محمد شميم إسلام

محمد شميم إسلام I am a Graphics Designeer. I Create T-Shart Design, Logo Design, Business Card, etc.

17/09/2025

Hello 🥀

মানুষকে অভ্যাস বানাতে নেই, মানুষ থাকেনা!😊Shamim Official Fans Group Mohammad Shamim Reza
29/08/2025

মানুষকে অভ্যাস বানাতে নেই, মানুষ থাকেনা!😊

Shamim Official Fans Group
Mohammad Shamim Reza

হিংসে যাদের পেশা, সাফল্য তাদের শত্রু।"
21/08/2025

হিংসে যাদের পেশা, সাফল্য তাদের শত্রু।"

09/08/2025

- খালি মনে হয়, কেউ আমাকে ভালোবাসে :)

- অনেকদিন পর দেখা হলে সবার আগে জড়িয়ে ধরা ব্যাপারটা বড্ডো কিউট!🖤🫶
01/08/2025

- অনেকদিন পর দেখা হলে সবার আগে জড়িয়ে ধরা ব্যাপারটা বড্ডো কিউট!🖤🫶

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা মর্মাহত।
22/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা মর্মাহত।

চোখ বন্ধ করলেই পাখিদের চিৎকার শুনতে পাওয়া যায়🙂Mohammad Shamim Reza Ab Bulbul Khan  Md Shipon Rana
21/07/2025

চোখ বন্ধ করলেই পাখিদের চিৎকার শুনতে পাওয়া যায়🙂

Mohammad Shamim Reza
Ab Bulbul Khan

Md Shipon Rana

লে আমি
07/04/2025

লে আমি

আমি চেয়েছিলাম তুমি হও হুমায়ূন আহমেদের  কোনো এক উপন্যাসের সহজ সরল নায়িকার মতো প্রাণবন্ত। কোন কোন ঘুম না আসা রাত্তিরে তুমি...
05/04/2025

আমি চেয়েছিলাম তুমি হও হুমায়ূন আহমেদের কোনো এক উপন্যাসের সহজ সরল নায়িকার মতো প্রাণবন্ত। কোন কোন ঘুম না আসা রাত্তিরে তুমি ওপাশ থেকে ফোন করে গান ধরো, যদি মন কাঁদে তুমি ফিরে এসো, ফিরে এসো এক বর্ষায়।

ফাইভস্টার রেস্তোরার দামি ম্যানুর কফির স্বাদ না খুঁজে মাঝেমধ্যে ওই শ্যাঁতশ্যাঁতে হোটেলের সিঙ্গারর গাল ভাঙার আবদার করো। খাওয়া শেষে খুব শক্ত করে হাত চেপে ধরে রিকশায় চড়ে শহর দেখতে দেখতে হয়ে ওঠো চমৎকার প্রেমিকা।

বৃষ্টি হলে শাড়ি চুড়ি পরে চোখে গাঢ় করে কাজল দিয়ে সাজুগুজু করো। চিঠিতে লিখে রাখো বৃষ্টি নামার আনন্দের সংবাদ, চিঠির খামে ভরে রাখো কয়েকফোঁটা বৃষ্টি।

জন্মদিন এলে ওসব চিঠি কুরিয়ার করে পাঠাও সঙ্গে পাঠাও গুনে গুনে বেশ কয়েকটি কদমফুল।

অথচ, অথচ তুমি নিজেকে জড়ালে ওয়েস্টার্ন পোশাকে। আমার প্রাণবন্ত স্নিগ্ধ প্রেমিকা না হয়ে বুকের অন্দরের গোপন ফিতা দেখিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠলে নষ্টালজিক এক নারী। নাপিত থেকে মুচি তোমার বুকের সাইজ মেপে তোমাকে প্রশংসায় ভাসায়, ডুবায়, চুবায়।

আমি খুঁজি প্রেম, তুমি যৌনতা। আমি চাই একটু তোমার কাঁধে মাথা রাখতে, তুমি চাও কামনার আগুনে জ্বলেপুড়ে আঙ্গার হতে। আমার এই সব চাওয়াকে তুমি খেইত্যা বলে উপাধি দাও। তুমি মেনে নাও পৃথিবীর যাবতীয় অশ্লীলতা, অথচ আমাকে বলো লম্পট।

আমি বোধহয় সেইসব খেইত্যা মানুষদের দলে ভিঁড়েছি যাদের এখনও কবিতা পড়লে হৃদয় শূন্য হয়ে আসে, জোছনা দেখলে হতে চায় গৃহত্যাগী, বৃষ্টি দেখলে বিড়াল ছানার মতো প্রিয়তমার বুকে ঢুকে বসে থাকতে চায় চুপচাপ।

আমি বোধহয় সেই-সব খেইত্যা প্রেমিকদের দলের মানুষ যারা শুধু প্রেমিকার প্রেমটুকুই চিনেছে, প্রেমিকার শরীর ছোঁয়ার প্রয়োজন মনে করেনি।

তুমি হয়তো জানো না, শরীর যদি আমায় টানতো তবে আমি পৃথিবীর এক'শো তিরানব্বইটি দেশের নারীর নগ্ন শরীরের দিকে ছুটতাম, তোমাকে কেন্দ্র করে ঘুরতাম না।

28/03/2025
রিয়েল হিরো।💥এইবার রমজানে বাজার সিন্ডিকেটদের জন্যে ঘুম হা'রা'ম করে দিয়েছেন এই মানুষ টা। আমি প্রায় সময় ওনার ভিডিও দেখি কি ...
28/03/2025

রিয়েল হিরো।💥

এইবার রমজানে বাজার সিন্ডিকেটদের জন্যে ঘুম হা'রা'ম করে দিয়েছেন এই মানুষ টা। আমি প্রায় সময় ওনার ভিডিও দেখি কি বিচক্ষণ একটা মানুষ।
প্রত্যেক জেলা পর্যায়ে এমন চৌকস অফিসার দরকার।
আব্দুল জাব্বার মন্ডল স্যারের দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করছি ❤️🤲

Address

Thakurgaon
5120

Alerts

Be the first to know and let us send you an email when محمد شميم إسلام posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to محمد شميم إسلام:

Share