Nakati-নাকাটি

Nakati-নাকাটি Nakati (নাকাটি) is a wonderful place of Pirganj, Thakurgaon. People are very friendly and peaceful here. Cheers!!

We try to represent Nakati's culture and lifestyle, be humorous, post in our local language etc. ভৌগলিক অবস্থানঃ উপজেলা থেকে দক্ষিণে পূর্ব-চৌরাস্থা হয়ে পূর্বে আর.ডি.আর.এস. মোড় হয়ে উত্তরে গুয়াগাঁও মোড় হয়ে পূর্ব-উত্তর কোণে অবস্থিত।
সীমানাঃ পূর্বে ৫নং সৈয়দপুর ইউপি, পশ্চিমে ১নং ভোমরাদহ ইউপি, উত্তরে ৩নং খনগাঁও ইউপি, দক্ষিণে ৬নং পীরগঞ্জ ইউপি।
ভাষাঃ এই এলাকার মানুষ রাজবংশী ভাষায় কথা বলে। এখন পর্যন্ত এই

ভাষার কোন বর্ণমালা নেই। তাই এটিকে স্থানিক তথা আঞ্চলিক ভাষার এক মিশ্ররূপ বলতে পারি।
আয়তনঃ ৮৬৮১ একর
মোট ভোটারঃ ২১৯৪৬
ইউনিয়ন ভূমি অফিসঃ ১ টি (কোষারাণীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস)
জমির পরিমানঃ ৭৯৬৮.৯৯ একর (কৃষি-২৮৭৫, অকৃষি-৩৯০, খাস-৪১৩.৯৯)
হাটবাজারঃ ১টি (নাকাটি হাট)
দর্শনীয় স্থানঃ ঠাকুরের বড় বাগান, ভামদা
মেলাঃ সতিনাথ শ্মশান ঘাট চৈত্র সংক্রান্তি মেলা
উল্লেখযোগ্য ব্যক্তিঃ খিরোদা বালা
নদ-নদীঃ ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে টাঙ্গন নদী বহমান
আবহাওয়াঃ নাতিশীতোষ্ণ
শিক্ষার হারঃ ৪৭%
খেয়াঘাটঃ চেরকু খেয়া ঘাট
ব্রিজঃ টাঙ্গন ব্রিজ
স্বাস্থ্য সংক্রান্তঃ
ক) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ১টি
খ) কমিউনিটি ক্লিনিকঃ ২টি (রামদেবপুর, কোষাডাঙ্গী পাড়া)
পোষ্টঅফিস সংখ্যা ও নামঃ ২টি (কোষারাণীগঞ্জ পোষ্টঅফিস, ঘুঘুয়া পোষ্টঅফিস)

শোক সংবাদগভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ভামদা আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, ঘুঘুয়া মধ্যপাড়া জা...
14/07/2025

শোক সংবাদ

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ভামদা আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, ঘুঘুয়া মধ্যপাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, ঘুঘুয়া কামরাঙ্গাতলী জামে মসজিদের সাবেক খতিব, শীতলপুর জামে মসজিদের ইমাম এবং পীরগঞ্জ উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা আশরাফ আলীর চাচা,
'মাওলানা মোঃ সানাউল্লাহ হুজুর'
আজ ভোর ৪:২০ মিনিটে তাঁর নিজ বাড়িতে (উলিপুর উপজেলা, কুড়িগ্রাম) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি,
আল্লাহ যেন হুজুরের জীবনের সকল ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।

একইসাথে শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধরার শক্তি দিন। আমিন।

পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গ্রামপুলিশ (মহল্লাদার/চৌকিদার) নিয়োগ বিজ্ঞপ্তি। https://file-rangpur.portal.gov.bd/uploads/bc8...
10/07/2025

পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গ্রামপুলিশ (মহল্লাদার/চৌকিদার) নিয়োগ বিজ্ঞপ্তি।
https://file-rangpur.portal.gov.bd/uploads/bc83598e-d493-4757-bf75-36bdd747cc19//686/e51/280/686e512808a86706700043.pdf

শোক সংবাদআমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, দক্ষিণ ভামদা নিবাসী মোঃ ইসলাম উদ্দীনের সন্তান, ফারুক ও মঞ্জুরের বড় ভাই, মোঃ ন...
09/07/2025

শোক সংবাদ
আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, দক্ষিণ ভামদা নিবাসী মোঃ ইসলাম উদ্দীনের সন্তান, ফারুক ও মঞ্জুরের বড় ভাই, মোঃ নূর জামান (ভট্টু) আজ দুপুর ১:৩০ মিনিটে ব্রেইনস্ট্রোক জনিত কারণে দিনাজপুরে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারবর্গকে এ অপূরণীয় শোক সইবার তৌফিক দান করুন।

মরহুমের নামাজে জানাযা আজ রাত সাড়ে ৯.০০ ঘটিকায় ভামদা আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

