30/03/2025
বোচাগঞ্জে থ্যালাসেমিয়া ব্লাড কালেকশন (TBCB ) এর পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
গতকাল ২৯ শে মার্চ বিকেলে সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
এ সময় উপস্থিত ছিলেন,থ্যালাসেমিয়া ব্লাড কালেকশন বোচাগঞ্জ (দিনাজপুরের)প্রতিষ্ঠাতা পরিচালকঃ মোঃ. দেলোয়ার পারভেজ ইমন সভাপতিঃ মোঃ মিরাজুল ইসলাম মিরাজ
সাধারণ সম্পাদকঃ মোঃ হাসিবুল ইসলাম হাসিব
সাংগঠনিক সম্পাদকঃ মোঃ নাহিদ হাসান নিলয়
কোষাধ্যক্ষঃ মোঃ রিয়ান বাদশা সমন্বয়ক মোঃ সাহাজান ইসলাম,সদস্য তারেক ইসলাম, জুলফিকার,জিসান,সেলিম,এবং ৬ টি ইউনিয়নের সভাপতি ও সদস্য সেচ্ছাসেবী ভাই-বোনেরা।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন
থ্যালাসেমিয়া ব্লাড কালেকশন বোচাগন্জ ( TBCB ) এর উপদেষ্টাআবু সাঈফ মুনতাকিমুল বারি( মনি চৌধুরী ) ৩ নং মুরশিদাহাট ইউনিয়নের চেয়ারম্যান
মোঃ ওয়াক্কাস কাঞ্চন প্রমুখ