14/02/2024
আজকে আমি আপনাদের সাথে এমন ৪ টি জিনিস শেয়ার করব যেই বিষয়গুলোকে আমি আমার লাইফ থেকে কিক আউট করে বের করে দিয়েছি।
যার ফলশ্রুতিতে আমার লাইফ এখন খুব সহজ হয়ে গিয়েছে এবং আমি আগের থেকেও বেশী আত্নবিশ্বাসী ও সুখী মনে করে নিজেকে এখন।
জীবনে সফল হতে হলে এই ৪ টা P কে আপনার লাইফ থেকে দূরে ঠেলে দিতে হবেই। চলুন জেনে নেই সেগুলো কিঃ
P:Procrastination মানে হলো কাল ক্ষেপন,
আজ নয় কাল,কাল নয় পরশু এইভাবে নিজেকে নিজেই পিচ্ছাছি
আপনাকে অসফল করতে এই P ই যথেষ্ট।
যেই সময়তে আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন,অযথা অনেক ভাবে সময় নষ্ট করছেন,ফেসবুক স্ক্রলিং এ সময় ব্যয় করছে
অন্যদিকে একজন ব্যাক্তি, সোশ্যাল মেডিয়া কে কাজে লাগিয়ে,নিজের বিজনেস সফল করতে সময় ব্যয় করছে।
P:Phobia-মানে ভয়।অনেক কিছুর ভয় হতে পারেন
-নিজের অযোগ্যতার ভয়
-নিজের অক্ষমতার ভয়
-মানুষের সমালেচনার ভয়
নিজের অযোগ্যতার ভয়-মানুষ সৃষ্টির সেরা জীব,একটা মানুষের মধ্যে যত ধরনের গুণাবলী দরকার
যেমনঃযোগ্যতা,সক্ষমতা,মেধা,শক্তি,সাহস সবকিছুই আল্লাহ দিয়েছে, অর্থাৎ আপনার মধ্যে অনেক যোগ্যতা আছে আছে যা আপনি জানেন না কিংবা কখন ও জানার চেষ্টা করেন নাই,তাই আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে নিজের মধ্যে থেকে আবিষ্কার করা।
P: Pessimistic বা হতাশগ্রস্থ - এই P কে আপনার জীবন থেকে দূর করতে হবে,অবস্থার যতই অবনতি হোক না কেন,পরিস্থিতি যেমনই থাকুন না কেন,মনে রাখবেন পৃথিবীর কোন কিছই চিরস্থায়ী না
এমনকি আপনার সমস্যাগুলো,সব সময় নিজেকে আশা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি আবদ্ধ রাখুন
P:Parasite মানে পরজীবী,এই টাকে ও দূর করতে হবে,কখন ও কোন কিছুর উপর নির্ভরশীল হয়ে,প্ল্যান বা সিদ্ধান্ত নিবেন না |
তাই অন্যের উপর ভরসা থাকা যাবে না,ক্যারিয়ারে ভালো কিছু করতে চাইলে,আপনাকেই কাজ করতে হবে,কেউ আপনার হয়ে করে দিবে না
আশা করি আপনি একটু হলেও উপকৃত হয়েছেন
সংগ্রিহিত