Prio Nath

Prio Nath Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prio Nath, Thakurgaon.
(51)

নগ্ন ও ধূসর পৃথিবী থেকে বহু দূরে এক সত্য ও সুন্দর জগতের ভাবকল্পনায় আত্মবিস্মৃত হয়ে থাকেন কল্পনা পিয়াসী কবি। যেখানে চাইলেই ইচ্ছেমতো বিচরণ করা যায় মহাবিশ্বের সর্বোচ্চ সুখ সীমায়।
সাহিত্য হৃদয়ের খোরাক, একাকিত্বে মানসিক তৃপ্তি।
"বাউন্ডুলে কবি"

উল্লাসী সেই কলেজ জীবনে,কত যুবক ঘুরলো পিছে, ভালোবেসে মিছে মিছে,কত কু-নজর পড়িল যৌবনে।জাগিল কামের মোহ,তবু যত্নে রাখিলাম দেহ...
27/08/2025

উল্লাসী সেই কলেজ জীবনে,
কত যুবক ঘুরলো পিছে, ভালোবেসে মিছে মিছে,
কত কু-নজর পড়িল যৌবনে।

জাগিল কামের মোহ,
তবু যত্নে রাখিলাম দেহ, বাঁধিয়া রাখিলাম মন।
প্রবাসীর সন্ধান পেয়ে,
টাকা দেখে দিলো বিয়ে
শেষে বুড়া বেডায় খাইল যৌবন।।

কাছে পাওয়ার শোকে,‎রোজ রাত্রি বেলায়, স্বপ্নে তোমায়,‎জড়িয়ে রাখি বুকে।‎কেন?‎সকাল হলেই হতাশ লাগে, ইচ্ছে জাগে দেখার?ক্ষণিক সা...
23/08/2025

কাছে পাওয়ার শোকে,
‎রোজ রাত্রি বেলায়, স্বপ্নে তোমায়,
‎জড়িয়ে রাখি বুকে।

কেন?
‎সকাল হলেই হতাশ লাগে, ইচ্ছে জাগে দেখার?
ক্ষণিক সাক্ষাতের ঐ ক্ষণে,
‎তোমার রসালো ঠোটের আলিঙ্গনে
‎প্রাণ ফিরে পাই আবার।

‎শোনো, কাজল চোখের মেয়ে,‎আমার দিবস কাটে, বিবশ হয়ে,‎তোমার চোখে চেয়ে।‎‎তাকাশ কেন?‎আঁকাস কেন বুকের ভেতর আকাশ?‎কাজল চোখের মেয়...
19/08/2025

‎শোনো, কাজল চোখের মেয়ে,
‎আমার দিবস কাটে, বিবশ হয়ে,
‎তোমার চোখে চেয়ে।

‎তাকাশ কেন?
‎আঁকাস কেন বুকের ভেতর আকাশ?
‎কাজল চোখের মেয়ে,
‎তুই তাকালে থমকে থাকে
‎আমার বুকের বাঁ-পাশ।

কাঠগোলাপ 🥰
15/08/2025

কাঠগোলাপ 🥰

দাওয়াত রইল বন্ধুরা 🥰
10/08/2025

দাওয়াত রইল বন্ধুরা 🥰

আহা জীবন!মুহূর্তেই সব শেষ,😪
06/08/2025

আহা জীবন!
মুহূর্তেই সব শেষ,😪

বর্ষাকালের সৌন্দর্য 🥰
04/08/2025

বর্ষাকালের সৌন্দর্য 🥰

23/07/2025

একরাশ মুগ্ধতা 🥰

20/07/2025

প্রকৃতির খুব কাছে গেলেই মন শান্ত, শীতল হয়ে যায়,,,

18/07/2025

আমার একটা নদী ছিলো,,

22/06/2024

পূর্ণতা,,

কেউ তো থাকুক যে নিঃশব্দে শুনবে দুঃখগুলোকে
কারণ মুখে প্রায় সব সময়ই তালা
আর চোখে হাজার হাজার কাহিনি যত্ন করে রাখা,
কেউ খুব কাছে আসুক, আর বলুক_____
দেখি দেখি, একবার তো এদিকে তাকা?
উমমম কিছুতো বলতে চায় চোখগুলো,
কিন্তু চোখকে ধমকে
তোমার মুখটা যখন চুপ করতে বলল..
ওটা আমি শুনে ফেলেছি।

