Riti's Lifestyle

Riti's Lifestyle Hi.. My name is Ritika.. This is my page Riti's Lifestyle
(2)

স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল।দশ মিনিট পর স্ত্রীর ফোন, "আমি যেদিকে দুচোখ যায় ...
27/05/2025

স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল।

দশ মিনিট পর স্ত্রীর ফোন, "আমি যেদিকে দুচোখ যায় চললাম তোমার সংসার, ছেলেমেয়ে সব ফেলে।"
স্বামী "ঠিক আছে, যাও" বলে ফোন কেটে দিল। এটা বিশ্বাস!

দুপুরে স্বামী বাসায় ফিরে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে আর রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা মায়া।

এরপর দুজন দুই রুমে মন খারাপ করে করে শুয়ে আছে, কারো কোনো কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। এটা অভিমান।

বিকেলে স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল। এটা দায়িত্ববোধ।

স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা। খেতে গিয়েও কি ভেবে খেল না। ঠিক করল স্ত্রী এলে দুজন একসাথে খাবে। এটা অপেক্ষা।

বেডরুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করল, "তুমি যে কারণে যেতে পার নি, আমিও সে কারণে খেতে পারি নি।" এটা ভালোবাসা!

শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, সংসার টিকেয়ে রাখার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার।

21/05/2025

পৃথিবীতে আপন বলতে কি আদৌ কেউ হয়🥺কেউ না, কেউ হয় না 😥😫

আমি সৃষ্টিকর্তার কাছে সুখ চেয়েছিলাম, তিনি তোমাকেই আমাকে দিয়ে দিলো...!!তোমার দিকে তাকালে কষ্ট কি জিনিস সেটা ভুলেই যাই.....
21/05/2025

আমি সৃষ্টিকর্তার কাছে সুখ চেয়েছিলাম, তিনি তোমাকেই আমাকে দিয়ে দিলো...!!তোমার দিকে তাকালে কষ্ট কি জিনিস সেটা ভুলেই যাই...

20/05/2025

বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়😒🥀

🤣😂
20/05/2025

🤣😂

🤫 একজন মাকে হয় সাহায্য করুননা হয় একদম চুপ থাকুন।হুদায় পেছনে কাঠি না দিয়ে একজনমাকে প্রান ভরে দোয়া দিন,,,,, একটা মা ই জানে...
20/05/2025

🤫 একজন মাকে হয় সাহায্য করুন
না হয় একদম চুপ থাকুন।
হুদায় পেছনে কাঠি না দিয়ে একজন
মাকে প্রান ভরে দোয়া দিন,,,,,
একটা মা ই জানে সে কতোটা শারীরিক, মানসিক
চাপের সাথে ননস্টপ যুদ্ধ করছে 😪

19/05/2025

গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয়! পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের !

19/05/2025

মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে..,প্রয়োজন শেষে ততটাই বদনাম করে...!

পৃথিবীতে নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়। কেউ কারো হয়ে প্রয়োজন মি'টি'য়ে দেয় না।এটাই বাস্তবতা। জীবনে যত কাছের মানুষই হ...
16/05/2025

পৃথিবীতে নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়। কেউ কারো হয়ে প্রয়োজন মি'টি'য়ে দেয় না।

এটাই বাস্তবতা। জীবনে যত কাছের মানুষই হোক না কেন, প্রত্যেকে নিজের স্বার্থ আর প্রয়োজনেই ব্যস্ত। কেউ তোমার হয়ে দায়িত্ব নেবে না, কেউ তোমার কষ্ট পুরোপুরি বুঝবে না।
তাই নিজের প্রয়োজন, স্বপ্ন, আর লক্ষ্য পূরণে নিজেই সংগ্রাম করো।
নিজেকে শক্ত করে গড়ে তোলো, কারণ দিন শেষে নিজেই নিজের সবচেয়ে বড় ভরসা।।

15/05/2025

যদি সা'ন্ডা ফেসবুক ইউজ করতে পারতো, ঠিকই একটা পেইজ খুলে টাকা কামানো শুরু করে দিতো।🙂

12/05/2025

আমি নারী হয়েও নারীকে ভীষণ ভয় পাই
নিশ্চয়ই নারীদের ষড়যন্ত্র খুবই ভয়ানক
এরা আপনার সফলতা হাসি মুখে গ্রহণ করলেও ভেতরে ভেতরে আপনাকে নিতেও পারবেনা সহ্যও করতে পারবেনা..

Address

Ruhea. Thakurgaon
Thakurgaon
5100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riti's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share