Lohagara Bazar,Pirgonj,Thakurgaon

Lohagara Bazar,Pirgonj,Thakurgaon Lohagara Bazar,Pirganj,Thakurgaon

আলহামদুলিল্লাহ!! কর্তৃপক্ষ সাড়া দিয়েছেন।এবার বিমানবন্দর চালু হবে ইনশাআল্লাহ!
04/07/2025

আলহামদুলিল্লাহ!! কর্তৃপক্ষ সাড়া দিয়েছেন।
এবার বিমানবন্দর চালু হবে ইনশাআল্লাহ!

আমি ভিড়ের পেছনে হাঁটি না।  ভিড় হাঁটে সময়ের নির্দেশে—  আর আমি সময়কে কখনও বিশ্বস্ত ভাবিনি।ওরা যায় যেখানে সবাই যায়—  আমি যা...
04/07/2025

আমি ভিড়ের পেছনে হাঁটি না।
ভিড় হাঁটে সময়ের নির্দেশে—
আর আমি সময়কে কখনও বিশ্বস্ত ভাবিনি।

ওরা যায় যেখানে সবাই যায়—
আমি যাই যেখানে পথ নেই,
কিন্তু ছায়া পড়ে।

আমার পথ কাঁটার,
কিন্তু ওখানে আকাশ নীচু হয়।

অনেকে ভাবে আমি একা চলি—
আসলে আমি নিজের সাথেই বহুদূর যাই।
কারণ ভিড় কখনও কাউকে চিনে না,
তাদের শুধু দিক লাগে—গন্তব্য নয়।

আমি সেই শহর পেরিয়ে আসছি,
যেখানে সব বাড়ির জানালায় একই পর্দা ছিল,
আর মানুষ নিজের নাম ভুলে গিয়েছিল
যে সকালে বাকি সবার মতো ঘুম থেকে উঠেছিল।

আমি হাঁটি আমার নিজস্ব অস্পষ্ট মানচিত্রে,
যেখানে ভুল করাও একধরনের সত্য।
আর যেখানে পথ বদলানো মানে
নিজেকে আবার নতুন করে চেনা।

যদি একদিন ক্লান্ত হয়ে পড়ি—
তাও আমি থামবো না,
কারণ আমার গন্তব্য কেবল জায়গা নয়—
একটি আত্মা,
যা আমার নিজেরই ভিতরে লুকিয়ে আছে।

✍️
মনিরুল ইসলাম জামাল

Think Beyond Headlines.

জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে এসেছে NCPস্থান-পীরগঞ্জ চৌরাস্তা
04/07/2025

জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে এসেছে NCP
স্থান-পীরগঞ্জ চৌরাস্তা

আগের দিন গুলো হারিয়ে গেছে, আগের দিন আর এখন কার দিন অনেক পার্থক্য 😔 জুম্মা মুবারক
04/07/2025

আগের দিন গুলো হারিয়ে গেছে, আগের দিন আর এখন কার দিন অনেক পার্থক্য 😔 জুম্মা মুবারক

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় লোহাগাড়ার চাঁদপুরে রাস্তার ধারে সারিবদ্ধ সুন্দর এই খেজুর গাছগুলো মরতে বসেছে প্রায়। যত্ন ...
03/07/2025

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় লোহাগাড়ার চাঁদপুরে রাস্তার ধারে সারিবদ্ধ সুন্দর এই খেজুর গাছগুলো মরতে বসেছে প্রায়। যত্ন নিলে রস ও ফল দুটোই পাওয়া যেতে পারে হয়তো। মালিক অথবা কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সূর্য
02/07/2025

সূর্য

02/07/2025

কাঁদো তোমার নেত্রীর নামে, যিনি তোমাকে রেখে পালিয়েছেন।

কিতাবুল হতাশ,
খন্ড ৫, অধ্যায় ৩৬, পৃষ্ঠা ৩২

02/07/2025

"৫ই-আগষ্ট বিজয়ের খবর শুনে " ৩ টার পরে রাজপথে এসে, ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বিপ্লবী হওয়া যায় না।

বিকাল এর কিছু মুহুর্ত
01/07/2025

বিকাল এর কিছু মুহুর্ত

30/06/2025

বাঙালি নিজের বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করে আর অন্যের বিপদকে বলে পাপের শাস্তি।

সবুজ সময়
30/06/2025

সবুজ সময়

জায়গার টা চিনেন কি আপনারা?
29/06/2025

জায়গার টা চিনেন কি আপনারা?

Address

Www. Facebook. Com/LohagaraBazarpirgonjthakurgaon
Thakurgaon
5110

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lohagara Bazar,Pirgonj,Thakurgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share