ভেতরটা তো সবজায়গা থেকে ভাঙাচোরা,
হৃদয়ের প্রতিটা কোণা,
প্রতিটা দেওয়ালে ফুটো আছে ,,
মানে,,,, কেউ তো থাকুক যে এই ভাঙাচোরা
ভেতরটা দেখতে চাওয়ার জন্য ব্যাকুল হয়,
থেকে যাওয়ার জন্য ব্যাকুল হয়,
সবকিছু জেনে পালানোর জন্য নয়,

হৃদয়টা না একটা পুরোনো বাড়ির মত
যেটা, মেরামত হতে চায় না...
ব্যাস একটু গুছিয়ে উঠতে চায়।
চায় যে কেউ এসে,

ওই ভাঙাচোরা ফুটো হওয়া দেয়ালকে চিৎকার করে এটা বলুক এবং বিশ্বাস করাক যে,

এখানে শুধু একটু ধুলা পড়ে গেছে, নোংরা হয়ে গেছে,
যেটা রাঙিয়ে তোলা যায়।
কিছু পুরোনো ছবি দেয়ালে টাঙানো আছে ঠিকই
যেগুলো ময়লার বালতিতে ফেলে দেওয়া যায়।
হ্যা, কিছু লোকসান তো হয়েছেই, কিন্তু দেয়ালের ভিৎ...
এখনো শক্ত আছে,,
এতটুকু তো বিশ্বাস করতে বাধ্য করাই যায়।।

কেউ তো থাকুক, যে দেখবে তো দেখবেই
শুধু চোখগুলোকে, হাসিটাকে,ভেতরটাকে, দুঃখগুলোকে...
আর বলবে,

এই গজদাঁতের হাসিটা সুন্দর তো ঠিক আছে,
কিন্তু এতটাও না,,,,,,
যতটা সুন্দর এই জখমগুলো
যা তুমি এতবছর ধরে কামাই করে করে বড় হয়েছো,
বলবে যে, এই হাসি তোমার নয় যা তুমি দুনিয়াকে দেখাচ্ছ,
যেই তোমাকে তুমি চড়িয়ে বেড়াচ্ছো রৌদ্রতপ্ত মাঠে,
তা তুমি নও, তা তুমি নও, তা তুমি হবেও না,

সে জোড় গলায় বলবে,
তুমি তোমার হাসিকে ব্যবহার করছো
তোমারই পর্দা হিসেবে......
এমন পর্দা যার এপার ওপার দেখা যায়.....

সে বুঝবে যে,
হাসিটা একটা ব্যর্থ প্রচেষ্টা
চোখের পানির ওপর লাগাম লাগানোর জন্য🙃

সে বলবে,
এই নাকাব খুলে ফেলে দাও,
ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়াও,
নিজের ক্ষতগুলো দেখার জন্য,
তাদের ভালোবাসার জন্য,
তাদের আড়াল বা ঘৃণা করার জন্য নয়।।।

সে আমাকে আমাকে আমাকেই বলুক,৷৷
তুমি মানে তুই না.....
দুঃখের এক প্রকাশিত মুখচ্ছবি,
যন্ত্রনায় ভাঙাচোরা ক্ষতবিক্ষত চেহারার
এক মায়াভরা প্রতিবিম্ব।

আমাকে বলুক,
তুই মানে দুঃখ, তুই মানে যন্ত্রনা, তুই মানে ভালোবাসা।
তুই মানে স্মৃতির নির্মম আঘাতে জখম হয়ে পড়ে থাকা অবহেলিত এক হৃদয়,
যাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায় অবলীলায়।

ধ্রুবতারা,

পদ্ম ফোটা ঝিলে,তুমি আমি মুখোমুখি,হাজারো পাখির কলরবে মুখরিত হবে আমাদের হাজারো কথা। আমি নৌকায় উঠে পানি ছুঁয়ে দেখবো আর তুমি...
20/06/2024

পদ্ম ফোটা ঝিলে,
তুমি আমি মুখোমুখি,
হাজারো পাখির কলরবে মুখরিত হবে আমাদের হাজারো কথা। আমি নৌকায় উঠে পানি ছুঁয়ে দেখবো আর তুমি অপলক পদ্ম হাতে আমাকে দেখবে।
শুভ্র নীল আকাশ,, স্নিগ্ধ বাতাস,, হাজারো নীল প্রজাপ্রতিকে সাক্ষী রেখে বলবো 'ভালোবাসি',, ❤

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prio Nath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share