Prio彡

Prio彡 সাহিত্য হৃদয়ের খোরাক, একাকিত্বে মানসিক তৃপ্তি,,
(49)

22/06/2024

পূর্ণতা,,

কেউ তো থাকুক যে নিঃশব্দে শুনবে দুঃখগুলোকে
কারণ মুখে প্রায় সব সময়ই তালা
আর চোখে হাজার হাজার কাহিনি যত্ন করে রাখা,
কেউ খুব কাছে আসুক, আর বলুক_____
দেখি দেখি, একবার তো এদিকে তাকা?
উমমম কিছুতো বলতে চায় চোখগুলো,
কিন্তু চোখকে ধমকে
তোমার মুখটা যখন চুপ করতে বলল..
ওটা আমি শুনে ফেলেছি।

ভেতরটা তো সবজায়গা থেকে ভাঙাচোরা,
হৃদয়ের প্রতিটা কোণা,
প্রতিটা দেওয়ালে ফুটো আছে ,,
মানে,,,, কেউ তো থাকুক যে এই ভাঙাচোরা
ভেতরটা দেখতে চাওয়ার জন্য ব্যাকুল হয়,
থেকে যাওয়ার জন্য ব্যাকুল হয়,
সবকিছু জেনে পালানোর জন্য নয়,

হৃদয়টা না একটা পুরোনো বাড়ির মত
যেটা, মেরামত হতে চায় না...
ব্যাস একটু গুছিয়ে উঠতে চায়।
চায় যে কেউ এসে,

ওই ভাঙাচোরা ফুটো হওয়া দেয়ালকে চিৎকার করে এটা বলুক এবং বিশ্বাস করাক যে,

এখানে শুধু একটু ধুলা পড়ে গেছে, নোংরা হয়ে গেছে,
যেটা রাঙিয়ে তোলা যায়।
কিছু পুরোনো ছবি দেয়ালে টাঙানো আছে ঠিকই
যেগুলো ময়লার বালতিতে ফেলে দেওয়া যায়।
হ্যা, কিছু লোকসান তো হয়েছেই, কিন্তু দেয়ালের ভিৎ...
এখনো শক্ত আছে,,
এতটুকু তো বিশ্বাস করতে বাধ্য করাই যায়।।

কেউ তো থাকুক, যে দেখবে তো দেখবেই
শুধু চোখগুলোকে, হাসিটাকে,ভেতরটাকে, দুঃখগুলোকে...
আর বলবে,

এই গজদাঁতের হাসিটা সুন্দর তো ঠিক আছে,
কিন্তু এতটাও না,,,,,,
যতটা সুন্দর এই জখমগুলো
যা তুমি এতবছর ধরে কামাই করে করে বড় হয়েছো,
বলবে যে, এই হাসি তোমার নয় যা তুমি দুনিয়াকে দেখাচ্ছ,
যেই তোমাকে তুমি চড়িয়ে বেড়াচ্ছো রৌদ্রতপ্ত মাঠে,
তা তুমি নও, তা তুমি নও, তা তুমি হবেও না,

সে জোড় গলায় বলবে,
তুমি তোমার হাসিকে ব্যবহার করছো
তোমারই পর্দা হিসেবে......
এমন পর্দা যার এপার ওপার দেখা যায়.....

সে বুঝবে যে,
হাসিটা একটা ব্যর্থ প্রচেষ্টা
চোখের পানির ওপর লাগাম লাগানোর জন্য🙃

সে বলবে,
এই নাকাব খুলে ফেলে দাও,
ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়াও,
নিজের ক্ষতগুলো দেখার জন্য,
তাদের ভালোবাসার জন্য,
তাদের আড়াল বা ঘৃণা করার জন্য নয়।।।

সে আমাকে আমাকে আমাকেই বলুক,৷৷
তুমি মানে তুই না.....
দুঃখের এক প্রকাশিত মুখচ্ছবি,
যন্ত্রনায় ভাঙাচোরা ক্ষতবিক্ষত চেহারার
এক মায়াভরা প্রতিবিম্ব।

আমাকে বলুক,
তুই মানে দুঃখ, তুই মানে যন্ত্রনা, তুই মানে ভালোবাসা।
তুই মানে স্মৃতির নির্মম আঘাতে জখম হয়ে পড়ে থাকা অবহেলিত এক হৃদয়,
যাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায় অবলীলায়।

ধ্রুবতারা,

পদ্ম ফোটা ঝিলে,তুমি আমি মুখোমুখি,হাজারো পাখির কলরবে মুখরিত হবে আমাদের হাজারো কথা। আমি নৌকায় উঠে পানি ছুঁয়ে দেখবো আর তুমি...
20/06/2024

পদ্ম ফোটা ঝিলে,
তুমি আমি মুখোমুখি,
হাজারো পাখির কলরবে মুখরিত হবে আমাদের হাজারো কথা। আমি নৌকায় উঠে পানি ছুঁয়ে দেখবো আর তুমি অপলক পদ্ম হাতে আমাকে দেখবে।
শুভ্র নীল আকাশ,, স্নিগ্ধ বাতাস,, হাজারো নীল প্রজাপ্রতিকে সাক্ষী রেখে বলবো 'ভালোবাসি',, ❤

আমি প্রেম নিতে আসি নাইদিতে এসেছি উজাড় করেকিছু চাওয়া পাওয়া নেই হৃদয়েক্ষণে ক্ষণে তোমায় চেয়েআমি হারি নাই তবু হেরে গেছ...
13/06/2024

আমি প্রেম নিতে আসি নাই
দিতে এসেছি উজাড় করে
কিছু চাওয়া পাওয়া নেই হৃদয়ে
ক্ষণে ক্ষণে তোমায় চেয়ে
আমি হারি নাই তবু হেরে গেছি
শতত ঝরা ফাল্গুনে
দেখি নাই তবুও দেখেছি
তাহার নয়ন কাঁদে কেমন করে
অশ্রু চোখে ভালোবাসি নাই
ভালোবেসে যাই অন্তরে
কেমন করে তুমি থাকো একাকী পথে
আমি খুঁজে বেড়াই ঠিকানা নাহি পাই
এ পথে সন্ধ্যা নেমে আসে।।

11/06/2024

খুবই সুন্দর একটি পেইজ। আপনার পেইজের প্রতিটা পোস্ট খুবই গুরূত্বপূর্ণ এবং সময়োপযোগী শিখনীয়মূলক ভিডিওগুলো বেশ উপকারী। পেইজটি নিয়ে আপনার ভবিষ্যত প্রত্যাশা সফল হোক।
দোয়া ও শুভ কামনা রইল জনাব/জনাবা, ❤️🥰

10/06/2024

শত হতাশার বিবর্ণ রংগুলো যখন স্বপ্ন পূরণের আলোকছটা জাগায়,,
তখন বাস্তবতা এসে আঘাত করে আমার যত্নে লালিত স্বপ্নঘরে।
বার্ধক্যে ঘিরে ধরে আমার স্বপ্নরাজ্য।
একি কেবলই স্বপ্ন? নাকি হতাশার আরেক নাম?

মন চায় ফিরে যাই সেই ছোট বেলায়,,,,💔😪
08/06/2024

মন চায় ফিরে যাই সেই ছোট বেলায়,,,,💔😪

21/05/2024

শিশির ভেজা ভোরে যদি সোনালী আবিরে মোড়ানো একটি হালকা শীতের আমেজের সকাল লিখে দেই একান্ত তোমার নামে-
যদি ছিনতাই করি হেমন্ত থেকে ভেজা ফুলের তুষারমৌলি-
যদি তোমার ইচ্ছের অধীনে সাজাই আমার শীত বা বসন্ত?
তোমার জন্যই যদি শরতের নীলখামে আসে শীতের মৌনতা-
কোকিলের কণ্ঠ আর তোমার নুপূরের ধ্বনি যদি হয় একাকার,
তবে কি হবে তুমি আমার?
যদি লালটিপ, চোখের কাজল, বাসন্তী শাড়ী-চুড়ি সব কিছু তোমার জন্য আয়োজন করা হয়,
তবে কি আমার করে লিখে দেবে তোমাকে?
তবে কথা দিলাম-
মেঘের রংধনু, তাজা গোলাপের নির্যাস, মিষ্টি রোদের চাদরে মেশানো পরন্ত বিকেল সবই তোমার জন্য জমাবো।

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prio彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share