29/03/2025
রোমন্থন
কলমে: অসীম সেন
হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে থমকে যাবে।
নিজেকে আবিষ্কার করবে কোন এক অজনা দ্বীপের নির্জন অভিবাসী মনে করে।
একদিন তুমি থমকে দাঁড়াবে ,
স্মৃতির রোমন্থন এ কিছু একটা হাতড়ে বেড়াবে
চাওয়া না পাওয়ার হিসাব মিলাতে ব্যর্থ হবে।
ধীরো ধীরে কখন যে বয়স বেড়ে গেছে,
চুলে পাক ধরেছে,
অসম্ভব সুন্দর মুখটির চামড়া কুঁচকে যাওয়া
বোধ হয় লক্ষ করবে!
আগের মতো রাত জেগে ভাবনায়,
চোখে কালিমালিপ্ত হবে
ছোট্টএই জীবন নিয়ে।
তার কোন আপেক্ষিক সঙ্গা খোঁজে পাবে না,
পাবে না অন্তমিল, কেনন জীবন জীবনের মতোই।
কত চাওয়া অপূর্ণ ছিল, কত কিছু পেয়েও ভুলে যাওয়া স্মৃতির জাগরণে, অপূর্ণতায় শুধ কাঁদাবে।
ভাবনায় পুরো জীবনটাকে
কয়েক মিনিটের নাটিকা মনে হবে।
কত বসন্ত এলো গেলো-
হ্যাঁ-
একদিন থকমে দাঁড়াবে আয়নার সমানে।
ধুসর অতীত, দুচোখে হাতছানি দিবে,
মহাকাশের ব্লাক হোল এর গর্তে সব কিছু মিলিয়ে যাবে।