03/08/2025
ঠাকুরগাঁওয়ে বিপ্লব নামে এক পরীক্ষার্থীকে চেইন দিয়ে মা/র/ধর, গু/রু/তর আ/হত হয়ে হাসপাতালে ভর্তি....
আজ বিকেলে রুহিয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিরাও ছাত্র। তারা হলেন সদর উপজেলার চিলারং ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকার মুন্না (২১), দেলোয়ার, নয়ন, তাজ, ফয়সালসহ প্রায় ১০ জন। আ/হ/ত পরীক্ষার্থী বিপ্লব চিলারং ইউনিয়নের আরাজি ঝারগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে।