22/06/2024
পূর্ণতা,,
কেউ তো থাকুক যে নিঃশব্দে শুনবে দুঃখগুলোকে
কারণ মুখে প্রায় সব সময়ই তালা
আর চোখে হাজার হাজার কাহিনি যত্ন করে রাখা,
কেউ খুব কাছে আসুক, আর বলুক_____
দেখি দেখি, একবার তো এদিকে তাকা?
উমমম কিছুতো বলতে চায় চোখগুলো,
কিন্তু চোখকে ধমকে
তোমার মুখটা যখন চুপ করতে বলল..
ওটা আমি শুনে ফেলেছি।
ভেতরটা তো সবজায়গা থেকে ভাঙাচোরা,
হৃদয়ের প্রতিটা কোণা,
প্রতিটা দেওয়ালে ফুটো আছে ,,
মানে,,,, কেউ তো থাকুক যে এই ভাঙাচোরা
ভেতরটা দেখতে চাওয়ার জন্য ব্যাকুল হয়,
থেকে যাওয়ার জন্য ব্যাকুল হয়,
সবকিছু জেনে পালানোর জন্য নয়,
হৃদয়টা না একটা পুরোনো বাড়ির মত
যেটা, মেরামত হতে চায় না...
ব্যাস একটু গুছিয়ে উঠতে চায়।
চায় যে কেউ এসে,
ওই ভাঙাচোরা ফুটো হওয়া দেয়ালকে চিৎকার করে এটা বলুক এবং বিশ্বাস করাক যে,
এখানে শুধু একটু ধুলা পড়ে গেছে, নোংরা হয়ে গেছে,
যেটা রাঙিয়ে তোলা যায়।
কিছু পুরোনো ছবি দেয়ালে টাঙানো আছে ঠিকই
যেগুলো ময়লার বালতিতে ফেলে দেওয়া যায়।
হ্যা, কিছু লোকসান তো হয়েছেই, কিন্তু দেয়ালের ভিৎ...
এখনো শক্ত আছে,,
এতটুকু তো বিশ্বাস করতে বাধ্য করাই যায়।।
কেউ তো থাকুক, যে দেখবে তো দেখবেই
শুধু চোখগুলোকে, হাসিটাকে,ভেতরটাকে, দুঃখগুলোকে...
আর বলবে,
এই গজদাঁতের হাসিটা সুন্দর তো ঠিক আছে,
কিন্তু এতটাও না,,,,,,
যতটা সুন্দর এই জখমগুলো
যা তুমি এতবছর ধরে কামাই করে করে বড় হয়েছো,
বলবে যে, এই হাসি তোমার নয় যা তুমি দুনিয়াকে দেখাচ্ছ,
যেই তোমাকে তুমি চড়িয়ে বেড়াচ্ছো রৌদ্রতপ্ত মাঠে,
তা তুমি নও, তা তুমি নও, তা তুমি হবেও না,
সে জোড় গলায় বলবে,
তুমি তোমার হাসিকে ব্যবহার করছো
তোমারই পর্দা হিসেবে......
এমন পর্দা যার এপার ওপার দেখা যায়.....
সে বুঝবে যে,
হাসিটা একটা ব্যর্থ প্রচেষ্টা
চোখের পানির ওপর লাগাম লাগানোর জন্য🙃
সে বলবে,
এই নাকাব খুলে ফেলে দাও,
ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়াও,
নিজের ক্ষতগুলো দেখার জন্য,
তাদের ভালোবাসার জন্য,
তাদের আড়াল বা ঘৃণা করার জন্য নয়।।।
সে আমাকে আমাকে আমাকেই বলুক,৷৷
তুমি মানে তুই না.....
দুঃখের এক প্রকাশিত মুখচ্ছবি,
যন্ত্রনায় ভাঙাচোরা ক্ষতবিক্ষত চেহারার
এক মায়াভরা প্রতিবিম্ব।
আমাকে বলুক,
তুই মানে দুঃখ, তুই মানে যন্ত্রনা, তুই মানে ভালোবাসা।
তুই মানে স্মৃতির নির্মম আঘাতে জখম হয়ে পড়ে থাকা অবহেলিত এক হৃদয়,
যাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায় অবলীলায়।
ধ্রুবতারা,