচ, এনগেজমেন্ট, এগুলো আপডেট রাখার ট্রাই করবেন। তবে কোন ভাবেই ড্যাশবোর্ডের এ্যালিমেন্ট গুলোকে এটা ডাউন করবেন না।
৫.ফেসবুক উইকলি চ্যালেঞ্জটাকে সিরিয়াসলি নিয়ে কমপ্লিট করুন।
আশা করি আপনাদের একটা প্রোপার নলেজ দিতে পেরেছি। নিন এবার শুরু করুন। হ্যাপি আর্নিং💜
আর হ্যা আর যাদের হেল্প লাগবে,প্রথমত আমার প্রোফাইল চেক করে ক্লাইন্ট রিভিউগুলো দেখে, ইনবক্সে নক দিবেন। , মনিটাইজেশন অন ও লাইফটাইম গাইডলাইন পেয়ে যাবেন।
ধন্যবাদ।
Freelancer ShanTo 👈
গুগল সার্টিফাইড ফেসবুক মনিটাইজেশন এক্সপার্ট।
ইন্টারন্যাশনাল বুকস্ অফ ওয়ার্ল্ড রের্কড হোল্ডার।