সবার কাছে মরহুমের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।

14/06/2025

যে গরম শুরু হুইচে!!
কার্হো ঘরত ঢুকিয়ার আগুত গালা হাকারি দেহেনে ঢুকিবেন।

Eid-Ul-Adha-2025কুঠিআম ঈদগাহ ময়দান
07/06/2025

Eid-Ul-Adha-2025
কুঠিআম ঈদগাহ ময়দান

30/05/2025

মোটরসাইকেল চোর রাজ্জাক রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর উদ্যোগ, নতুন স্বপ্ন দেখছে উত্তরের মানুষউত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের আকাশপথে যাত...
15/04/2025

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর উদ্যোগ, নতুন স্বপ্ন দেখছে উত্তরের মানুষ

উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের আকাশপথে যাতায়াতের স্বপ্ন বাস্তবায়নের পথে। বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর জন্য নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার—ইনশাআল্লাহ। এতে খুশির জোয়ার বইছে জেলার মানুষের মুখে মুখে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে পরিত্যক্ত বিমানবন্দরগুলো সচল করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওসহ বগুড়া, ঈশ্বরদী, কুমিল্লা, মৌলভীবাজার এবং লালমনিরহাট বিমানবন্দর চালুর প্রক্রিয়া এগিয়ে চলছে।

বিশেষজ্ঞদের মতে, এসব বিমানবন্দর চালু হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং শিল্প খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

ঠাকুরগাঁওয়ের এক স্থানীয় বাসিন্দা বলেন, “এতোদিন আমরা শুধু দেখেছি অন্য জেলার মানুষ সহজে ঢাকায় যাতায়াত করছে। এবার আমরাও সেই সুযোগ পাবো, এটা আমাদের বড় পাওয়া।”

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে জনপদ—এই আশায় ঠাকুরগাঁওবাসী অপেক্ষা করছে এক নতুন ভোরের।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক মাস রোজার পর খুশির বার্তা নিয়ে আবারও আমাদের ম...
31/03/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক মাস রোজার পর খুশির বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে হাজির হলো ঈদুল ফিতর। এদিন আনন্দ ও ভ্রাতৃত্বের প্রতীক, যেখানে ধনী-গরিব সবাই একসঙ্গে মিলিত হয় ভালোবাসার বন্ধনে।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "সওম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে; এক, ইফতারের সময় এবং দুই, যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে।" (সহিহ বুখারি)

আসুন, এই ঈদে পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন করি এবং আল্লাহর রহমতের প্রতি কৃতজ্ঞ থাকি।

নাকাটি পেইজের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক!
আল্লাহ আমাদের রোজা ও ইবাদতসমূহ কবুল করুন। আমিন।

সবার প্রিয় Nakati-নাকাটি
26/03/2025

সবার প্রিয় Nakati-নাকাটি

15/03/2025

যেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মাদ সা.

“ তিনি দীর্ঘসময় নীরব থাকতেন
“ তিনি কম হাসতেন
“ মুচকি হাসতেন, হাসি তার ঠোঁটে লেগে থাকত
“ তিনি অট্টহাসি হাসতেন না
“ তাহাজ্জুদ নামায ত্যাগ করতেন না
“ দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন
“ তিনি কখনোই প্রতিশোধ নিতেন না
“ যুদ্ধক্ষেত্র ছাড়া কেউকে আঘাত করেননি
“ বিপদে পড়লে তাৎক্ষণিক নামাযে দাড়িয়ে যেতেন
“ তিনি অসুস্থ হলে বসে নামায পড়তেন
“ শিশুদের সালাম দিতে
“ সমাবেত নারীদের সালাম দিতেন
“ পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন
“ সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন
“ ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন
“ মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন
“ উপহার গ্রহণ করতেন
“ সাদকাহ (দান) করতেন
“ সবসময় আল্লাহকে স্মরণ করতেন
“ আল্লাহকে ভয় করতেন
“ হাতে যা আসত আল্লাহর রাস্তায় দান করতেন
“ কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি না ওঠা পর্যন্ত তিনি ওঠতেন না
“ বিনা প্রয়োজনে কথা বলতেন না
“ সুস্পষ্ট কথা বলতেন, যাতে শ্রবণকারী সহজে বুঝতে পারেন
“ কথা, কাজ ও লেনদেনে কঠোরতা অবলম্বন করতেন
“ নম্রতাকে পছন্দ করতেন
“ তাঁর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না
“ কারো বিঘ্নতা পছন্দ করতেন না
“ শরিয়ত-বিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন
“ আল্লাহ্ তায়ালা প্রতিটি নিয়ামতেকে কদর করতেন
“ খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না
“ সর্বদা ধৈর‌্য ধারণ করেতন। প্রভৃতি

14/03/2025

জন্ম ও বেড়ে উঠা নাকাটির আশে-পাশে কিন্তু পড়ালেখা বা জীবিকার তাগিদে আজ কে কোথায় আছেন?

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে (As sunnah Foundation)  আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণআস-সুন্নাহ ফাউন্ডেশন পবিত্র রমজা...
02/03/2025

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে (As sunnah Foundation) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

আস-সুন্নাহ ফাউন্ডেশন পবিত্র রমজানে অসহায় ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর মাঝে খেজুর, ছোলা, চিনি, মুড়ি, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। স্থানীয়রা এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবসেবায় নিবেদিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Address

Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when Nakati-নাকাটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nakati-নাকাটি:

Share