
29/08/2025
স্বার্থের বিনিময়ে দলকে ভালোবাসা বা সাপোর্ট করা কখনোই সত্যিকারের ভালোবাসা নয়।
যারা স্বার্থ হাসিল করে পকেট ভরে অন্যায়কে প্রশ্রয় দেয় এবং রাজনৈতিক দলের নাম ব্যবহার করে নিজেদের দাপট দেখায়—তাদের সাহসী বলা যায় না, বরং তারা কেবল স্বার্থবাদী।
নৈতিকতা মানে হলো সঠিকের পক্ষে দাঁড়ানো।
ন্যায় মানে সত্য ও সঠিক কাজকে সমর্থন করা আর অন্যায় মানে অসত্য ও ভুলের পাশে দাঁড়ানো।
এসব বোঝার জন্য কোনো ভণ্ড ব্যক্তির কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই।
আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই।
হয়তো আমার রাজনৈতিক জ্ঞান খুব গভীর নয়, কিন্তু কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা বোঝার মতো সামর্থ্য আমার আছে।
প্রত্যেক মানুষ নিজেই নিজের ভালো-মন্দ বুঝতে সক্ষম।
তবুও, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে নানা হুমকির সম্মুখীন হতে হচ্ছে।
কিন্তু একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই—আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না।
সময় হলেই সবাই বুঝতে পারবেন সামনে নির্বাচনে আমার ভূমিকা ও অবদান কতটা গুরুত্বপূর্ণ।
---
🔖 Related Hashtags :