Nakati-নাকাটি

  • Home
  • Nakati-নাকাটি

Nakati-নাকাটি Nakati (নাকাটি) is a wonderful place of Pirganj, Thakurgaon. People are very friendly and peaceful here. Cheers!!

We try to represent Nakati's culture and lifestyle, be humorous, post in our local language etc. ভৌগলিক অবস্থানঃ উপজেলা থেকে দক্ষিণে পূর্ব-চৌরাস্থা হয়ে পূর্বে আর.ডি.আর.এস. মোড় হয়ে উত্তরে গুয়াগাঁও মোড় হয়ে পূর্ব-উত্তর কোণে অবস্থিত।
সীমানাঃ পূর্বে ৫নং সৈয়দপুর ইউপি, পশ্চিমে ১নং ভোমরাদহ ইউপি, উত্তরে ৩নং খনগাঁও ইউপি, দক্ষিণে ৬নং পীরগঞ্জ ইউপি।
ভাষাঃ এই এলাকার মানুষ রাজবংশী ভাষায় কথা বলে। এখন পর্যন্ত এই

ভাষার কোন বর্ণমালা নেই। তাই এটিকে স্থানিক তথা আঞ্চলিক ভাষার এক মিশ্ররূপ বলতে পারি।
আয়তনঃ ৮৬৮১ একর
মোট ভোটারঃ ২১৯৪৬
ইউনিয়ন ভূমি অফিসঃ ১ টি (কোষারাণীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস)
জমির পরিমানঃ ৭৯৬৮.৯৯ একর (কৃষি-২৮৭৫, অকৃষি-৩৯০, খাস-৪১৩.৯৯)
হাটবাজারঃ ১টি (নাকাটি হাট)
দর্শনীয় স্থানঃ ঠাকুরের বড় বাগান, ভামদা
মেলাঃ সতিনাথ শ্মশান ঘাট চৈত্র সংক্রান্তি মেলা
উল্লেখযোগ্য ব্যক্তিঃ খিরোদা বালা
নদ-নদীঃ ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে টাঙ্গন নদী বহমান
আবহাওয়াঃ নাতিশীতোষ্ণ
শিক্ষার হারঃ ৪৭%
খেয়াঘাটঃ চেরকু খেয়া ঘাট
ব্রিজঃ টাঙ্গন ব্রিজ
স্বাস্থ্য সংক্রান্তঃ
ক) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ১টি
খ) কমিউনিটি ক্লিনিকঃ ২টি (রামদেবপুর, কোষাডাঙ্গী পাড়া)
পোষ্টঅফিস সংখ্যা ও নামঃ ২টি (কোষারাণীগঞ্জ পোষ্টঅফিস, ঘুঘুয়া পোষ্টঅফিস)

সব সোনালা খালি সিনুয়া আর কাতিহাতট?হামারতি নাই??.....
07/09/2025

সব সোনালা খালি সিনুয়া আর কাতিহাতট?
হামারতি নাই??.....

কি অপূর্ব সুন্দর দৃশ্য!বলতে হবে এটি কোথায়?
28/08/2025

কি অপূর্ব সুন্দর দৃশ্য!
বলতে হবে এটি কোথায়?

26/08/2025
20/08/2025

বিকৃত মস্তিষ্কের এই প্রাণীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

দশে মিলে করি কাজলুটপাটে নাহি লাজ।
19/08/2025

দশে মিলে করি কাজ
লুটপাটে নাহি লাজ।

হিসাব দিবো আখিরাতে। দুনিয়ায় কিসের হিসাব!!🫤🫤-- দাক্তার ইউসুফ
15/08/2025

হিসাব দিবো আখিরাতে। দুনিয়ায় কিসের হিসাব!!🫤🫤
-- দাক্তার ইউসুফ

ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশে প্রথম যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, শিগগিরই তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করবেন

লুটপাট 😢
11/08/2025

লুটপাট 😢

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও👉 পদের নামঃ বিভিন্ন পদ 👉 পদ সংখ্যাঃ ৪৪টি 👉 আবেদন শু...
04/08/2025

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৪৪টি
👉 আবেদন শুরুঃ ১৪ আগস্ট ২০২৫
👉 আবেদনের লিংকঃ http://dctgn.teletalk.com.bd
👉 আবেদনের শেষ তারিখঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫

৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন দিতে vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।তথ্যটি ছড়িয়ে ...
29/07/2025

৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন দিতে vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।

তথ্যটি ছড়িয়ে দিন🌍🌐

উটপাখির খামার কুন্তি আছে একটু খবর দেন হামাক
27/07/2025

উটপাখির খামার কুন্তি আছে একটু খবর দেন হামাক

মামলার এজাহারে বলা হয়, গত ১৭ জুলাই গুলশান-২ এলাকায় শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয়ে আব্দুর রাজ.....

শোক সংবাদগভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ভামদা আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, ঘুঘুয়া মধ্যপাড়া জা...
14/07/2025

শোক সংবাদ

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ভামদা আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, ঘুঘুয়া মধ্যপাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, ঘুঘুয়া কামরাঙ্গাতলী জামে মসজিদের সাবেক খতিব, শীতলপুর জামে মসজিদের ইমাম এবং পীরগঞ্জ উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা আশরাফ আলীর চাচা,
'মাওলানা মোঃ সানাউল্লাহ হুজুর'
আজ ভোর ৪:২০ মিনিটে তাঁর নিজ বাড়িতে (উলিপুর উপজেলা, কুড়িগ্রাম) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি,
আল্লাহ যেন হুজুরের জীবনের সকল ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।

একইসাথে শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধরার শক্তি দিন। আমিন।

পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গ্রামপুলিশ (মহল্লাদার/চৌকিদার) নিয়োগ বিজ্ঞপ্তি। https://file-rangpur.portal.gov.bd/uploads/bc8...
10/07/2025

পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গ্রামপুলিশ (মহল্লাদার/চৌকিদার) নিয়োগ বিজ্ঞপ্তি।
https://file-rangpur.portal.gov.bd/uploads/bc83598e-d493-4757-bf75-36bdd747cc19//686/e51/280/686e512808a86706700043.pdf

Address

Nakati, Pirganj

5110

Alerts

Be the first to know and let us send you an email when Nakati-নাকাটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nakati-নাকাটি:

  • Want your business to be the top-listed Media Company?

Share