Mahin360

Mahin360 The new bangladeshi webpage, Amazing features here! দৃষ্টি রাখুন বাংল? www.etipsbd.com

The new bangladeshi webpage, Amazing features here! ই টিপস একটি শিক্ষামুলক ওয়েবসাইট। এডুকেশন নিউজ, ইনফো, টিপস, উপাদান, ডকুমেন্টস, সফটওয়্যার, আইডিয়া ইত্যাদি শেয়ার করাই আমাদের মূল লক্ষ্য। maker, idea and success.

19/11/2024

জানুয়ারি থেকে শুরু করুনঃ আমের মুকুল রক্ষার সহজ উপায়
========================
আপনার আম গাছের মুকুল সুস্থ রাখতে সঠিক যত্ন এবং সময়মতো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মুকুল ঠিকঠাক থাকলে ফলন যেমন ভালো হবে, তেমনি রোগ-বালাই থেকেও গাছ থাকবে নিরাপদ। চলুন, এই যত্নের সহজ কিছু উপায় জেনে নিই।

✅ মুকুল আসার আগে গাছের যত্ন নিন
আম গাছ সুস্থ রাখতে এই ছোট ছোট পদক্ষেপগুলো অনেক বড় ভূমিকা রাখেঃ
👉 আগাছা পরিষ্কার করুনঃ আগাছা শুধু গাছের পুষ্টি কমায় না, রোগ-বালাইয়ের ঝুঁকিও বাড়ায়। তাই মাটির চারপাশ একদম পরিষ্কার রাখুন।
👉 মরা ডালপালা কেটে ফেলুনঃ মরা বা শুকনো ডাল গাছে শুধু ওজন বাড়ায়, কিন্তু কোনো কাজে আসে না। এগুলো কেটে গাছকে হালকা করুন।
👉 পরগাছা সরানঃ গাছের শক্তি চুরি করে নেওয়া পরগাছা দূর করুন।
👉 সেচ বন্ধ করুনঃ মুকুল আসার ২-৩ মাস আগে সেচ বন্ধ রাখলে গাছ আরও ভালোভাবে প্রস্তুত হয়।

১. প্রথম স্প্রে: সময়মতো করলে ভালো ফল পাবেন

মুকুল যখন ৪-৬ ইঞ্চি হয়, তখন সঠিকভাবে স্প্রে করলে গাছ রোগমুক্ত থেকে ।
👉 কী ব্যবহার করবেন?
💧 ১ লিটার পানিতে ০.৫ মিলি ইমিডাক্লোপ্রিড কীটনাশক।
💧 ২ গ্রাম ম্যানকোজেব ছত্রাকনাশক।

👉 কীভাবে করবেন?
গাছের সমস্ত অংশ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন।

❌ মনে রাখবেন:
ফুল ফোটা অবস্থায় কোনো ধরনের স্প্রে করা যাবে না।

✅ প্রয়োজন হলে জানুয়ারিতে আরেকটি স্প্রে করুন

যদি জানুয়ারি মাসে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে, তবে মুকুল আসার ১৫-২০ দিন আগে স্প্রে করতে পারেন।

👉 কী ব্যবহার করবেন?
💧 ১ লিটার পানিতে ১ মিলি সাইপারমেথ্রিন কীটনাশক।
💧 ২ গ্রাম সালফারযুক্ত ছত্রাকনাশক।

👉 এটি কীভাবে সাহায্য করবে?
💧হপার পোকা থেকে সুরক্ষা।
💧সূট্যি মোল্ড ছত্রাকের আক্রমণ কমানো।

২. দ্বিতীয় স্প্রে: যখন মুকুলে ফল আসবে
আমের মটর দানা আকৃতি তৈরি হলে দ্বিতীয় স্প্রে করতে হবে।

👉 কী ব্যবহার করবেন?
💧১ লিটার পানিতে ০.৫ মিলি ইমিডাক্লোপ্রিড কীটনাশক।
💧২ গ্রাম কার্বেন্ডাজিম ছত্রাকনাশক।

👉 পদ্ধতিঃ
গাছের সম্পূর্ণ অংশ ভিজিয়ে স্প্রে করুন।

🥭 আপনার গাছের জন্য আপনার ভালোবাসাই আসল যত্ন

আপনার আম গাছের মুকুল সুরক্ষিত রাখতে এই কয়েকটি ধাপ অনুসরণ করুন। গাছের সঠিক যত্নই ভালো ফলনের চাবিকাঠি।

কোনো প্রশ্ন থাকলে আমরা পাশে আছি! কমেন্ট বক্সে লিখে দিন, পেইজে দেয়া মোবাইল নম্বরে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কল দিতে পারেন অথবা আপনার নিকটস্থ হর্টিকালচার সেন্টার বা উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ।

কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি
কৃষিতেই আমাদের মুক্তি।

ধন্যবাদ সবাইকে ❤️
============ Gaushoul Agam
======================
❤️ পোষ্টটি কাজে আসবে বা লাগবে মনে হলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ।
==========================
🛑 Copyright Reserved by©️ Horticulture Center
🛑 Sharing Allowed Only. Do not copy this content. Unauthorized reproduction may result in action under copyright law.
========================

Diode নিয়ে মজার গান EEE BD
26/08/2024

Diode নিয়ে মজার গান EEE BD

Diode Song, EEE Students, EEE

Resistor song for EEE BD
22/08/2024

Resistor song for EEE BD

Resistor information song. Info Entertainment and Educational video creator - Mahin360

20/10/2023


পরের ম্যাচে তৌহিদ হৃদয় এর যায়গায় শেখ মেহেদিকে এবং রিয়াদ কে অন্তত এক ধাপ উপরে নেয়া হোক। নেক্সট ম্যাচে বাংলাদেশ জয়ে ফিরুক... আমরা জিতব ইনশাআল্লাহ।

Youtube
12/10/2023

Youtube

Magic Video Edited MahinEdited video by Kinemaster and Openshot

Address

Thakurgaon
5100

Alerts

Be the first to know and let us send you an email when Mahin360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahin360:

Share